তুমি তো তা জানলে না
জানলেনা আকাশের মত বিশাল-
এক বেদনাময় ভঙ্গুর হৃদয়ের
তিলে তিলে শেষ হয়ে যাওয়ার গল্প।
তোমার এখনও জানা হয়নি-
রোমান্টিকতায় রোমিও কে হার মানানো
এক চঞ্চল বালকের
ধীরে ধীরে মলিন হয়ে যাওয়ার গল্প।
সেই বালকের অনেক কথা-
তোমার অজানাই রয়ে গেছে।
চোখের জলকে সঙ্গী করে যে কাটায় –
রাতের পর রাত।
তুমি এখনও অজ্ঞাত আছ
সেই বালকের জীবনের অনেক কথা সম্পর্কেই
তিক্ত বিষাদে যার হৃদয় থেকে মুছে গেছে
–
‘প্রেম’ নামক শব্দটি।
তবু কোন এক বর্ষণমুখর রাতে
চির সঙ্গী চোখের জলে মিশ্রিত কালিতে
হৃদয়পটে সে লিখছে-
“চোখের জল ফুরিয়ে যাবে তবু
তোমার প্রতি আমার ভালবাসা ফুরাবেনা
কভু।”
৪ টি মন্তব্য : “এক বিস্ময় বালকের গল্প”
মন্তব্য করুন
আ হা বালকের প্রেম-বেলা!
এখনো আছে তো খেলা ।
কালে কালে দেখো
কবিতার কত না
সুঁচলো ফলা
নিয়ে আসে
দ্যুতিময়
দ্যোতনা
এ কেমন হল যাতনা
বিরহেই শুধু মাত, না?
ইশরাকের সাথে মজা করতে ইচ্ছে হল নুপুর,
আমি যদি ঠিকমতো বুঝে থাকি,
লেখাটা চমতকার হয়েছে
যে কথা কখনও বাজেনা হৃদয়ে গান হয়ে কোন, সে কথা ব্যর্থ , ম্লান
আহা কি নিষ্পাপ
কোমল উত্তাপ ।
মোমের মতোন
অগ্নি সন্মোহন
কেবলি পোড়ায়
এক সমর্পণ স্নিগ্ধতায়
দহনে কি মোহিনী
সারাক্ষণ জানায়
আছে এক সুহাসিনী
বুকের জানালায় !
- তোমার একখানা দেখো গড়ে দিলো আরো ক'খানা বুকের চিতা ...
এরকম হয়।
বালক তুমি এগিয়ে যাও। ভালোবাসা তোমার চলার পথের পাথেয় হোক।