পরকলা
সপনে বা জাগরণে হেথা খুজি হোথা খুজি
কোথা আছে বল সেই এক জোড়া কাঁচ?
বসাতে হবে তার নাকের উপর
যেন হিসেবের আলো না মেশে
সামনে বা পিছে দূরে বা কাছে।
যেন সে দেখে সাদাকে সাদা
আর কালোকে কালো
যেন সে বলে মন্দকে মন্দ
আর ভালোকে ভালো।
I need a glass
with adjustable light
for conscious justice
who is not blind
but observes at own will.