“উনকি নজরোঁ নে কুছ এয়সা জাদু কিয়া
লুট গয়ে হাম তো পেহলি মোলাকাত মেঁ”
আপনাকে শুনে শুনে সারাদিন
প্রণয়ের বাঁধ ভেঙে
গলগল শরাবে
হেডফোন ল্যাপটপ যথেচ্ছ ভেসে যায়
বেহেড কলম ফুঁড়ে ও জি
কেবলি আঁসু ঝরে হায়,
বিরহের মতো মধু
একা হারমোনিয়ম আ হা
তেরছা দেখে প্রেম, ভাঙে
আড়মোড়া শুধু
https://www.youtube.com/watch?v=NWbRHZiqNLE
পুরাদস্তুর বাঙ্গাল
ও বস, কনগ্র্যাটস কেন?
খেতি আছে কুনো?
পুরাদস্তুর বাঙ্গাল
কুনো ফ্রব্লেম নাই
:brick: :brick:
ওমা! তোমরা এখনো দুধভাত খেলো? একজন মিছেমিছি কনগ্রাটস দেয় আর অন্যজন মিছেমিছি কনগ্রাটস খায় ~x(
:clap: :clap: :clap: :clap:
সুন্দর একটি গান, একখানি মধুর কথা অথবা আ পিস অব মিউজিক মাঝেমধ্যে মন আচ্ছন্ন করে রাখে। তোমার মত কবিতা লিখতে শিখিনি নূপুর, কিন্তু জানো, কাল মধ্যরাত্রি পেরিয়ে যখন তুমি এই ব্লগ পোস্ট করেছো বহুদূরের শহরে তখন আমিও জেগে ছিলাম। মজার ব্যাপার হলো, আমি কানে হেডফোন এঁটে ওস্তাদজীকে নিয়ে বসলাম, সাথে তুমি ও তোমার কবিতা অভিয়াসলি! বাইরে নিকশ কালো অন্ধকার। কাগজ কলম মিউজিয়ামে স্থান নিয়েছে বহুকাল আগে; তাই ফোনে রিদমিকে টেপাটেপি করছিলাম ভাবের আশায়। হায়! অকবিকে দেখে মায়াই লাগে! একটি সুর ছুঁতে চেয়ে কি করে লিখো তুমি সেটিই দেখতে চেয়েছিলাম। কি লিখলাম সেটি বড় কথা নয়, কিন্তু সতি্যই আমি কিছু একটা লিখলাম!
Ahava hi pashut ahava. hi af pa-am lo musberet.
אהבה היא פשוט אהבה. היא אף פעם לא מוסברת
আপা,
নুসরাত ফতেহ আলী আগে খুব শুনিনি। এখন শুনে তো পুরো মাতাল হয়ে আছি।
আর তোমার এই হিব্রু --- গুগল ট্রান্সলেটরও কি অনুবাদ করতে সমর্থ?
🙂 🙂 🙂 🙂
Ahava hi pashut ahava. hi af pa-am lo musberet.
אהבה היא פשוט אהבה. היא אף פעם לא מוסברת.
Love is just love. It can never be explained 😀
Love is not love, which alters when it alteration finds, এইটাকে একটু হিব্রু ভাষায় কন সাবিনা আপু ( পিলিজ ) :grr:
মানুষ এমনতয়, একবার পাইবার পর
নিতান্তই মাটির মনে হয় তার সোনার মোহর.........
ছোটবেলায় প্রায়ই ছুটির দিনে ঘুম থেকে উঠেই মেহেদী হাসান, গুলাম আলী, ফতেহ আলি খান, জগজিৎ সিং... প্রমুখদের গজল শুনতে পেতাম!
কিছু না বুঝলেও অদ্ভুত এক ভাল লাগায় আচ্ছ্বন্ন হয়ে যেত সকালটা...
বিয়ে বাড়ির গিয়াঞ্জামের মধ্যে আছি। আপাতত শুনব না।
কয়েকদিন পরে বাসায় ফিরে ঠাণ্ডা মাথায় শুনতে হবে।
এরপর কবিতাটা আবার পড়ব!
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
তা বিয়েটা কি তোমারই নাকি? দাওয়াত পাইলাম না যে!
গজলের কথা তো বাদই দিলাম --- কাব্যরস আর রোমান্সে টসটস করে যেন। কাওয়ালী খুব শুনিনি --- আর নুসরাতকে শুনে সীমাহীন মুগ্ধতায় নিমজ্জিত হয়ে আছি গেল কদিন। মাত্র ৪৯ বছরে চলে গেছিলেন, ভাবা যায়?
আহা ! আহা !
লুট গায়ে কাঁহা !
আহা ! আহা !
আঁখ উঠঠি -- মোহাব্বত নে আংড়াই লী 🙂 🙂 (সম্পাদিত)
এই সেরেছে ... আমার হাতুড়ি বাটাল মার্কা ভাষাজ্ঞানে এবার মর্মোদ্ধারে বিপত্তি ঘটলো বলে ...
ওহ হো!
এটা ওস্তাদজির এ গানের প্রথম কথা।
"দৃষ্টি উত্তোলিত হতে'
প্রেম আড়মোড়া ভেঙ্গেছে"
পুরো মজেজাটা অধরা থেকে যাচ্ছিলো ।
এখন পূর্ণ হলো । 😀
গানের শেষ কথা, "দিলকা সওদা হুয়া, চাঁদনী রাত মে", আর কবিতার কথা,
"বেহেড কলম ফুঁড়ে ও জি
কেবলি আঁসু ঝরে হায়,
বিরহের মতো মধু" - মন ছুঁয়ে গেলো!
খায়রুল ভাই,
অসংখ্য ধন্যবাদ! 🙂
তোমার এই রচনাটির সৌন্দর্য এর পরিমিতিতে আর দুর্বলতা শিরোনাম চয়নে।
দেখেছি সবুজ পাতা অঘ্রানের অন্ধকারে হতেছে হলুদ
মোস্তফা ভাই,
কি করি বলুন! অনেকসময় ব্যক্তিগত অনুষঙ্গটুকু এমনই পেয়ে বসে। সুন্দর-অসুন্দর বুঝতে পারিনা।
কদিন আসলেই সারাদিন এঁকে শুনে যাচ্ছি।
বিরহই কি প্রেমের আসল স্বাদ?
কিসে যে আসল স্বাদ কে জানে। তবে কবি সাহিত্যিকরা বিরহকে ওভাররেটেড করে ফেলেছে মনে হয়। 😀
হঠাৎ অদ্ভুত একটা প্রশন আসল মাথায়। প্রেমে পড়ে ছেলেরা যেমন কবিতা লেখে, মেয়েরা কি তেমন লেখে না?
নিশ্চয়ই লেখে! লিখবেনা কেন। কবিতা কি পুরুষের একার?
মুঝে তুম নজরসে গিরা তো রাহে হো
মুঝে তুম কাভিভী ভুলা না সাকোগে
মানুষ এমনতয়, একবার পাইবার পর
নিতান্তই মাটির মনে হয় তার সোনার মোহর.........
:boss: :boss: :boss:
😛 :)) :grr:
মানুষ এমনতয়, একবার পাইবার পর
নিতান্তই মাটির মনে হয় তার সোনার মোহর.........