আপন কক্ষপথে ঘূর্ণায়মান জ্যোতিষ্ক

মহাশূন্যের অনন্ত অন্তরীক্ষে আমরা সবাই
একেকটি ঘূর্ণায়মান জ্যোতিষ্ক।
জন্মাবধি আপন কক্ষপথ ধরে ঘুরছি সবাই;
কখনো একাকী, কখনো যুগলবন্দী, আবার
কখনো গুচ্ছদলে আবদ্ধ গ্রহানুপুঞ্জের মত
হাত ধরাধরি করে। একবার হাত ছুটে গেলে
ছিটকে চলে যাই বহু দূরে, দূর হতে দূরান্তরে,
নতুন কোন কক্ষপথ বেয়ে।

আমাদের পথ হয়ে যায় ভিন্ন। ভিন্ন পথগুলো
ঘুরতে ঘুরতে যদিওবা কখনো
খুব কাছাকাছি চলে আসে,
তবুও ওরা কোনদিন আর এক হয়ে যায় না।
তাই যুগলচ্যুত, দলছুট আমরা
নিয়তিকে মেনে নিয়ে ঘুরতে থাকি মৃত্যু অবধি
আপন কক্ষপথ বেয়ে, দূর থেকে পরস্পরকে
ভালবাসা আর স্মৃতির আচ্ছাদনে ঢেকে রেখে।

ঢাকা
২৬ নভেম্বর ২০১৮
সর্বস্বত্ব সংরক্ষিত।

৭,০৬৭ বার দেখা হয়েছে

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।