তখন কি জানতাম
আহ্লাদে দরোজা ভেজাতে গিয়ে
একটা টিকটিকি কাতরাচ্ছে
ভীষণ থেঁতলে গিয়ে?
বেচারা টিকটিকি
শরীর ভরা তার অ্যানিমিয়া নাকি?
কই, আকাশের নীল কার্পেটে
রক্তের কোন বিন্দু তো টপাটপ ওঠেনি ফুটে!
তুমিও টের পাওনি মোটে?
আহ্লাদী হরিণীর মতো
দরোজা বন্ধ করেছো ঘরে ঢুকে’
অপেক্ষা করেছো
চুম্বনের আশায় চোখ বুঁজে
কোন আর্তনাদ কানে ওঠেনি বেজে?
পরে ভালোমতো ভেবে
মনে হয় —
তোমার ঠোঁটের অমন কড়া লাল
সে কি তবে কিছু’ নয়?
আজ দরোজার চিপায় তার
চ্যাপ্টা শরীর বলে,
কেমন চুম্বন হলো
কাল দরোজা বন্ধ হলে?
নুপুর দা,
আপনার এই কবিতার রহস্য উন্মোচন করা আমার মত নাদান বেরসিকের কর্ম নয়।তবে কবিতাকে যে যার এংগেলে দেখতেই বেশি ভালবাসে।তাই আমিও আমার মত করে বুঝে নিলাম।আর আমার মত বলতে কি বুঝালাম সেটা আপনি আপনার মত করে বুঝে নেন। 😉
ইউ ডার্টি, সুব্রত x-(
তুমি তোমার মত করে কি বুঝে নিলা- আমি কিন্তু সেইটা একদম বুঝি নাই 😛
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
ঐ..:boss:
:dreamy: :dreamy:
নূপুর ভাই, আমি রীতিমত মুগ্ধ! প্রথমত, আমি ছন্দ-প্রকরণ ভালো বুঝি না। অন্ত্যমিল তো আসেই না আমার। তাই যাঁরা সেভাবে লিখতে পারে তাঁদের প্রতি আমার অসহায়ত্বমিশানো ঈর্ষা কাজ করে ভীষণ।
আমি প্রথমে পড়লাম, খালি সেই ছন্দের মোহে। পরেরবার পড়লাম 'টিকটিকি'র রূপকায়ন বুঝতে। অওসাম!!!আপনার দৃষ্টিকোণ আমার দারুণ লাগতেছে!
মূল কবিতা পইড়া ভাবতেসিলাম যে মোটামুটি বুঝছি B-) ...
আন্দালিবের কমেন্ট পইড়া সব আউলা ঝাউলা হইয়া গেলো রে :((
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
স্যরি বস্, আমি আপনাকে আউলাইতে বা ঝাউলাইতে চাই না! :)) :grr:
এই অপরাধে এখনই দুইটা :frontroll: :frontroll: দিয়ে নিলাম! ;;;
অনেক ধন্যবাদ আন্দালিব।
সিসিবিতে এসে তোমার লেখা না পড়লে
হয়তো এসব লেখা শেয়ার-ই করা হতোনা কখনো।
তোমার লেখে পড়ে মনে হয়,
আমি কত সাধারণ লিখি।
কেন অমন করে দেখতে পারিনা!
আমি যা বুঝসি ... নূপুর ভাই তাই বুঝাইতেসে না আশা করি !!
😮 😮
:clap: :clap: চরম কবিতা :boss:
আরে, তু্ই তো দেখি আমাদের ব্যাচের, দু'এক জন পড়লেও '৮৪ এর কেউ লিখে তা জানতাম না। কবিতা বুঝিনি কিছুই, ছোট ছোট পুলা-পাইন দেখি ভালোই বুঝে।
'৮৪ অল সিসি একটা গ্রুপ মেইল করা হইছে (cadets84@yahoogroups.com), মেইল দিস।
প্রিয় ইফতেখার,
এই প্রথম '৮৪ এর কাউকে দেখলাম।
আর কেউ আছে কি না তাই তো জানিনা।
অনেক ভালো লাগলো তোর খবর পেয়ে।
কবিতা না বুঝলে ক্ষতি নাই, বরং বুঝলেই বিপদ। 😀
গ্রুপ মেইলে একটা ঢুঁ মারবো দেখি।
ফাহমিদুল হক (রকক/২১-১১৬৯), সামুতে লিখে, সিসিবিতেও রেজিস্ট্রেশন করছে, পোস্ট দেয় নাই। ডলা দিতে হবে। সিসিবির কোন কোন বড়ভাই যেন ডলা এক্সপার্ট?
ইফতেখার,
'৮৪-র মেইল গ্রুপটা তো খুঁজে পাচ্ছিনা!
নূপুর ভাইয়ের আরেকটা দারুন সুন্দর কবিতা। :boss: :boss:
আপনাকে :salute:
প্রেমের জোয়ারে ভেসে যাওয়া উপেক্ষিত হত্যাকাণ্ড নাকি? 🙂
কবিতা যতটুকু বোধগম্য ছিল, মন্তব্যগুলো পড়ে তাও পিছ্লে যাচ্ছে। 🙁
অসাধারণ... :clap:
হা হা হা।
তেমন গুরুতর কিছু না।
লেখাটা ভালো লাগলো দেখে খুশী লাগছে।
অফটপিক: এইসব লেখা তোমার মধ্যেই সীমাবদ্ধ থাকছে তো?
নাকি এর মধ্যেই.....
আচ্ছা, নুপুর ভাই আর আন্দালিবের মধ্যে কবিয়াল লড়াইয়ের আয়োজন করা যায় না ?? জাস্ট ফর ফান ???
:thumbup: :thumbup:
:thumbup: :thumbup: :thumbup:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
😮
:duel: ?????????????
:chup:
আন্দালিবের হাতে আমার এই হাল হবে..... 🙁
আপনার পোস্টগুলা কিন্তু অন্য কথা বলে বস।
রাজায় (নুপুর ভাই) রাজায় (আন্দালিব) যুদ্ধ হবে আর উলুখাগড়া (আমরা নাদান সিসিবিবাসী ) র প্রাণ যাবে।
আরে ভাই, ট্রয় সিনেমা দেখনাই ??? এক দিক থেকে একজন, আরেক দিক থেকে আরেকজন এসে যুদ্ধ করে, বাকিরা তালি দেয়। এইখানেও তেমনি হবে।