৫
ঘুমিয়ে জাগো,ঘুমিয়ে আঁকো
ঘুমের বুকে ঘুমিয়ে থাকো।
স্বপ্ন বুকে, স্বপ্নে বাঁচো
স্বপ্ন বুকে স্বপ্ন আঁকো।
রংধনুকের রঙে রাঙো
রাঙিয়ে ভুবন লাজ ভাঙ্গো;
বদ্ধলোকের দুয়ার ভাঙ্গো।
৬
আঁধারে ছিল ছেয়ে বিশ্বচরাচর,
সেই আঁধারে লুকিয়ে ছিল হৃদয়খানি তার।
চোখের আলো সে তো কারো নয় যে আপনার,
মনের আলো জ্বেলেই ফুটুক প্রভাত আজিকার;
ঘুচিয়ে আপন পর।
😀
:clap:
তোমার লেখাগুলো যেন সুর করার জন্যে।
প্রথমটা বেশ ভালো লেগেছে।
নূপুর দা আপনার প্রশংসা পেয়ে অনেক ভাল লাগল।
আমার কাছে দুটৈ ভালো লেগেছে।
ধন্যবাদ।
আমার কাছে সব গুলোই ভালো লেগেছে। ১ থেকে ৬ পর্যন্ত।
B-)
আবেশিত হয়ে গেলাম :boss:
ভালো লেগেছে।
দু'টি কবিতাই সুন্দর।
এই কবিতা কি তোর মেয়েকে নিয়ে লেখা?
না দোস্ত।মেয়ের জন্মের বেশ আগে লেখা।