অনলাইন ডায়েরীর পাতা থেকে

এক

একান্ত অনুগত ভালোবাসা
প্রত্যেক অভিব্যক্তি স্বতঃস্ফূর্ত
চিনির পরিমাণ সঙ্গত
১১.০৮.২০১৮

দুই

truth  isn’t beautiful
it never was
even the gods play tricks

31.07.2017

তিন

Geometry of life
third quadrant
occupied largely

30.07.2017

চার

কালপুরুষ অন্যপাশে
সেকেন্ডের প্রতি পদক্ষেপে
বাড়ে অশ্লীল নিরবতা
২৭.০৭.২০১৮

পাঁচ

সিমেন্টের জঙ্গল
ছপেয়ে পাখির দল
পনপনিয়ে রাত জাগায়।
২৭.০৭.২০১৮

ছয়

পাইনি বলেই
তুমি আজও আফ্রোদিতি
অনন্ত যৌবনা!

০৫.০৭.২০১৮

সাত

“নারীর চিত্ত জয়ের বাসনা কবির জন্য একটি বড় চ্যালেঞ্জ” – নির্মলেন্দু গুণ। কবির সাক্ষাৎকার থেকে এ অংশ পড়ে শুধালেন তিনি, ” তো আমাদের কবির খবর কী? ” মনে পড়ল একবার লিখেছিলাম- ” কহিলা ম্লান হেসে/ হিফাস্টাস দেবে/ নারীর মন বুঝে / কার সাধ্য ভবে! ” মুচকি হেসে জবাব দিলাম, ” আমি মেসি”!

২২.০৬.২০১৮

আট

সংবিধিবদ্ধ সতর্কীকরণ
ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর
একই বাঁশে আমার ছোট্ট পতাকা!
২০.০৬.২০১৮

নয়

প্রায়শ বনসাই করে সাজিয়ে রাখি প্রিয় ইচ্ছে গুলো!

১০.০৬.২০১৮

দশ

বেগুনি আকাশে বাদামি মেঘ
আর্তনাদের বজ্রপাত
শুষে নেয় আলো!
৩০.০৫.২০১৮

~ মীনকে পানকৌড়ি ~

সাক্ষী আছে মাছরাঙা
কাদাখোঁচা সাদা বক
তোমায় আমি ভালোবাসি
নইকো মোটেই প্রবঞ্চক।

৬,৫৫০ বার দেখা হয়েছে

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।