শুধুই উচ্চারিত শব্দে
‘ভালবাসি’ কে বলেছে কবে?
যতটুকু বলেছে মুখে
চোখদুটি বলেনি কি
শতগুণ বেশি?
শুধুই বৃষ্টিতে কি ভিজেছে এ তনু
হৃদয়ের ঝড়-জলে ভেজেনি কি কিছু?
মেঘ কেটে এই বুকে
জাগেনি কি নীলাকাশ?
বাজেনি কি মেঠো পথে নূপুরের ঝঙ্কার?
খোলাচুলে এই পথে যায়নি কি সেইজন?
যতই বলুক মুখে,সব মিছে সব ভুল
আলতা কি ছিল তার ভীরু ভীরু পায়ে?
কাজল কি লেগে ছিল দু’চোখের কোণে?
বাহ, বৃষ্টির স্নিগ্ধ পরশের মত কবিতার ছত্রে ছত্রে বুনে রাখা ভালোবাসা এসে ভিজিয়ে দিয়ে গেল!
দেখেছি সবুজ পাতা অঘ্রানের অন্ধকারে হতেছে হলুদ
অনেক ধন্যবাদ ভাই...............
শুধুই বৃষ্টিতে কি ভিজেছে এ তনু
হৃদয়ের ঝড়-জলে ভেজেনি কি কিছু?
আলতা কি ছিল তার ভীরু ভীরু পায়ে?
কাজল কি লেগে ছিল দু’চোখের কোণে?
- বাহহহ !!
ধন্যবাদ ভাই.......
"আলতা কি ছিল তার ভীরু ভীরু পায়ে?
কাজল কি লেগে ছিল দু’চোখের কোণে?" - চোখের কাজল থেকে পায়ের আলতা, সবই তো ভালবাসার নৈবেদ্য।
জি ভাই, ভালোবাসাই বটে............