চরাচর অন্ধ করা আলোয়
শাখা-প্রশাখায় ওই একবার।
একবার চমকে উঠেই
দুনিয়া বধির ক’রে
নিকষকালো মেঘের থেকে
হুড়মুড়িয়ে
নেমে শেষে
গেঁথে গেছে
পোড়াকাঠ হয়ে
তুষারে তুষারে ঢাকা
এমন বিজন প্রান্তরে।
আর দেখো!
কি ভালোমানুষি চেহারায়
বরফের একটা লম্বা
মাফলার জড়িয়ে
অঙ্গে অঙ্গে
কী বিভঙ্গ এনে
প্রতীক্ষায় জমে যদিও
দিন গুনছে
কবেকার সেই
বসন্তরোদের
যেদিন হাওয়ায়
হাসতে হাসতে
সবুজ পাতারা
ক্রমে বেরিয়ে আসছে
শাখা বেয়ে
প্রজাপতি-পাখার লোভে
শরমের মাথা খেয়ে
উদ্বাহু পাপড়িগুলো
উড়াল দেবে ফের আকাশে,
গাছ হয়ে বাড়িয়ে হাত
পাখিটিকে পাবেনা জেনে
পাকিয়ে পাকিয়ে
রাগ জমা ক’রে এনে
সমস্ত দিনরাত
অন্ধমেঘের অন্দরে
তিলতিল বিজলির বারতা
পাঠাতে থাকে….
১ম :tuski:
You cannot hangout with negative people and expect a positive life.
"বিভঙ্গ" মানে কি, দাদা? :-/ 😕
You cannot hangout with negative people and expect a positive life.
চারবার পড়লাম, এ্যান্টেনার অনেক উপর দিয়ে যাচ্ছে। :bash: :((
You cannot hangout with negative people and expect a positive life.
বিভঙ্গ মানে পোজ। 😀
ধরে নিতে পারো,নাচের মুডে।
ব্যাখ্যা: ভাবো বিজলির একটা টুকরো আকাশে চমকে উঠেই সোজা নেমে এসে বরফে বিঁধে গেছে গাছ হয়ে, পোড়াকাঠ হয়ে। আর গাছ হয়ে গিয়ে ও যা ভাবছে তা হলো এই লেখাটা।
আশা করি এবার বুঝতে পারবে।
ভাল লিখেছেন দাদা। 🙂
ধন্যবাদ নঈম।
পোড়া গাছ নিয়া লিখছেন তো.........।। তাই মজা কম কম পাইলাম 🙂
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
এখানে আমার চারপাশে শুধু সাদা-কালো। বরফের স্তুপ আর পোড়া পোড়া চেহারা নিয়ে দাঁড়িয়ে থাকা গাছ।খুব বিষণ্ণ পরিবেশ।
বসন্তদিনের প্রতীক্ষায় আছি....
" আমি কোনদিনও কবিতা ভালোবাসিনি,
কবিতা বুঝিনি বলে।
কখনো সখনো বুঝলেও, আমি কবিতা ভা্লোবাসিনি,
আমার শব্দেরা কেন কবির হবে আমায় ছেড়ে।"
বরাবরের মতই প্রিয় শব্দেরা আছে, আর কিছুটা বোঝা না বোঝার দ্বন্দ। বাজ পড়া গাছে সবুজ পাতা কি বের হবে ?
গাছও তাই ভাবছে, তাই তো বিশ্বাস করতে চায়.....
:boss:
অনেক দিন পর আপনার লেখা পেয়ে ভালো লাগলো ।
থ্যাংকস তানভীর।