যে মায়ায় নিজেই জড়ায় মানুষ নিজেকে
সে মায়া ছাড়াবে কে ?
ভালোবাসার কষ্ট বুঝে কষ্টকেই ভালোবাসে যে
তাকে আর কষ্ট দেবে কে ?
এ মায়ার মোহো কাটেনা কখনো
কাটবে না কোনো দিন ।
তোমাকে মায়া ভালোবেসে কোনো একদিন
আমি মোহ হয়ে গেছি আজ বহুদিন ।
বুঝলে মায়া
এ মোহ কাটবে না কোনো দিন ।
রচনাকাল ~ ০৯ ফেব্রুয়ারী ১৯৮৭
[ প্রথম কাব্যগ্রন্থ “বাঁধন ছিঁড়ে যাই”-এ প্রকাশিত ]
বরাবরের মত। লা জওয়াব
যে কথা কখনও বাজেনা হৃদয়ে গান হয়ে কোন, সে কথা ব্যর্থ , ম্লান
অনেক ধন্যবাদ সাইদুল ভাই ।
কদিন ধরে পুরোনো কিছু লেখার কথা মনে হচ্ছিলো।
চমৎকার!
অনেক ধন্যবাদ শোয়েব ।
:boss: :boss:
পুরাদস্তুর বাঙ্গাল
আপ্লুত হলাম ।
😀
আর্লি টুয়েন্টিজে থাকা এক তরুনের লিখা এই কথা?
"ভালোবাসার কষ্ট বুঝে কষ্টকেই ভালোবাসে যে
তাকে আর কষ্ট দেবে কে ?"
ভাবাই যায় না।
এই একটা ব্যাপারে এখনকার তরুনরা মনে হয় পিছিয়ে আছে।
ভালবাসায় যে কষ্ট থাকে, এই প্রজন্ম কি তা জানে?
মনে হয় না.........
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
সেই কষ্টে পুড়ে যেতেই যে এক মোহময়ী আনন্দ ...
সেই আনন্দের সন্ধান তো পেতে হবে ...
পোড়ে এখনকার তরুণরাও পোড়ে । তবে পুড়ে যাওয়াটাকে সেই আমলের মতোন অতো বেশী ভালোবাসেনা বোকার মতো ... এই যা ।
তাছাড়া সেই আমলে আমরা ছিলাম ব্রড কোয়েশ্চেনের ছাত্র-ছাত্রী । এখন হলো কুইজ আর এমসিকিউ-এর যুগ ।
সিস্টেমটাই তো বদলে গেছে ...
তরুণদের আর দোষ কি অতো !!!
সাধু, সাধু।
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
অনেক ধন্যবাদ ।
"বুঝলে মায়া
এ মোহ কাটবে না কোনো দিন ।"
মায়াময় মোহময় এ কবিতাটা পড়ে ভীষণ মুগ্ধ হ'লাম। আরো ভালো লাগলো যখন দেখলাম এটা কবির তরুণ বয়সের লেখা কবিতা।
অনেক ধন্যবাদ খায়রুল আহসান ভাই ।
সেই প্রথম বইয়ের ছাপার উন্মাদনায় যখন প্রবল উদ্দীপ্ত ছিলাম । সেই সময় প্রেসে প্রুফ দেখে ফিরে একদিন এটা লেখা এবং তড়িঘড়ি সেই প্রথম বইতে সংযোজন ।
অনেক দিন পর পুরোন দিনে কথা ও লেখা রোমন্থন করতে গিয়ে তুলে আনা ।
মন্তব্যে ভীষণ অনুপ্রাণিত হলাম ।