দ্রষ্টব্যঃ স্বপ্নচারী ভাইয়ের পোস্টটা পড়ার পর এই কবিতার থিমটা মাথায় আসে।
বিবেকের সাথে কথোপকথন
করে বারবার হেরে যাই।
আমায় পরাজিত হতে দেখে
হাস্য উপহাস করে আমার বিবেক।
এত কেন হারতে হয়?
হারতে কি
ভালো লাগে সবসময়?
হেরে গিয়ে নতুন করে
উপলব্ধি করি
বিবেকবোধের জলাঞ্জলি
দেয়া বোধহয়
হল না আমার।
তাই ঘুরে ফিরে
আবার পরাজয়ের
বৃত্তের মাঝে পড়ি।
কি জানি, হয়ত
পরাজিত হওয়াতেই
আমার আনন্দ।
আমার ফ্রেন্ড সার্কেলের 99% এমনটাই ভাবে..... তুমি লাইনটা মন থেকে লিখছ নাকি ? না লিখলেই খুশি হব.. 🙂
ভাই সবক্ষেত্রে পরাজিত হতে আনন্দ না। বিবেকের কাছে পরাজিত হতে আনন্দ। কারন তবেই না আমার বিবেক বিসর্জন দিতে হবে না। সকল কুবৃত্তির ওপর বিবেকের জয় হবে।
আরে ব্যাপার না,
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ভাইয়া আপনার জিমেইল একাউন্ট কি চেক করেন না?
জিমেইল চেক করি দিনে একবার। কাল্কেও তোমার মেইলটা ছিল না। আজকে পেলাম।
তুমি rmfrahman@yahoo.com টা ব্যবহার করতে পার জরুরী কিছু হলে। ১৫ মিনিটের মধ্যে উত্তর পাবা যদি দিনের বেলা কর, আশাকরি, না হলে ১২ ঘন্টার মধ্যে নিশ্চিত।
ভাল থেকে। উত্তর দিচ্ছি।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
আসলেও ব্যাপার না। ফয়েজ ভাই, এজন্যেই আপনারে আমি ভালা পাই। 😀 😀
বিবেকের সাথে জিতেই তো আনন্দ..... কারণ বাকি পৃথিবী'র কাছে হেরে যাওয়ার পর এই একটাইতো বাকি থাকে যার সাথে জিতা যায়..... শুধু হেরে যাওয়ার জন্যে আসছি পৃথিবীতে এই কথাটা সত্যি হলে বেঁচে থাকা কঠিন হয়ে যেত.... তাই অন্ততপক্ষে একটি জিনিস থাকা উচিত যার বিরুদ্ধে আমি জিতব..... এটা যদি আমার বিবেক হয়, কোন সমস্যা নাই...
ঠিকমত বলতে পারছি না কথাটা... এইজন্যে কমেন্ট করতে ইচ্ছা করেনা....কি বলতে চাই লিখতে পারিনা...
আমি ক্রুসিফিকেশন এর কথা বলছি..... এখানে মানুষ নিজেকে কষ্ট দিয়ে আনন্দ পায়.... বিবেকের কাছে হেরে নিজের সাথে জিতে যাওয়ার আনন্দ আসে এতে....
ভাই,
আপনি কী বলতে চাইছেন তা মনে হয় আমি বুঝতে পেরেছি।
বিবেকের কাছে হেরে যাওয়া এর আরেক অর্থ নিজেকে কষ্ট দেয়া...
সম্ভবত সেই কথাটাই বলেছেন।
আর আসলে বিবেকের সাথে জিতে নিজেকে কোন কঠিন কাজে নিয়োগ করলে তা পরবর্তীতে আরেকটি জয় পাবার পথে সাহায্য করে... এই জয় পেলে পৃথিবীর বুকে তাবৎ জয় পাবার একটা সম্ভাবনা সৃষ্টি হয় বলে আমার বিশ্বাস। তার আগে নয়...
আমার বোধ একটু ভিন্ন এক্ষেত্রে। আমি অবিবেচনা প্রসুত কাজ করলেই বিবেক আমাকে বাঁধা দেবে, আর তখনই বিবেকের কাছে হেরে যেতে আমার আনন্দ। কারন আমার বিবেক সমুন্নত রাখা। আমি বিবেকের কাছে হেরে গিয়ে সমগ্র বিশ্ব জয় করতে চাই।
"আমি মানুষ, আমি শ্রেষ্ঠ সৃষ্টি, আমি অনন্য, এই পৃথিবী আমার, যেখানে খুশি সেখানে যাব, যা ইচ্ছা তাই পাব; মানুষ হিসেবে পরিচিত হব এই সৃষ্টিকে ভালবেসে, সেবা দিয়ে।"
এত সুযোগ থাকতে হারার জন্য এসেছি নাকি??
একদম হাছা কথা ভাইজান
😀 😀 😀
আদনান, তুমি কি কোয়ান্টাম গ্রাজুয়েট ??
আমি হারতে আসিনি নি। 😀 😀
পরি বানানটা মনে হয় ঠিক হয়নি... বানানের ব্যাপারে সতর্ক হওয়া উচিত।
😀 😀 😀
করে দিছি দোস্ত।
এক টা মানুস শত বাধার মাঝেও স্থির থাকে শুধু বিবেকের কারনে। কারন সে তার বিবেকের কাছে পরিস্কার।কিন্তু তুমি দেখি হেরে আনন্দ পাও।আমি এটা মানতে পারলাম না।
দারাও কবিতা টা আর একবার পরি..................
এটা কি বল্ লা বন্ধু? কারা বিবেকবধের জলাঞ্জলি দেয়?এটা তো একদমি ভাল কথা না।উউউম হহ ম।
একজন খারাপ মানুসের বিবেক হইত একজন ভাল মানুসের থেকে ভাল...।কেবল জলাঞ্জলি দেয়ার জন্য মানব জাতির কলঙ্ক সে।
ভাল থেকো।
আমিও সেইটাই বলতে চাই শার্লী...
দোস্ত এই কবিতাটা সোজা ভাষায় বললে... দারুণ COMPLICATED !!!
~x( ~x( ~x(
জটিলতা মনের মধ্যে থাকলে কলম দিয়েও তা বের হয়।
আমি যদি ভালো লিখতে পারতাম তবে নিশ্চই সবাই ঠিক অর্থ বুঝত। আফসোস :bash: :bash: । আমি বলতে চাইছিলাম যে, বিবেকবোধের জলাঞ্জলি দেয়া হলনা, এবং বিবেকের কাছে এই পরাজয়েই মনে হয় আমার আনন্দ। তার মানে আমি আমার বিবেককে হারতে দেখতে চাই না। তবে তো নিজের কাছেই ছোট হয়ে যাবো, তাই না?
খুবই ভালো লাগলো এই কবিতাটা। একেবারে সরল ভাষায় তোমার নিজের অনুভুতি। অসাধারন।
অনেক অনেক ধন্যবাদ ভাই :shy: :shy:
হাই ফাই :thumbup:
:shy: :shy: থ্যাঙ্কু দোস্ত।
হুম.... :dreamy:
সবাই এই তিনটা পঙ্কতিই দেখে কেন :bash: :bash:
এ এক vicious circle... :no:
ভাল লেগেছে। :clap:
ধন্যবাদ নীলদা(আপনাকে নীলদা বললে মাইন্ড খাইবেন নাকি ভাই?)।
কোন ক্ষেতি নাই 😀
তোর পুরোটাই জোস। কিন্তু এই লাইন গুলা বেশি জোস
ধিন্যবিদ রিবিন ভিই।
এই পঙ্কতিগুলা আমি কেনো লিখছিলাম তা বুঝাইতে পারি নাই ভাই। লেখনী খুবই দুর্বল 🙁 ।
আমার জানামতে বিবেক ওবেরয় বাংলা বোঝে না...সুতরাং এই কবিতার হিন্দী ভার্সনের তীব্র দাবী জানাই... 😡
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
=)) =)) =)) =)) জুনা ভাই, আপনি পারেনও