প্রিয়া তুমি কেমন হবে?
কেমন হবে তুমি, প্রিয়া!
আমি কি তোমায় স্বপ্ন দেখি?
আমি কি তোমায় কল্পনা করি?
নাকি তোমায় অনুভব করি?
তুমি কি আমার মতই ভাবুক হবে?
তুমি কি কল্পনার রঙ নিয়ে খেলতে ভালবাসবে;
নাকি তাকে বাস্তবতায় হারিয়ে ফেলবে?
বৃষ্টি আসলে তুমি কি করবে?
ব্যাগ থেকে ছাতা বের করবে,
নাকি আমায় নিয়ে বৃষ্টিতে ভিজবে?
পূর্ণিমার রাতে তুমি কি করবে?
চাদর মুড়ি দিয়ে ঘুমাবে,
নাকি আমার হাত ধরে রাস্তায় ঘুরবে?
মধ্যরাতে উপন্যাস পড়ে, কি তুমি একটু কেঁদে উঠবে?
তুমি কি আমার ঘুম ভাঙ্গিয়ে আমাকে একটু জড়িয়ে ধরবে?
তুমি কি আমার চুলে হাত বুলিয়ে একটু আদর করবে;
আমায় একটু ভালবাসবে?
আমি হয়তবা তোমাকে জগতের অনেক সুখ দিতে পারব না,
তোমার সব স্বপ্নও হয়তবা আমি পূরণ করতে পারব না।
তোমাকে না হয় প্রতিদিন একটু আদর করব, একটু ভালবাসব।
দু’টাকা দিয়ে একটা করে গোলাপ কিনে আনব।
তোমার দিকে তাকিয়ে থাকব বুভুক্ষের মত।
তুমি কি থাকবে আমার সাথে;
নাকি চলে যাবে?
প্রিয়া তুমি কেমন হবে?
কেমন হবে তুমি, প্রিয়া!
(পাদটীকা: আমি গদ্যরসিক, কবিতার ক’ও বুঝি না। তাও কোন এক রাতের নিস্তব্ধতায় একটু কবি হওয়ার ইচ্ছা জেগেছিল; তার ফলশ্রুতি উপরের কয়েকটা খাপছাড়া লাইন। খারাপ লাগলে কেউ গাইল দিয়েন না, নাদান বলে ক্ষ্যামা দিয়েন।)
হাসান ভাই পড়তে ভালো লেগেছে
তোমার ভাল লেগেছে জেনে খুব ভাল লাগল। এইটা আদও কোন কবিতা হয়ছে কিনা, আমার সন্দেহ আছে। হঠাৎ চিন্তা মাথায় আসছিল, তাই মনে যা আসছে লিখছি। মন্তব্যের জন্য ধন্যবাদ। 😀
আমি বলবো কেমুন হবে প্রিয়া...? কি বলবো...।?
নাহ থাক...একটু সাসপেন্স রাখা ভাল 😉
একজন আবৃত্তিকার এর নজর থেকে বলছি ভালোই হয়েছে... :clap:
আপামণি, ঘরের কথা বাইরে বললে তো লইজ্জা পাই। :shy: :shy: :shy: একজন আবৃত্তিকার যদি ভাল বলে তাহলে তো ভালই লাগে। আপনাদেরকে দেখেই তো আমরা সাহস পাই!! 😛 😀
......ভাল লেখছস তো। :thumbup: :thumbup: :thumbup:
......বিনয় ও ভাল ছিলা। ;))
ধন্যবাদ ভাই। 😀
ভাই, বিনয় না। কবিতার বই নিয়ে বহুবার বসছি, কিন্তু রস আস্বাদনে ব্যর্থ হয়ছি বার বার, শেষমেষ গদ্যতেই ফিরে আসতে হইছে। এই জন্যই কবিতাকে খুব একটা আপন ভাবতে পারি না।