তোমার কবিতাগুলো,
কোন মোহিনী নারীর নাকে বসে থাকা
অমূল্য হীরক কণার ন্যায় প্রতিভাত হয়।
ঝলসে ওঠা দ্যূতি হঠাৎ হঠাৎ বিচ্ছুরিত হয়,
আবার কখনো ছেয়ে যায়, ম্লান পেলবতায়।
তোমার কবিতাগুলো,
পড়ে ফেলার পরেও আমার অগভীর কর্ণকুহরে
দিকভ্রান্ত পাগলিনীর ন্যায় অবলীলায় কথা বলে,
কখনো তা অর্থহীন মনে হয়, কখনো বাঙময়।
কিভাবে ওসব লেখা হয়, তা এক অজানা বিস্ময়।
তোমার কবিতাগুলো,
পড়ে মনে হয় তুমি স্বচ্ছতার কবি, শান্তির কবি,
ভালোবাসার, স্নিগ্ধতার, মুগ্ধতার ও প্রকৃতির কবি।
যার হৃদয় পূর্ণিমা ও তমসায় সমভাবে পুলকিত হয়,
বহতা নদীর জলে ও জলধরে সমলয়ে প্রবাহিত হয়।
তোমার কবিতাগুলো,
বলে দেয় প্রকৃতির খেয়ালি আচরণ তুমি মেনে নাও,
যেভাবে বঙ্গনারীর বিচিত্র খেয়ালগুলো মেনে নেয়,
তাদের প্রেমাসক্ত দয়িতেরা। অযথা খুঁজতে যাওনা
বর্ণ্যাঢ্য প্রকৃতির হঠাৎ বর্ণহীন হওয়ার কারণগুলো।
তোমার কবিতাগুলো,
নিমেষেই হয়ে যায় স্নিগ্ধ সঙ্গীতের অশ্রুত গীতিকথা।
মনের গহীনে তুমি সর্বদাই সঙ্গোপনে লুকিয়ে রাখো
একটি দুটি গানের গোপন সুরলিপি, গেয়ে যাও তুমি
পাখীর সাথে, নদীর সাথে আপন খেয়ালে সেসব গান।
তোমার কবিতাগুলো,
বড় ভালবাসি। একটি নয়, দুটি নয়, সকল কবিতাই
একটি একটি করে বের করে আবৃত্তির ন্যায় পড়ে যাই।
একটিমাত্র শব্দ দিয়ে শান্তির যে বারতা তুমি রেখে যাও,
তারই পরশে দূর থেকে আমার কবিতাগুলো লিখে যাই।
পাদটীকাঃ কোন এক ভিন দেশী কবির কবিতা দ্বারা উদ্বুদ্ধ হয়ে এ কবিতাটি লিখেছি।
ঢাকা
০৩ অক্টোবর ২০১৩
কপিরাইট সংরক্ষিত।
:clap: :clap: :clap: :clap:
মুগ্ধতা ছড়িয়ে গেলাম, কবি! It's impossible to explain creativity. It's like asking a bird, 'How do you fly?' You just do. একসেলেনটো!
"It's like asking a bird, 'How do you fly?'" - Appreciate this beautiful comment!
এ্যাম মাচ অবলাইজড, মাচ ইন্সপায়ার্ড। থ্যাঙ্কস!
কি নিদারুন মুগ্ধতার বন্দনা।
অনন্য। এতো ব্যাপ্তিতে এতো আংগিকে!
দারুন! দারুন!
অনেক ধন্যবাদ, লুৎফুল। অনুপ্রাণিত হ'লাম।
চমৎকার! গীতিময়!
দেখেছি সবুজ পাতা অঘ্রানের অন্ধকারে হতেছে হলুদ
প্রশংসায় প্রীত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা!
সে আপনি যার দ্বারাই অনুপ্রাণিত হন, কবিতাটি সুন্দর হয়েছে
যে কথা কখনও বাজেনা হৃদয়ে গান হয়ে কোন, সে কথা ব্যর্থ , ম্লান
কবিতার প্রশংসায় প্রীত হলাম। কবিতার পেছনের কবিকেও সেই সাথে পুনর্বার স্মরণ করলাম।
ধন্য বাদ ও শুভেচ্ছা জেনো, সাইদুল।