যদ্যপি প্রেম যদ্যপি প্রণয়

যদ্যপি প্রেম যদ্যপি প্রণয় গদ্যের আকারে প্রকাশিত হলেও আদতে এটি একটি অনবদ্য কাব্যগ্রন্থ।লিখেছেন লুৎফুল হোসেন।কবির সাথে সাক্ষাত হয়েছিল ক্যাডেট কলেজ ক্লাবে।ক্যাডেট কলেজ ব্লগে লেখালেখির সুবাদে তাঁর সাথে আমার পরিচয়।তার পর ফেসবুকে যোগাযোগ।অন্যদের উৎসাহ এবং স্বীকৃতি দিতে এই বৃহত্তম বদ্বীপের মহান অধিবাসীদের রয়েছে অকৃপন কৃপনতা।সে দিক থেকে লুৎফুল হোসেন ব্যতিক্রম। তিনি অন্যের লেখা পড়েন, মন্তব্য করেন এবং সে লেখাতে মন্তব্যগুলোও পড়েন। এমন সুহৃদ মেলা ভার।সাক্ষাতের সময় তিনি আমাকে দুইটি অসম্ভব সুন্দর বই উপহার দেন। যদ্যপি প্রেম যদ্যপি প্রণয় এবং নাগর।যদ্যপি প্রেম যদ্যপি প্রেম পড়া শুরু করতেই মুগ্ধ হই।একই সাথে শঙ্কিত।পাঁচ ছয পাতা পড়েই বইটি রেখে দিলাম।মনে হল এটি যত পড়তে থাকব আমার লেখা তত প্রভাবিত হবে এবং আমি ঢাকা পড়ব লুৎফুল ভাইয়ের ছায়ায়।এরই মাঝে তাঁর কাছে অনুমতি নিয়েছি বইাটর প্রেরণায় কিছু হাইকু কিংবা অনু কবিতা লেখার।প্লাজিয়ারিজম সম্পর্কে বলা আছে অন্যের লেখা, আবিষ্কার, কিংবা ভাব নিজের বলে চালিয়ে দেয়া চুরি।তাঁর ভাব গ্রহণ করে কবিতা লেখলে তা সম্ভবত এক রকম চুরি হয়ে যায়।এ জন্যই অনুমতি প্রার্থনা। তিনি আমাকে সানন্দে অনুমতি দিয়েছেন।যাই হোক আম্তবিলীন আশঙ্কা কেটে গেলে বইটি আবার পড়া শুরু করি।আমাদের দৈনন্দিন জীবনযাপন, প্রেম-ভালোবাসা, দ্বিধা- দ্বন্দ্ব , আবেগ আকাঙ্খা , স্ববিরোধীতার জটিল রসায়ন বর্ণীত হয়েছে বইটিতে।যদ্যপি প্রেম যদ্যপি প্রণয় আত্মস্থ করার কাব্যিক প্রকাশ-

 

সম্পর্কিক ভণিতা
রাগ প্রকাশে দ্বিধাহীন
প্রেম লুকায় সিন্ধুকে!

১৪/০৬/২০১৮

 

পদ্মার ঢেউ গুনি
গলাটা শুকিয়ে এলো
মনে পড়ে কোলরিজ

১৪/০৬/২০১৮

 

যে ভুলের নিঠুর ঝড়ে
উথলে ওঠে বুকের নদী
ভরা কটাল হাহাকারে
খুজে ফিরি পুরাণ পুঁথি!
২৬/০৬/২০১৮

পূর্ণিমায় মুগ্ধ হই
হাঁটি না জোসনায় থমকে
বর্ষায় উতলা হই
ভিজি না বিজলীর ধমকে!
২৮/০৬/২০১৮

নীল শাড়ীটা কেমন করে
শ্রাবণ জলের মিতালীতে
হয় একাকার তোমার সাথে
দাঁড়িয়ে পাশে দুটি চোখে
দেখবো শুধুই অপলকে!

৩০/০৬/২০১৮

 

ময়ূরকণ্ঠী নীল শাড়ী
শ্রাবণ ধারার মিতালীতে
বাঁকে বাঁকে ডাকে!

২৭/০৯/২০১৮

 

একান্ত অনুগত ভালোবাসা
প্রত্যেক অভিব্যক্তি স্বতঃস্ফূর্ত
চিনির পরিমাণ সঙ্গত

১১/০৮/২০১৮

 

যদ্যপি প্রেম যদ্যপি প্রণয়

এই ঝম ঝম বরষার প্রগলভায়
ইচ্ছেরা বড্ড মাথা চাড়া দেয়
হারিয়ে তোমায় খুব খুজতে চায়
হালকা বাতাসে গাছের ছায়ায়
দিঘী জলে শরতের মেঘের কায়ায়
পাখির চোখে দেখা মাঠের নকশায়
অমাবস্যা রাতের তারকামালায়
তোমাকে বারবার কাছে পেতে চায়
এমনি ইচ্ছের দল বোবা হয়ে রয়
কী অবাক হন্তারক সময়!
০৭/০৭/২০১৮

 

~ইচ্ছামৃত্যু~

লবণ মরিচ খেয়েছে শতাব্দী
জনঅরণ্যে অলৌকিক দীর্ঘশ্বাস
ইস্কুল পথ্য ওষুধ শকট আবাস
তুমুল লণ্ডভণ্ডে ভীষন একাকার
মাঝখানে জীবনের সবটুকু সময়
অনন্য অবহেলায় হয়েছে বেহাত
ইচ্ছামৃত্যুতে জাগি নিত্য প্রভাত!

(যদ্যপি প্রেম যদ্যপি প্রণয়- ২য় অধ্যায়ের বনসাই)
২৯/০৮/২০১৮

পাদটীকাঃ আমার লেখার সবচে বড় সমালোচক আমার সাথেই বসবাস করেন। তাঁর মতে আমার লেখা পাণ্ডিত্যপূর্ণ কিন্তু প্রাণহীন।ভাল লেখক হতে হলে লেখায় প্রাণ সঞ্চার করতে হবে।আমার মনে হয় লুৎফুল ভাইয়ের প্রভাবে আমার লেখায় প্রাণ সঞ্চার হচ্ছে। কতটা ?! সেটা বিচারের ভার পাঠকের।

৮,৫৪৯ বার দেখা হয়েছে

২ টি মন্তব্য : “যদ্যপি প্রেম যদ্যপি প্রণয়”

  1. লুৎফুল (৭৮-৮৪)

    কি কাণ্ড ! কি কাণ্ড !
    প্রকাণ্ড বিস্ময় !
    কি করেছো হে টিটো !
    অনেক অনেক দিন ক্যাডেট কলেজ ব্লগে আসা হচ্ছিলো না। তোমার এ পোস্টের কল্যাণে হয়তো অনেক দিন পর আবার সিসিবিতে ফিরে আসা হবে। আপ্লুত হলাম তোমার অভীপ্সায়, তোমার উৎপ্রেক্ষায়।

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।