আড়াই ইঞ্চি হৃদয়টাতে
সবার বুকের বাম দিকেতে/
হৃদয় নামের যন্ত্র আছে,
অলিন্দ আর নিলয় থাকে/
এই যন্ত্রের আশেপাশে।
আড়াই ইঞ্চি হৃদয়টাতে/
হাজার খানেক ইচ্ছা থাকে,
সেথা আবার প্রতিটি ইচ্ছায়/
নিজের আলাদা জগৎ আছে।।
এত ছোট যন্ত্রটাতে/
এত-কিছু কি-করে-থাকে,
এক জনমের কান্না হাসি/
থাকে হিয়ার আঁকেবাঁকে।
আড়াই ইঞ্চি হৃদয়টাতে/
হাজার খানেক ইচ্ছা থাকে,
সেথা আবার প্রতিটি ইচ্ছায়/
নিজের আলাদা জগৎ আছে।।
এই যন্ত্র সময় মেপে/
নষ্ট রক্ত শুদ্ধ করে,
হৃদয় যন্ত্র বন্ধ হলে/
সক্কলে যায় পরপারে।
আড়াই ইঞ্চি হৃদয়টাতে/
হাজার খানেক ইচ্ছা থাকে,
সেথা আবার প্রতিটি ইচ্ছায়/
নিজের আলাদা জগৎ আছে।।
বাপ্পী খান
Mustafiz/bcc7th