বনের পাখি ঝাঁপ দেয়
চড়ে বসে বাতাসের পিঠে
ভেসে চলে প্রবাহের
শেষ সীমায়
ডানা ঝাপ্টে ঝেড়ে ফেলে
গোধুলির আলো
যেন আকাশটা তারই।
কিন্তু যে পাখি বন্দী
খাঁচার নিষ্ঠুর শিকের
ফাঁক দিয়ে সে তো
বলতে গেলে বাইরের
কিছুই দেখতে পায় না
তার পাখা ছাঁটা
পা শিকল দিয়ে বাঁধা
গলাটাই শুধু মুক্ত
তাই গলা বের করে
সে গান গায়।
খাঁচার পাখি গান গায়
অজানা কোন শঙ্কায়
কাঁপা কাঁপা গলায়
দূর পাহাড়ের চূড়ায়
শোনা যায় সেই গান
যে গান মুক্তির।
বনের পাখি ভাবে
লাভের বাতাস আসবে
গাছের সারির মাঝ দিয়ে
আর মোটা তাজা পোকাগুলো
খাদ্য হবার অপেক্ষায় রয়েছে
যেন তারই আকাশ থেকে
দেখতে পায় সে।
কিন্তু খাঁচার পাখি দাঁড়িয়ে
তার স্বপ্নের কবরের কাছে
ছায়া তার কাতরে ওঠে
দুঃস্বপ্নের দুঃসহ যন্ত্রনায়
শৃঙ্খলিত পদযুগল
ডানা ছাঁটা
স্বাধীন শুধু তার কণ্ঠ
সেই কণ্ঠে সে গায়
স্বাধীনতার গান
বহুদূর থেকে শোনা যায়
কাঁপা কাঁপা গলায়
সেই গান যে গান মুক্তির।
২০ মে , ২০১৫
Why The Caged Bird Sings?
Free bird mounts stallion of wind
and glides to the end of stream
A proud glide over his kingdom
His wings flap dusk of horizon.
Caged bird can hardly see sky
through the cruel iron bars
his wings clipped and feet chained
only his throat is free so he sings.
Caged bird sings with unknown fear
that vibrates and passes through
to the distant mountains and seas
as voice of freedom and hopes.
Wild bird thinks of another breeze
of profit will come through trees
And thick fresh insects waiting
to be his food an enchanting
He can see it from his own sky.
But the caged bird stands
on the grave of his dreams
And his shadow shouts dumb
scream of endless nightmare.
Caged bird sings with unknown fear
that vibrates and passes through
to the distant mountains and seas
as voice of freedom and hopes.
12.12.2018