আমরা যেভাবে মেঘ মাপি


বোদলেয়ারে বিশ্বাস নাই, ব্যাটা ভণ্ড প্রতারক
আমাদের চোখে আশ্চর্য মেঘদল গুঁজে দিয়ে
বেকুব মরণের ওপারে চলে গেছে চুপচাপ।
আমরা কতিপয় অসহায় সংহার তার
বিস্ফারিত চোখে খুঁজি ফাঁকা নীলাকাশ,
তাকিয়ে থাকতে থাকতে আমাদের আকাশ
নীল থেকে ক্রমশ ধূসর হয়;
এবং আমাদের অমনোযোগে
চামড়ায় রেখাপাত,
প্রবল বাতের টান পূর্ণিমায়,
আর গিঁটের অশক্ত কাঁপন জমতে থাকে।
আমরা বেখেয়ালী তবুও আকাশেই মেলি চোখ
নিষ্পলক চাহনি পিঁচুটি জমে ঢেকে যায়
তারপরে আমরা ক্লান্ত হয়ে ঘাড় নামিয়ে আনি।
ঠিক তখনই চতুর শার্দুলের মতোন
উঁচু আকাশের রিখ্টার কাঁটা দুলে ওঠে
আমাদের হেঁট মাথায় ছায়া ফেলে
উড়ে যায় বোদলেয়ারের প্রিয় মেঘদল।

***
১৩.৩.৯

৩,১০৯ বার দেখা হয়েছে

৩৩ টি মন্তব্য : “আমরা যেভাবে মেঘ মাপি”

  1. তানভীর (৯৪-০০)

    তোমার এই কবিতাটা অসম্ভব ভালো লাগল। সাথে মেঘের যে ছবিটা দিয়েছ, ওটাও খুব ভাল লেগেছে।

    পুরা কবিতাটা আর দিলাম না, এই কবিতার আমার ভাললাগার দুইটা লাইন দিয়ে দিলামঃ

    তাকিয়ে থাকতে থাকতে আমাদের আকাশ
    নীল থেকে ক্রমশ ধূসর হয়;

    অফটপিকঃ সচলে আগে পড়া। তবে এখানে দিয়েছ বলে খুব খুশি হয়েছি, কারণ কবিতাটা আমার অসম্ভব পছন্দের। 🙂

    জবাব দিন
  2. এহসান (৮৯-৯৫)

    অসাধারন!! কবিতাটা আমার অসম্ভব ভালো লাগল।

    আমাদের অমনোযোগে
    চামড়ায় রেখাপাত,
    প্রবল বাতের টান পূর্ণিমায়,
    আর গিঁটের অশক্ত কাঁপন জমতে থাকে।

    আমরা বেখেয়ালী তবুও আকাশেই মেলি চোখ

    :clap: :clap: :clap:

    জবাব দিন
  3. হোসেন (৯৯-০৫)

    আজকাল অপটিমিজম পাওয়াই যায় না, অনেক্ষন ঝুলিয়ে রেখে মেঘের ঘ্রাণে শেষ করছেন, ভালো লাগল।তবে অপেক্ষার দৃশ্যকল্প গুলো অনন্য । আলো খোজার চেষ্টা অধিক সুন্দর ,এমনকি আলোর চেয়েও।
    :boss: :boss: :boss:


    ------------------------------------------------------------------
    কামলা খেটে যাই

    জবাব দিন
  4. আদনান (১৯৯৪-২০০০)
    ঠিক তখনই চতুর শার্দুলের মতোন
    উঁচু আকাশের রিখ্টার কাঁটা দুলে ওঠে
    আমাদের হেঁট মাথায় ছায়া ফেলে
    উড়ে যায় বোদলেয়ারের প্রিয় মেঘদল।

    কবিতা পাঠে অলস এক পাঠক কে মনোযোগী পাঠক বানিয়ে দিয়াছিস । উপরের লাইন গুলা বেশি ভাল লেগেছে ।

    জবাব দিন
  5. মহিব (৯৯-০৫)

    আবারো পড়লাম, কবিতার সবচে সুন্দর জিনিস এটাই। প্রিয় কোন নারীকে যেমন বারবার চুম্বন করা যায় তেমনি ভালো লাগার কবিতা বারবার পড়া যায়।

    :)) :)) :)) :)) :)) :)) =)) =)) =)) =)) =)) :clap: :clap: :clap:

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।