এই বোশেখের চাওয়া
এই বোশেখে আর কিছু নয় চাওয়া-
জানালাগুলো একটু খোলা রেখো।
দখিনপানের মাতাল প্রেমিক হাওয়া
মধ্যরাতে ঘুম ভাঙ্গালে দেখো;
মেঘপুকুরে চাঁদ দিয়েছে ডুব,
বিজলী আঁধার ভাঙছে ক্ষণে ক্ষণে।
হাস্নুহেনা ঘ্রাণ ছড়ালে খুব
আমার কথাই পড়ুক তোমার মনে।
আকাশ হতে নীল গিয়েছে চলে,
দিঘীর জলেও তার ছায়াটি নেই;
মেঘমেয়েদের ওড়নাগুলোর তলে
নীল তারাটি জ্বলছে তবু সেই।
মেঘ যদি যায় খানিক সময় সরে,
দুচোখ ভরে সে-ই তারাটি দেখো।
আসব নাহয় দমকা হাওয়ার ঝড়ে,
জানালাগুলো একটু খোলা রেখো।
দেখাশোনার সকল অগোচরে,
তোমার বুকে অবাধ আসা যাওয়া-
ঠাঁই যেন হয় তোমার মনের ঘরে,
এই বোশেখে এইটুকু হোক চাওয়া।
nice poem
Khub sundor kobita ti...
হাস্নুহেনা ঘ্রাণ ছড়ালে খুব
আমার কথাই পড়ুক তোমার মনে।
ei line ti kirom mon kemoner line...