সোজা কবিতা নিয়ে একটি উল্টো কবিতা

[সূত্র: লেখাটি নীচ থেকে উপরে পাঠের জন্যে, তবে গতানুগতিকভাবে উপর-নীচ পাঠেও এমন কিছু এসে যাবেনা।]

আরেকটি দালান বানাবেন বলে
কবি আবার শূন্যে ফিরে যাবেন
মুচকি হেসে
দাঁড় করিয়েই
ওটাকে মাটির উপর এনে
তাড়াহুড়োয় গেঁথে নিয়ে
হাওয়া থেকে টেনে এনে
আরো খান দশেক
খসিয়ে দিয়ে
একটা-দুটো ইট যখন-তখন
নামতে নামতে
শূন্য থেকে শুরু করে
উপর থেকে নীচ।
উপর থেকে নীচ, আর
দাঁড় করিয়ে দেবেন
বানিয়ে বানিয়ে —
একের পর এক কবিতা-দালান

২,৭৯০ বার দেখা হয়েছে

৩৪ টি মন্তব্য : “সোজা কবিতা নিয়ে একটি উল্টো কবিতা”

  1. কামরুলতপু (৯৬-০২)

    আমি খুবই সহজ সরল ছেলে । সিনিয়রের কথা অমান্য করি না। নূপুর ভাই বলছে উলটা করে কবিতা পড়তে পড়তে গিয়া আমার কি হাল দেখেন

    নলাদা-তাবিক কএ রপ রকেএ
    নবেদে য়েরিক ড়দাঁ
    রআ , চনী কেথে রপউ
    চনী কেথে রপউ
    রেক রুশু কেথে ন্যশূ
    তেমনা তেমনা
    নখত নকয টই টোদু টাকএ
    য়েদি য়েসিখ
    কশেদ নখা রোআ
    নেএ নেটে কেথে য়াওহা
    য়েনি থেগেঁ য়ড়োহুড়াতা
    নেএ রপউ রটিমা কেটাও
    ইয়েরিক ড়দাঁ
    সেহে কিচমু
    নবেযা রেফি ন্যেশূ রবাআ বিক
    লেব নবেনাবা নলাদা টিকরেআ

    নূপুর ভাই বস ভাইয়া আপনি আসলেই।

    @ফয়েজ ভাই
    দেখছেন খালি ছবি দেখার স্টাইলই পালটায় নাই কবিতা পড়ার স্টাইল ও পালটাইছে।

    জবাব দিন
  2. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    উপরে থেকে নীচে আসলেও আরেক ধরনের অনুভূতি হলো :clap: :clap:
    দূর্দান্ত বস্‌ :boss: :boss:
    নূপুর ভাই :just: কৌতুহল, কবিতাগুলো কোন সময়ের লেখা?


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  3. নীলোৎপল (১৯৯১ - ৯৭)

    আরেকটা অসাধারণ কবিতা। :clap: :clap:
    নূপুরদা আপনাকে উৎসর্গ করে একটা ছোট কবিতা দিলাম। সোজা বা উল্টো যেভাবে খুশিঃ 😛

    এটা কি "যেমন ইচ্ছে লেখা কবিতার খাতা"?
    এত দালান বসাবে কোথা
    শূন্য যদি ভরে যায়
    দিনান্তে কবি ভাবে
    একের পর এক দালান বানিয়ে

    অফঃ এই কবি অবশ্যই আপনি নন। 😛

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।