বোদলেয়ারে বিশ্বাস নাই, ব্যাটা ভণ্ড প্রতারক
আমাদের চোখে আশ্চর্য মেঘদল গুঁজে দিয়ে
বেকুব মরণের ওপারে চলে গেছে চুপচাপ।
আমরা কতিপয় অসহায় সংহার তার
বিস্ফারিত চোখে খুঁজি ফাঁকা নীলাকাশ,
তাকিয়ে থাকতে থাকতে আমাদের আকাশ
নীল থেকে ক্রমশ ধূসর হয়;
এবং আমাদের অমনোযোগে
চামড়ায় রেখাপাত,
প্রবল বাতের টান পূর্ণিমায়,
আর গিঁটের অশক্ত কাঁপন জমতে থাকে।
আমরা বেখেয়ালী তবুও আকাশেই মেলি চোখ
নিষ্পলক চাহনি পিঁচুটি জমে ঢেকে যায়
তারপরে আমরা ক্লান্ত হয়ে ঘাড় নামিয়ে আনি।
ঠিক তখনই চতুর শার্দুলের মতোন
উঁচু আকাশের রিখ্টার কাঁটা দুলে ওঠে
আমাদের হেঁট মাথায় ছায়া ফেলে
উড়ে যায় বোদলেয়ারের প্রিয় মেঘদল।
***
১৩.৩.৯
তোমার এই কবিতাটা অসম্ভব ভালো লাগল। সাথে মেঘের যে ছবিটা দিয়েছ, ওটাও খুব ভাল লেগেছে।
পুরা কবিতাটা আর দিলাম না, এই কবিতার আমার ভাললাগার দুইটা লাইন দিয়ে দিলামঃ
অফটপিকঃ সচলে আগে পড়া। তবে এখানে দিয়েছ বলে খুব খুশি হয়েছি, কারণ কবিতাটা আমার অসম্ভব পছন্দের। 🙂
অনেক ধন্যবাদ তানভীর ভাই। আপনার উৎসাহ সবসময়েই ভাল লাগে!
এই ব্লগে সব লেখাই এখন আমি দেই। এটা তো নিজের ঘরবাড়ি। নিজের ঘরটা সাজাতে কার না ভাল লাগে? 🙂
nice :thumbup:
ধন্যবাদ সিউল। 🙂
কবিতায় কমেন্ট করার যোগ্যতা না থাকলেও করলাম।
:just: :salute:
চেষ্টা
ব্যর্থতা
ছবি দিয়েছিলাম প্রমান করতে যে, সি সি বি আমার কবিতায় কমেন্ট করা পছন্দ করে নি। ছবি আপলোড হয়নি। :bash: :bash: :bash:
এডু স্যারের ছিবি আপলোড হয় নাই? মডুর ব্যান চাই
মডু মনে হয় কিছু করেছে। ফকফকা ছবি দেখি তো এখন!
যোগ্যতা আছে বস্, টেকিপ্রব কোন ব্যাপার না। আমারই মনে হয় কপালে ছিল না আপনার কমেন্ট, ভাগ্যের কি ফের! একটার জায়গায় তিনটা পেলুম! :)) :boss:
আন্দালিব ভাই, আপনিতো জানেনই আপনার কত বড় পাঙ্খা আমি। আবারও অসাধারন। :clap: :clap:
এই গরমের দিনে তোমার মতো পাঙ্খা পাবলিক অনেক দোয়া পাবে আমাদের কাছে। দুনিয়া শীতল সুন্দর করে দিলা!! 😉
:clap: :clap: :clap:
ধন্যবাদ তুহিন!
সুন্দর। একটার পর একটা আসতে থাকা লাইনের মধ্যে রয়েছে সচেতনতা ও যত্নের ছাপ। চালিয়ে যান।
ধন্যবাদ অর্ণব।
অসাধারন!! কবিতাটা আমার অসম্ভব ভালো লাগল।
:clap: :clap: :clap:
অনেক অনেক ধন্যবাদ এহসান ভাই! :boss:
আজকাল অপটিমিজম পাওয়াই যায় না, অনেক্ষন ঝুলিয়ে রেখে মেঘের ঘ্রাণে শেষ করছেন, ভালো লাগল।তবে অপেক্ষার দৃশ্যকল্প গুলো অনন্য । আলো খোজার চেষ্টা অধিক সুন্দর ,এমনকি আলোর চেয়েও।
:boss: :boss: :boss:
------------------------------------------------------------------
কামলা খেটে যাই
এত চমৎকার পর্যবেক্ষণ, নিশ্চয়ই অনেক সময় নিয়ে পড়েছ! খুবই ভাল লাগলো হোসেন! থ্যাঙ্কস তোমাকে! :clap: :clap:
কবিতা পাঠে অলস এক পাঠক কে মনোযোগী পাঠক বানিয়ে দিয়াছিস । উপরের লাইন গুলা বেশি ভাল লেগেছে ।
খুব সুন্দর ......... 🙂
আন্দালিব ভাই সচল কি? সবাই দেখি বলে।কনো মাগাজিন?
ক্লিক সচল
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
মেহবুবা, সচলায়তন একটা অনলাইন রাইটার্স কমিউনিটি। আমি ওখানেও লিখি। মূলত লেখালেখির কাজটা আমি খুবই মনোযোগ দিয়ে (সিরিকাসলি 😉 ) করতে চাই বলে ওখানে লিখি। সচলায়তনে যারাই লেখেন, তাদেরকে 'সচল' বলে ডাকেন অনেকেই।
বোদলেয়ারের আশ্চর্য মেঘদল 😀
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
🙁 🙁 🙁
আমার বড়োই প্রিয় এই মেঘদল!
তুহিন তোমার মুখ গোমড়া কেন??? 😕
:dreamy: :dreamy: :dreamy:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
হেহেহে বুঝেছি যে আপনি বুঝেছেন! ;;;
আহ্! আবারো একটি অনন্যা কবিতা!
মুগ্ধতা জানাবার ভাষা হারিয়ে ফেলেছি।
ভাষা হারিয়ে ফেললে জুনাভাই নির্মিত www.ভাষাখুঁজেপাচ্ছিনা.com-এ ক্লিক করুন! ওখানে সুন্দর উপমা এবং রূপক ( এই দুইজনকে আমি চিনি না কিন্তু ;;; ) মিলিয়ে মন্তব্য করুন! :grr:
আবারো পড়লাম, কবিতার সবচে সুন্দর জিনিস এটাই। প্রিয় কোন নারীকে যেমন বারবার চুম্বন করা যায় তেমনি ভালো লাগার কবিতা বারবার পড়া যায়।
:)) :)) :)) :)) :)) :)) =)) =)) =)) =)) =)) :clap: :clap: :clap:
মহিব, কবিতার সাথে সহবাস করতে ইচ্ছা করছে তোমার কথা শুনে। =)) =))