বিয়ে আর ভালবাসা

পুরুষ আর স্ত্রীলিঙ্গ প্রভেদ সকল প্রাণীতেই আছে,
দুয়ের মাঝে বিয়ে-বন্ধন হয় শুধু মানব-মানবীতে।
অন্য প্রাণীদের মাঝে নেই বিয়ের প্রচলন,
তাদের মাঝে আছে শুধু ভালবাসার অদৃশ্য বন্ধন।

একটি বিয়ে ব্যর্থ হলে দুটো হৃদয় পোড়ে,
প্রেমহীন শুষ্ক হৃদয় শুধু শূন্যবৃত্তে ঘোরে।
দ্বিপাক্ষিক, নিরন্তর ভালবাসায় বিয়ে পয়মন্ত হয়,
এমন দম্পতি থেকে সৃষ্ট পরিবারে সুখ বহমান রয়।

ঢাকা
২৮ জানুয়ারী ২০২৩

বিস্তারিত»

কথা হলো না

কথা হলো না।

তোমাকে-যে “ভালবাসি” বলা হলো না,
রাগ আর অনুরাগ বোঝা গেল না।
মান আর অভিমান শেষ হলো না,
আজ আর আমাদের কথা হলো না।

মেঘগুলি বুকে জমে হলো দূরাশা,
আশা গুলো রয়ে গেল হয়ে নিরাশা।
পথহারা পথিকের নেই-আজ-ঠিকানা,
আজ আর আমাদের কথা হলো না।

প্রখর রোদের দিনে হলে নাতো ছায়া,
মমতায় এলোমেলো প্রেমের মায়া।

বিস্তারিত»

স্বাগতম 2023

স্বাগতম 2023
——————-
নতুন আসবে।
আসুক।
তাকে আসতে দাও।
আসতে দিতেই হবে।
নতুবা তুমি নিজেই পুরানো হয়ে যাবে।
পিছিয়ে থাকবে অতীতের আস্তাকুঁড়ে।
তাই বলে পুরানোকে ফেলে দেয়া যায় না।
ফেলে দেয়া ঠিক না।
অতীতের ভালো থেকে দীক্ষা নিতে হয়।
মন্দ থেকে নিতে হয় শিক্ষা।
সুখ থেকে নিতে হয় দুঃখের সম্ভাব্যতার পাঠ।
দুঃখ থেকে পেতে হয় আশু আনন্দের মন্ত্রনা।

বিস্তারিত»

মিনতি

মা’বুদ,
তুমি জানো, আমি আজীবন
আমার এ কল্যাণময় জীবনের জন্য
তোমার প্রতি কৃতজ্ঞ থেকেছি মনের মর্মমূলে।
এ জীবন ভেসে যেতে পারতো খড়কুটোর ন্যায়,
হারিয়ে যেতে পারতো দিগদিগন্তে অনায়াসে,
তোমার করুণায় প্রচণ্ড ঘূর্ণনের মাঝেও আমি
স্থৈত্য পেয়েছি, স্বস্তি ও শান্তি পেয়েছি,
ক্লান্তিতে ও শ্রান্তিতে বিশ্রাম ও ভরসা পেয়েছি,
অপ্রত্যাশিত সাফল্যে উজ্জ্বল ও বিহ্বল হয়েছি,
ক্ষণিকের তরে একটি ঠাঁই-ঠিকানাও পেয়েছি।

বিস্তারিত»

আমার প্রেমের এক জোনাকি…

আমার প্রেমের এক জোনাকি…

তুমি এলে অবেলাতেও
জোনাক্ জ্বলে মাঝ দুপুরে,
অমানিষা আইলা রাতেও
চাঁদ দেখা যায় পূণির্মাতে।
তোমার সাথে থাকলে আমি
পরিপূর্ণ বেঁচে থাকি,
মিথ্যা নামের ভণ্ডামীতে
যোজন যোজন দূরে থাকি।।
আমার প্রেমের এক জোনাকি…

আমি আছি ভিন্ন গ্রহে
তবু তোমার আপত্তি নেই,
শুধু তোমার একটাই চাওয়া
আবার যেন পালিয়ে না যাই।

বিস্তারিত»

কাশবনে প্রলাপ

কাশবনে প্রলাপ

মৌসুমী বাতাসে এবার বাষ্পটা কম
তবু কাশবন হয়েছে ঘন সবুজ
তোমারই অপেক্ষায় রোদে পুড়েপুড়ে
আকাশে মেঘের দল হারিয়েছে কালি
শামুকখোল আঁচড় কাটে নীল ক্যানভাসে
ময়ূরকণ্ঠী নীল শাড়ীতে ভেজা তোমায়
দেখার অপেক্ষায় শুকিয়েছে কদমফুল
পেঁজা তুলো মেঘের  সাথে কাশবনে এসো
যখন মানুষ বা হরিণ ভালুকের পাশে
নির্ভয়ে থাকবে যাযাবর আকাশে।
ততদিন না হয় কলকাকলির নৌবিহার
চটপটি ফুচকা আর উচ্ছল সেলফিবাজি
দেখে দেখে কাটিয়ে দেবো সময়।

বিস্তারিত»

বাতাসের কাছে পরাজিত ইচ্ছা

বাতাসের কাছে পরাজিত ইচ্ছা_____

কি দারুণ বইছে হাওয়া এই নিশি প্রান্তরে,
এক্ষুনি নামলো বৃষ্টি বাতাসের তোড় জোড়ে।

সাথে নিয়ে যাবার জন্য বাতাসকে বললাম,
দেশান্তরী মেঘের কাছে অক্ষমতা শুনলাম।

আমরা মানুষ যে যার মত মানচিত্রে বন্দী,
বাইরে যেতে চাইলে লাগে শত অনুমতি।

বাতাস বলে তারাই ভাল স্বেচ্ছাতে ঘুড়ে-বেরায়,
কাষ্টমস আর পাসপোর্টের প্রয়োজন নাহি হয়।

বিস্তারিত»

ইচ্ছে নামের দৈত্যটাকে

ইচ্ছা নামের দৈত্যটাকে ……!!!!!!!!

ইচ্ছে হলেই পেতে হবে এই কথাটা কে বলেছে?
শ্রাবন মাসেই বৃষ্টি হবে এটাই বলো কে মেনেছে?
হৃদয় যদি পাখী হতো আমি তবে হতাম-টা কি?
মগজ যদি এতই ব্যস্ত কিসের এত জানাজানি?
তাই ইচ্ছা নামের দৈত্যটাকে সামলে রেখে চলো,
নতুবা কিন্তু সাজানো বাগান হতে পারে এলোমেলো।।

ইচ্ছে হলেই করতে হবে এমন কাজ কয়টা আছে?

বিস্তারিত»

চারটি লিমেরিক ও অন্যান্য

তানকা লিমেরিক

ফেসবুকের ময়দান
অন্তর্জালের বন্দীগণ
কপি পেস্ট করে
অবিরত প্রয়াসে
ছায়াবাজিতে মহান

৩০ সেপ্টেম্বর ২০২১

 

লিমেরিক

 

গমের শীষে শিশির কণা
ফাগুন প্রাতের মুক্তোদানা
রোঁয়া ফুলায়
রোদ পোহায়
গ্রিলে বসা চড়ুইছানা

 

ফেব্রুয়ারি ১৬, ২০২২

 

লিমেরিক

এক যে ছিল সেনাপতি সঙ্গলিপ্সা দুষ্ট
প্রথম পৃষ্ঠায় না ছাপালে হত মহা রুষ্ট
রেখেছ যে বাঙালি করে
কবিতা বিতান সাধনারে
হায় গুরুদেব,

বিস্তারিত»

নতুন নায়ক

নতুন নায়ক

নতুন প্রশ্নের জবাব কি নতুন হতে হবে?

পুরাতন প্রেমের ভালবাসা কি সুখের হবে?

নাকি ছলনার আচ্ছাদনে হারাবে সব।

প্রেমের কবিতা নতুন করে সাজাতে হবে।

নাকি যোগ বিয়োগের পালা হবে মেলা।

হিয়ার অট্টহাসি হাসবে নতুন ভিলেন।

অপারগতায় থিতু হবে নতুন নায়ক।

প্রেক্ষাপটে মত পাল্টাবে নতুন নায়িকা।

আমি হলফ করে কিছুই বলতে পারি না।

বিস্তারিত»

জনপ্রিয়তা_স্বার্থ _হিংসা

জনপ্রিয়তা_স্বার্থ_হিংসা
————————
***
জনপ্রিয়তা হলো
মোহের মতন,
হজম না-হলে হয়
তারার পতন।
(তাই) নিজেকে অকারণে
তারা ভেবে বসো না,
কে কি বলছে
বেশি গায়ে মেখো না।
***
স্বার্থ হলো মানুষ মাপার
আসল পরিমাপ,
আঘাত-লাগলে দেখতে-পাবে
অভিনব-প্রলাপ।
এর জন্য কাছের মানুষ
দূরে সরে যায়,
হঠাৎ করে আপন লাগে
নতুন পরিচয়।

বিস্তারিত»

কবীর সুমনের এক অপরিচিত গান

সুমন শুনছি অনেক বছর ধরেই। তবে তিরিশ পেরোনো এই বয়সের ঘরে– সুমনকে যেন নতুন করে চিনছি, শুনছি, অনুভব করছি। সেদিন টিএসসির এক আড্ডায়, কেউ একজন গাইলেন সুমনের এক অপরিচিত গান। গানের কথাগুলো মুহূর্তেই মিলিয়ে গেল মনে। গুগল করে কোথাও লিরিক্স খুঁজে পেলাম না। পরে যিনি গানটা গাচ্ছিলেন তিনি জানালেন, কবীর কোন এই লাইভ কনসার্টে গানটি গেয়েছিলেন। ইউটিউবে গানটা পেলাম। ২০০৭ সালের এক লাইভ কনসার্টে গাওয়া।

বিস্তারিত»

মাতৃগৃহ

মাতৃগৃহ
মোহাম্মদ ওবায়েদুল্লাহ খান ওয়াহেদী।

হরষি পুলক মাতিয়া হঠাৎ কাদিয়া উঠিল মন
পাগলপারা কস্তুরি খুঁজি মৃগয়া মরিয়া যেমন,
আপন হৃদয় গন্ধে মাতাল মরমি বিভোর সুখে
বাজিয়া উঠিল বীণা অন্তরে সুরের পরশ বুকে।
মধুর মধুর কত স্মৃতি মর্মে মাতিয়া গল্প কহে,
আনন্দ বেদনা মাখা সুখের তরনি নদীতে বহে।।

মায়ায় ভরা কুটির জনক জননীর আদর মাখা
দাদা দাদি কাকা কাকি স্নেহ মায়ার চাদর ঢাকা,

বিস্তারিত»

সকাল ছয়টা বারো

আমার জীবনে ছয় কিংবা বারো,
সংখ্যাদুটোর কোনটাই–
তেমন কোন প্রভাব কখনো রাখেনি।
অথচ গত দুটো মাস ধরে ক্রমাগত
সংখ্যাদুটো একসাথে পাশাপাশি বসে
আমাকে নিত্য ডাক দিয়ে যাচ্ছে।

আমি কখনো কখনো অপেক্ষা করে থাকি
এ সময়টার জন্য। কখনো বা এমনিতেই
চোখ পড়ে যায় ঠিক এই সময়টাতেই,
ডিজিটাল ঘড়িতে। প্রত্যুষের প্রার্থনা শেষে
আমি বাইরে তাকাই।

বিস্তারিত»

ইশ্বরের দখলদার

জেনিন ঘিরে ফেলেছি
কোন শালাই আর বেরুতে পারবে না
একটা ইঁদুরও নয়
বন্ধ করে দিয়েছি
গুহা, পর্বত – সব
হারামখোর সন্ত্রাসীগুলোকে না খাইয়ে মারবো
এবার বুলডোজার পাঠাবো
ঐযে, ঐযে – ন্যাংটো শয়তানটা
পরনে কাপড় নেই
ধ্বসে পড়া ইট-সুরকির মধ্যে হেঁটে যাচ্ছে
সেও তো এক সন্ত্রাসী
বাঁচিয়ে রাখলে বড় সন্ত্রাসী হবে
তোকেও মারতে হবে
আমাদের সাথে লড়তে আসিস!

বিস্তারিত»