উচ্চারিত শব্দমালা

এমন কোন শব্দ নেই যা কখনো উচ্চারিত হয়নি
এমন কবিতা নেই যা পড়েনি কখনো কেউ
এমন রাত্রি নেই যে রাত থেমে যায় গভীর আঁধারে
এমন কোন যুদ্ধ নেই যা দুঃখ আনেনি কোনদিন

শব্দ কবিতার মত স্পর্শ প্রিয়
কবিতা বাতাসের মত বেগবান
দীর্ঘ দিনের বিশ্বাস, নিশ্বাসে হানে আমূল আঘাত

রাত তো সময়ের কাছেই নতজানু
বৈরী আঁধারেও ফোটে তারার বকুল
সুসময়ে সরে যায় আঁধার বা তার অন্যসব আয়োজন

দুঃখময় যুদ্ধও কাঙ্ক্ষিত হয় কখনো সখনো
সাহসী ঝড়েই থেমে যায় ত্রাসের শাসন
রক্ত ফোঁট থামায় রক্ত প্লাবন

১,১৬১ বার দেখা হয়েছে

১২ টি মন্তব্য : “উচ্চারিত শব্দমালা”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।