অনামিকা

ঝাঁউবন পাহাড় মেরিন ড্রাইভ প্রবাল পাথর
অতিশয় চটপটে লাল কাঁকড়ার দল
বৃত্তাকার হতে চাওয়া সাম্পান নৌকা
বালুকাবেলায় আছড়ে পড়া ফেনায়িত ঢেউ
সেলফি তোলায় ব্যস্ত উচ্ছল ষোড়শী।

জটিল ভূ রাজনৈতিক চিন্তায় মগ্ন আমি
কোরিয়া উপদ্বীপ মধ্যপ্রাচ্য যৌন জিহাদ
শান্তির পায়রা অধ্যাপক জেনারেল তনয়া
রোহিঙ্গা আশ্রয় শিবির জ্বলন্ত রাখাইন
রক্তপিপাসু ধর্ম মদান্ধ অপদেবতার দল
শান্তি পদকের নিরবচ্ছিন্ন তামাশা
প্রযুক্তি ব্যবহারের সুবিধা আর
বিতর্ক আহবানের মাঝে নগদ নারায়ণ।
আহা, যদি কুড়িতে নামতে পারতাম
সে তো আমারই হতে পারতো!

© মোস্তাফিজুর রহমান টিটো

৪,৯২৩ বার দেখা হয়েছে

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।