[সূত্র: লেখাটি নীচ থেকে উপরে পাঠের জন্যে, তবে গতানুগতিকভাবে উপর-নীচ পাঠেও এমন কিছু এসে যাবেনা।]
আরেকটি দালান বানাবেন বলে
কবি আবার শূন্যে ফিরে যাবেন
মুচকি হেসে
দাঁড় করিয়েই
ওটাকে মাটির উপর এনে
তাড়াহুড়োয় গেঁথে নিয়ে
হাওয়া থেকে টেনে এনে
আরো খান দশেক
খসিয়ে দিয়ে
একটা-দুটো ইট যখন-তখন
নামতে নামতে
শূন্য থেকে শুরু করে
উপর থেকে নীচ।
উপর থেকে নীচ, আর
দাঁড় করিয়ে দেবেন
বানিয়ে বানিয়ে —
একের পর এক কবিতা-দালান
উল্টোটাই বেশী ভাল লাগলো, কবিতাটা স্যাটায়ার নাকি? বেশ ভাল হয়েছে।
স্যাটায়ার এটাকে বলা যাবেনা অর্ণব।
লেখা ভালো লেগেছে বলে আনন্দ হচ্ছে।
:awesome: :awesome:
হুম আবারো ১ম
এইটা পইড়া ভালো লাগ্লো
নুপূর ভাই, আপনি বেশি বস। উল্টোটা বেশি ভালো লেগেছে। :boss: :boss:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
:shy: :shy:
এই প্রথম দুইমুখো কবিতা পড়লাম । দুইটাই জোশ । :hatsoff:
ওয়াও! :clap: :clap:
আমার কাছে ক্ষমতা থাকলে আমি সনেটের মত অন্য কনো উপাধি আপনাকে দিতাম।
সনেট কি ভাইয়া উপাধি ছিল???
কত অজানারে... 😉
:frontroll: :frontroll: :frontroll:
কইতে পারি না ভাই।কিন্তু সনেটের মত বলছি।সনেট উপাধি তো বলি নাই।
😮 :dreamy:
আমি খুবই সহজ সরল ছেলে । সিনিয়রের কথা অমান্য করি না। নূপুর ভাই বলছে উলটা করে কবিতা পড়তে পড়তে গিয়া আমার কি হাল দেখেন
নূপুর ভাই বস ভাইয়া আপনি আসলেই।
@ফয়েজ ভাই
দেখছেন খালি ছবি দেখার স্টাইলই পালটায় নাই কবিতা পড়ার স্টাইল ও পালটাইছে।
:dreamy: :dreamy:
ভাইয়া কি আমার বোকামি নাকি নিজের প্রতিভায় টাশকি খাইলেন?
ভাইয়া আপনাকে মেইল করব ভেবেছিলাম পোষ্ট দিয়ে দিয়েছি আমার অবস্থার। চান্সে আমার পোষ্ট কাউন্ট বেড়ে গেল একটা। কেউ যদি না চিল্লায় সাময়িকটা রেখেই দিব।
ওহহ ভাইয়া কবিতাটা কিন্তু আমার ভাল লাগছে বেশি ভাল লাগছে আপনার চিন্তাধারাটা। আর এখানে বাকিটুকু দুষ্টামি।
:))
:khekz: :khekz:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
:boss: :boss: :boss:
হুম নীচ থেকে উপরে যেতেই বেশী ভালো লাগলো। অসাধারণ কবিতা ভাই।
আমারো কিন্তু কোন ভাষায় হইছে বুঝি নাইক্যা। উপর দ্রষ্টব্য।
উপরে থেকে নীচে আসলেও আরেক ধরনের অনুভূতি হলো :clap: :clap:
দূর্দান্ত বস্ :boss: :boss:
নূপুর ভাই :just: কৌতুহল, কবিতাগুলো কোন সময়ের লেখা?
সংসারে প্রবল বৈরাগ্য!
থ্যাংকস কাইয়ূম!
আমার মনে হয় ৯৭-৯৮ এর দিকে লেখা হয়েছে এটা।
উপ্রে নিচে নিচে উপ্রে...
উপ্রে নিচে নিচে উপ্রে...
উপ্রে নিচে নিচে উপ্রে...
উপ্রে নিচে নিচে উপ্রে...
ভাই পইরা আস্লাম......নিচে থেকে উপরেই ভাল্লাগসে......শুধু ভাল না কঠিন ভাল্লাগসে...... :boss:
উল্টাটা ভালো লাগলো খুব। :salute: :salute:
------------------------------------------------------------------
কামলা খেটে যাই
আরেকটা অসাধারণ কবিতা। :clap: :clap:
নূপুরদা আপনাকে উৎসর্গ করে একটা ছোট কবিতা দিলাম। সোজা বা উল্টো যেভাবে খুশিঃ 😛
এটা কি "যেমন ইচ্ছে লেখা কবিতার খাতা"?
এত দালান বসাবে কোথা
শূন্য যদি ভরে যায়
দিনান্তে কবি ভাবে
একের পর এক দালান বানিয়ে
অফঃ এই কবি অবশ্যই আপনি নন। 😛
হেই নীল,
দারুণ লিখেছো তো!
:clap: :clap: :clap:
অফ: এর আগে কোন একটা মন্তব্যে তোমাকে যে প্রশ্ন করেছিলাম,
আজ মেইলে তার উত্তর পেয়ে গেলাম। 🙁 🙁
প্রতিভা কখনও লুকিয়ে রাখা যায় নাকি। 🙂 🙂
অনুপ্ররণা যোগাবে আশা করি। 🙂
নীচ থেকে উপরে বেশি ভাল লাগছে... :salute: :salute: :salute:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
এরকমও হয় নাই :boss:
ভাইয়া আপনি একটা মা......... 😛
:frontroll: :frontroll:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ভাই ফয়েজ,
শব্দটা শেষ করলেই পারতা।
হা হা হা।
😛
ক্যাম্নে, আমি সিনিয়র ভাইয়া দের কত্ত ভালা পাই। 😀
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
মিস্টেক মিস্টেক, আসলে হইব, "এরকমও হয় নাকি"
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না