বৈপরীত্য

অস্পষ্টতাই আমার ভাষা
অলসতাই আমার কর্ম
ঘৃণাই আমার ভালবাসা
অধর্মই আমার ধর্ম।

দুর্বোধ্যতাই আমার সরলতা
মৃত্যুই আমার মুক্তি
অসম্ভব আমার লক্ষ্য তাই
ঠাট্টাই আমার যুক্তি।

শ্রদ্ধা আমার মানহানিকর
অবজ্ঞা আমার কাম্য
হিংসা আমার শখ আর
বঞ্চনা আমার সাম্য।

ব্যথাই আমার বিনোদন
আনন্দ আমার কষ্ট
সবকিছুই উল্টো আমার
কারণ আমি যে নষ্ট।

৮৬০ বার দেখা হয়েছে

৬ টি মন্তব্য : “বৈপরীত্য”

  1. রকিব (০১-০৭)

    কিরে পাগলা, বহুতদিন পর!!!
    কোবতে ভালো হয়েছে।
    শুনলাম তোরে নাকী আজকাল বুয়েটে কার সাথে যেন দেখা যায়!!! ;)) ;))


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  2. আমীন (০১-০৭)

    হুমম!অনেকদিন পর লেখা দিলাম।তবে সিসিবিতে রেগুলার ছিলাম,পড়তাম কিন্তু এক্সাম ছিল বলে লেখা দিতাম না।
    তোর কি খবর??
    বুয়েটে তো অনেকের সাথেই থাকি।কার সাথে আবার দেখা গেল? 😛 😛

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।