আজ বার বার তোমাকে মনে পড়ে –
যেমন করে বাসতে ভালো
বুকে জড়িয়ে ধরে।
অথবা হরিনী চোখের ইশারায়
ডাকতে আমায় আপন করে।
যেমন করে রাখতে বেঁধে
অদ্ভুত এক মায়ার ডোরে।
কিংবা আমার উপর অভিমানে
দুচোখ আসত জলে ভরে।
ক্ষনে ক্ষনে মনে পড়ে –
যেমন করে করতে শাসন
অজানা কোন অধিকারে।
অথবা হঠাৎ ভয় পেলে
জড়িয়ে ধরতে শক্ত করে।
শান্ত হিমেল সন্ধ্যা কাটত
চোখে চোখে লেকের পাড়ে ।
বা ঝিরি ঝিরি বৃষ্টিতে ঘুরে বেড়াতাম
দুজনে পাশাপাশি রিকশায় চড়ে।
তোমার অবাধ্য শাড়ির আঁচল
বাতাসে বার বার যেত উড়ে ।
তুমি আমি আজ অনেক দূরে
তবু তোমার ভালোবাসা
মনে পড়ে ক্ষনে ক্ষনে, বারে বারে।
ছবি কৃতজ্ঞতা: ইন্টারনেট
ভালবাসা =((
"Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
- A Concerto Is a Conversation
যাক, ভালোবাসা দিবস আসলো বলেই না মান্নান ভাইরে এরকম কবিতাসহ এতদিন পর সিসিবিতে দেখলাম 🙂
সাতেও নাই, পাঁচেও নাই
এটা কি মিসেস মান্নান কে নিয়ে লেখা??