দেখব জগত যেইনা বাহির পা ফেলেছি
নামলো দেওয়া হঠাৎ করে
আকাশ যেন করল পেশাব মুখের পরে
ভিজিয়ে দিল সবর্ শরীর
কেউ কি করে এমন তরো অসভ্যতা ?
করে করে নিতুই করে
আকাশ করে ,
তাইতো সবাই চলতে পথ
নামলে দেওয়া
মাথার পরে ছাতা ধরে।
পাড়ি দেব যেইনা নায়ে পাল তুলেছি
উঠলো ঝড় হঠাৎ করে
বাতাস যেন মারলো ঝাড়ু পিঠের পরে
ডুবিয়ে দিল নৌকা জলে
কেউ কি করে এমন তরো অসভ্যতা ?
করে করে নিতুই করে
বাতাস করে,
তাইতো সবাই চলতে পথে
উঠলে নায়ে
পাল নামিয়ে বৈঠা মারে ।
চলবো রাতে যেইনা আলো জ্বালতে গেছি
জ্বললো শিখা হঠাৎ করে
আগুন যেন ছ্যাকা দিল এই শরীরে
পোড়াল ঘর রোসানলে
কেউ কি করে এমন তরো অসভ্যতা ?
করে করে নিতুই করে
আগুন করে,
তাইতো সবাই চলতে পথে
আধার রাতে
আগুন ছাড়া বাতি জ্বালে।
দেখব স্বপন যেইনা বসত ঘর বেধেছি
ভুমিকম্প হঠাৎ করে
মাটি যেন মারলে লাথি বুকের পরে
পুতে দিল মাটির তলে
কেউ কি করে এমন তরো অসভ্যতা ?
করে করে নিতুই করে
মাটিই করে,
তাইতো সবাই চলতে পথে
দিন কাটাতে
বনবাদারে বসত করে।
বাতাস যেন মারলো ঝাড়ু পিঠের পরে
ডুবিয়ে দিল নৌকা জলে
কেউ কি করে এমন তরো অসভ্যতা ?