হে আমার প্রিয় কলহ, সবই উৎসর্গ করেছি
তোমার তরে এবং তোমার সন্তানদিগের তরে
তবু তুমি সুখী নও, আরো এবং আরো চাও
সবকিছুর চেয়ে বেশি আর কী হতে পারে?
চাইলে নিতে পারো কিডনি কর্নিয়া লিভার
বার-বি-কিউ পার্টির জন্য মাংস, তা ও
আমার হাড্ডি চিবুতে চাইলে বল
নির্দ্বিধায় গলা পেতে দেবো ছুরির নিচে
কেবল একটিই অনুরোধ আছে
কুৎসিত কথা বোলো না, কষ্ট লাগে!