কোটি টাকার ক্ষতি
——————
(আমি) লাভ লোকসান না দেখিলাম;
সর্বশেষের ভালবাসায়,
(আমি) পুঁজি-পাট্টা সব হারালাম;
প্রথম প্রেমের বীষ যাতনায়।
লক্ষ টাকার ব্যবসাতে তাই
কোটি টাকার ক্ষতি আমার।
লক্ষ টাকার ব্যবসাতে তাই
কোটি টাকার ক্ষতি আমার।
(তুমি) আগে-পরে না ভাবিলে;
এই আমাকে প্রথম দেখায়,
(তুমি) ধ্যান-ধারণা সব হারালা;
এক পশলা মেলামেশায়।।
লক্ষ টাকার ব্যবসাতে তাই
কোটি টাকার ক্ষতি তোমার।