একে একে খুলে ফেলো সমস্ত মুখোশগুলো !
উন্মোচিত হোক তবে পুরোটাই আজ
নিখাদ উন্মিলনী মগ্নতায়,
সহজ পূর্ণিমা সমান নগ্নতায় ।
কার্পাস বা সিনথেটিকের কোনো
প্রহসন বিহীন । যেনো বুঝি সূতাও
সেখানে না তোলে আড়াল দেয়াল
কোনো কিয়দ আচ্ছাদনে, আমার
নতুবা তোমার, কোনোই খেয়াল
গোপন কথার হিস্যা বা ধরো
ভাবনার কারুকাজে, না তা ও না ।
এই ধরো সূর্য বা চাঁদটার মতো
সব সুন্দর আর অসুন্দরের
নিরেট খোলামেলা উপস্থাপনের ঠিক
যতটুকু কাছাকাছি যাওয়া যায় তার
সমান নিপাট নগ্নতায় হোক
উন্মোচিত আমাদের শরীর মন
স্বপ্ন ও দুঃস্বপ্নেরা, শঠতা আর
মেকী খাতিরের ভন্ডামিরা, ভান ও
ভনিতার হাওয়াই মিঠাই, প্রহসন
ফ্লার্ট প্রগলভতাময় বেলুনেরা ।
কদাকার শরীরের ভাঁজগুলো অতোটা
নয় দৃষ্টিকটু – তোমার মনে
মিথ্যের পোর্ট্রেটে আঁকা ভাবনাগুলো
ঠিক যতোটা । নির্ভয়ে তাই দ্বিধাহীন
খুলে ফেলো সকল পোষাক তোমার
যেমন আমিও খুলছি আমার ।
একটু সাহস করো । পেরে যাবে খুব
অনায়াসে দেখো, শুধু চাইলেই ভালোবেসে ।
ওখানেও খাদ ছিলো কিছু ! তবে থাক । তুমি
বাদ দাও । তোমার হবেনা । আমিও
চেতনার গহীন খুঁটে আঁটকে আছি
যেমন অনিমেষে কোনো সংশয় ভরা
দ্বিধা ও দ্যোতনার ন-হণ্যতে !
[ নগ্নতার সমান নিষ্পাপ আমরা তো
পারিনি হতে কখনোই, যেমন আজও । ]
রচনাকাল ~ ১৪ জুন ২০১৫ ~ প্রথম প্রহর
ভাল লেগেছে।
বিশেষ করে
নগ্নতা যে নিষ্পাপ এই বিষয়টি।
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
নগ্নতার সমান নিষ্পাপ আসলেই আমরা এ যুগের মেকিতে আর মিথ্যে ইঁদুর দৌড়ে মত্ত হঠকারীতায় ডুবে থাকা মানুষেরা কখনোই পৌঁছাতে পারবো না।
ভন্ডামির মুখোশ আমরা আসলেই কেউ খুলবার সত্যি সাহস রাখি না।
আক্ষেপের এই কথাটাই আমি আসলে বলতে চেয়েছি।
নগ্নতা যে নিষ্পাপ বা স্বাভাবিক এতে যারা দ্বিমত পোষণ করেন তাদের জন্য আমাজনের বিভিন্ন আদিবাসী দ্রষ্টব্য।
হ্যা আমরা কখনোই পৌছাতে পারবো না।
ঐ যে সত্যজিৎ এর শেষের দিকের ছবিতে উতপল দত্ত বলেন, সভ্য! সভ্য কারা???
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
:boss:
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
যেন একটি উচ্চকিত শব্দের মিছিল শ্লোগান দিতে দিতে এগিয়ে গেল।
দেখেছি সবুজ পাতা অঘ্রানের অন্ধকারে হতেছে হলুদ
মুখোশবন্দী মানুষদের দেখতে দেখতে দম বন্ধ হয়ে আসছে যখন।
তখন মিছিলে শব্দরা প্রতিবাদে কিছুটা উচ্চকিত তো হবারই কথা।
নয় কি !
এই গতিময়তা
এই শব্দের মিছিল (মোস্তফা ভাই যেমন বললেন)
দেখতে দেখতে
দ্রিমি দ্রিমি শব্দ শুনতে পেলাম যেন,
যেন এখুনি কিছু একটা ঘটবে।
যেন পরিবর্তন আসন্ন -- এই তো কাছেই
হা হা হা ।
তা কি আর হবে !
যদিও মুখোশ পরা মানুষদের ধরে এনা স্ট্রিপ অফ করার মতোন একটা রাগ থেকেই লেখাটা লিখেছিলাম।
কদাকার শরীরের ভাঁজগুলো অতোটা
নয় দৃষ্টিকটু – তোমার মনে
মিথ্যের পোর্ট্রেটে আঁকা ভাবনাগুলো
ঠিক যতোটা
যে কথা কখনও বাজেনা হৃদয়ে গান হয়ে কোন, সে কথা ব্যর্থ , ম্লান
ধন্যবাদ ভাই ।
🙂 🙂 (সম্পাদিত)
নগ্নতার মধ্যে একটা সততা আছে।
সেইটাই খুজে পেলাম।
ভাল লাগলো.........
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
সত্যতা আর সাহস।
নিষ্পাপের সাহস।
যদিও আমার লেখাটার পেছনের কারনটা কিছুটা ভিন্নধর্মী একটা ব্যাপার থেকে উদ্ভুত।
নগ্নতার এলিজী নিষ্পাপ হয়েই প্রতিভাত হয়েছে। শিরোনামটা যথার্থ!
অনেক ধন্যবাদ খায়রুল ভাই।