স্নানপর্ব-২

এইমাত্র স্নান সেরে
দুইহাত জড়ো করে
বৃন্তজোড়া ঢেকে
ঝর্ণা থেকে
উঠে এসে দেখে —-
নেই।
বেগ্‌নি জামাটিতো কোনোখানে নেই!

থাকবে কি করে,
নিরাবরণ ওকে নেমে যেতে দেখে
স্নানের অগুণতি দৃশ্য
পাবে বলে
বিভিন্ন কোণ থেকে
কবেই চুপিসারে বিদীর্ণ হোয়ে
খাড়া পাহাড়ের
সারা গায়ে গায়ে
অজস্র বেগুনী ফুল সেঁটে গেছে!

বিস্তারিত»

সাপ-কাহিনী

উৎসর্গ: ফয়েজের সাপ-কাহিনী।

হিলহিল এঁকেবেঁকে জলের আস্তর সরিয়ে সরিয়ে একটা সাপ — নালার পাড়ে পাড়াতো শিশুদের উল্লম্ফ উল্লাস — কারো হাতে টিঙটিঙে ভাঙা ডাল, খোঁচাতে গিয়েও সম্ভ্রমে থমকে যায় বারবার। একটা ক্ষুদে দর্শক কণ্ঠ খেলিয়ে কি সুন্দর তুলে আনে সাপুড়ে বাঁশির কোমরদোলানো সুর — চকিতে বেদের মেয়ে অঞ্জু ঘোষ মনে পড়ে। সাপটি ফিরেই যাচ্ছিলো, এই সুর শুনতে পেলে আনমনা হয়ে সেও খানিক থমকায়: পরক্ষণেই তার চকরাবকরা মাজায় বাংলা সিনেমা জুড়ে নিয়ে এলোপাথাড়ি নাচতে লেগে যায়…….

বিস্তারিত»

সত্যের শিশ্নচ্ছেদ উতসব

দাবীকৃত ঐশৃরিক প্রত্যাদেশ লিফলেটের বোল্ড হরফে
পার্থিব বায়ুমন্ডলে বেচে জাতিতে জাতিতে কালো সাদা
হলদে পূব পশ্চিম ছোট চোখ গ্রীক নাক সব গেরস্তালীতেই
দাড়িয়ে গেছে জোব্বা চন্দন ক্রুশ মেকাপের রক্তপায়ী
অপমানব উত্তরাধিকারী ।

তাই সভ্যতার ফোলানো বিষবাষ্পের বেলুনে কেবল লাল চোখ
উদগত ঘৃণা তথাকথিত ত্রাতাদের হুংকার ।পোড়া মাংশের গন্ধ
গুজরাটে কাশ্মীরে নিউইয়র্কে প্যলেস্টাইনে আর বঙদেশে
খিন্ন সব জৈবনিক স্পন্দন আর রাস্তায় রাস্তায় পোস্টমর্টেম ।

বিস্তারিত»

অবাস্তব আকাঙ্খা

তুমি কেন এত সুন্দর?
কোন্ অপার্থিব নীলিমায় সৃষ্টি?
অস্পৃশ্যতার আড়ালে অনুভূতির ছোঁয়া
অবাস্তবতার সুস্পষ্ট দেয়াল
যাকে ভাঙতে আমি অপারগ।

তোমায় খুঁজে ফিরি আমি-
অদৃশ্যালোকে,তবুও প্রাকৃতিক পরিবেশে
তোমার প্রত্যক্ষ আস্তিত্বিক প্রকাশ।

বিস্তারিত»

সোজা কবিতা নিয়ে একটি উল্টো কবিতা

[সূত্র: লেখাটি নীচ থেকে উপরে পাঠের জন্যে, তবে গতানুগতিকভাবে উপর-নীচ পাঠেও এমন কিছু এসে যাবেনা।]

আরেকটি দালান বানাবেন বলে
কবি আবার শূন্যে ফিরে যাবেন
মুচকি হেসে
দাঁড় করিয়েই
ওটাকে মাটির উপর এনে
তাড়াহুড়োয় গেঁথে নিয়ে
হাওয়া থেকে টেনে এনে
আরো খান দশেক
খসিয়ে দিয়ে
একটা-দুটো ইট যখন-তখন

বিস্তারিত»

দ্যা গ্রেট এস্কেপ

মৌমাছির গুঞ্জন শুনে চোখ খুলব, কিন্তু সাবধান হবার আগেই বিষাক্ত হুলে প্রাণ ওষ্ঠাগত। ব্যাথা পেতে হয় এই সব ক্ষেত্রে। মজা হচ্ছে এই ব্যাথার ভয়ে পালিয়ে বেড়ানোটা যৌক্তিক আবার অযৌক্তিক। যৌক্তিকতা আসে ব্যাথার তীব্রতা আর জ্বর চলে আসার বিরক্তিকর আশংকা থেকে। অযৌক্তিক কারন সম্ভাব্যতার পরিমান ক্ষুদ্র। জানি শুন্যের মুখোমুখি হলে যাতনা কত, কিভাবে চার হাত পা ছুড়ে দিয়ে অসহায়ের মত ছেড়ে দিতে নিজেকে অসীমতটীয় চিন্তায়। তাই বলে কি মোকাবেলা করব না অভ্যন্তরীন প্রশ্ন সমূহের?

বিস্তারিত»

রক্তের স্বাদ

প্রতিদিনই সূর্য ওঠে, পূর্বে;
অস্তমিত হয় দিগন্তে।
সকালে ডেকে ওঠে একটি কুকুর
আড়মোড়া ভেঙ্গে, স্বাগত জানায়
প্রতিটি নতুন দিনকে-নরকে।

বিস্তারিত»

বুমেরাং

শওকত (৭৯-৮৫, বরিশাল), এর দুটো লাইন তখন থেকেই তুখোড় এক বুমেরাং এর মতো বোধের বাতাস কেটে ফিরছিলো।
নীচে আরো দুটো লাইন জুড়ে (ছুড়ে) দিলে কেমন হয় —

আমি লিখলাম সম্ভাবনা
তুমি পড়লে সম্ভব না।
তুমি বললে বন্ধু
আমি শুনলাম বন্ধ।

বিস্তারিত»

হত্যাকাণ্ডের পর

তখন কি জানতাম
আহ্লাদে দরোজা ভেজাতে গিয়ে
একটা টিকটিকি কাতরাচ্ছে
ভীষণ থেঁতলে গিয়ে?
বেচারা টিকটিকি
শরীর ভরা তার অ্যানিমিয়া নাকি?

বিস্তারিত»

শৈশব-ইন্দ্রিয়ের গান

ঘুড়ির লেজে করে উড়ে গেছে দুরন্ত আটপৌরে রোদ। শরীরে ঘুমপ্রিয় ক্লাশরুমেরা একা একা অযথাই ফাঁকা হয়ে বসে থাকে। ক্লাশের মেয়েরা বেণীর পেছনে মেঘের দরজা খুলে নেমে আসে, ওড়নাপ্রান্তে বেঁধে নিয়ে নিজ নিজ হোমওয়ার্ক। হাত বাড়িয়ে মেঘপ্রান্তের ঢেউ ছুঁয়ে দেখেছি, সেখানে শুভ্র রাতের ওপারে কুসুম কমলা ভোর আঁকা। পানিতে ঢেউ কেটে কেটে একবালিকার অবসন্ন রাত থরথরিয়ে ওঠে, দ্রুত নেমে যায় নিঠুর কাঁপন! যেমন ভেবেছি: কাটাকুটি খেলার গোপন টিফিন-আওয়ার,

বিস্তারিত»

শেখাটাই বাকী

অনুভূতির আনাজপাতি থরে থরে
সাজাবো বলে বহুদিন ধরে
একটা ঝুড়ি বানাবার ইচ্ছে
উপযুক্ত বেত বাঁশ দড়াদড়ি
এসবের তো আর ছড়াছড়ি
নেই, কে-ই বা দিচ্ছে

দৈবাৎ কিছু নাগালে
এসে গেলে দেখি,
বুনন শেখার এখনো
পুরোটাই বাকী।

বিস্তারিত»

অপ্রাপ্তি

অতটা ভালবাস না তুমি আমাকে
যতটুকু ভালবাসলে ভুলকে ক্ষমা করা যায়,
অতটা ভালবাসা পাইনি তোমার আমি
যতটায় নিঃসঙ্কোচে কথা বলতে পারি তোমার সাথে।
দায়িত্ব থেকে আবেগ বড় – এই ভালবাসা আমি
এখনও পাইনি তোমার কাছ থেকে,

বিস্তারিত»

ঘুম

চোখে আমার এখন নগরের ঘুম।
কী গভীর সেই ঘুম! স্নায়ুগুলো যত
শ্রান্তক্লান্ত পথহারা পথিকের মত
পেয়েছে গহীনে তার হারানোর ধুম।

এখানেই শেষ হয় ভালোবাসাবাসি
লাল নীল স্বপ্নগুলো থমকে দাঁড়ায়
হতাশাকে না পাওয়া বিদায় জানায়
আনন্দ বেদনা শুয়ে থাকে পাশাপাশি।

বিস্তারিত»

এবং প্রেম ৪

আমরা যদি এ বিশ্বের নৃতত্ব পুনরায় ঘাটি
আর তালিকাবদ্ধ করি সমাজের উন্মেষ নৈর্বত্তিক দৃষ্টিতে
তবে উপেক্ষায় কাদবে সাদামেঘসমুহের আকাশে নীলের সঙ্গম।
কিভাবে লাল সুর্যোদয় হয়ে উঠে প্রেমিকার ঠোটে চুম্বন
পৃথিবী কোন দিক হতে সবুজ হয়ে ঊঠল আর কিভাবে বিমুর্ত সঙ্গীত
পটভুমিকায় বেজেই চলল,

বিস্তারিত»

বৃষ্টি-৩

কোন দূরদূরান্তে পড়ে রয়েছো
বৃষ্টি দ্যাখোনা কতকাল,
কতকাল শোনোনা ঝমঝম বরিষণ
আজ তোমার বাড়ি যাবার পথে তাই
কিনে নিয়েছি
এক বাক্স উৎকৃষ্ট বৃষ্টি।
ভেজার একটা উপলক্ষ আজ

বিস্তারিত»