আজ যখন বাসা থেকে আই ইউ টি তে ফিরছি তখন থেকেই মাথার মধ্যে এই বিষয়টা শুধু ঘুরপাক খাচ্ছে। আমি বর্তমানে বিডিআর পরিস্থিতি নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি। এগুলো একান্তই আমার ব্যক্তিগত মতামত। তবে আমার মনে হয় কিছু কথা যা আপনারা দেখছেন না; শুনছেন না সেগুলো আপনাদের জানানো উচিত। আর সে তাড়না থেকেই এ লেখা।
আমার বাসা বিডিআর এর বাইরে পাঁচ নং গেট সংলগ্ন।
বিস্তারিত»