বিস্মৃতি।

শিখবো সাঁতার
নদীর জলে যেই দিয়েছি ঝাপ
ভয় ছিল মা’র
ডুবে যাবি থামরে বাপু থাম।

নামবো বলে
গাছের থেকে যেই দিয়েছি লাফ
মরবি ছোরা
ঝোপের মাঝে কাল কেউটে সাপ।

পড়বো বলে
গুরু মশায় যেই দিয়েছে পাঠ
পালিয়ে গেছি
ডাক দিয়েছে পুকুর বাগান মাঠ।

গল্প কথা
তের নদী সাত সাগরের পাড়
দারুন ভয়
রাক্ষুসী আর ভুত পেত্নীর ঝাড়।

কেচ্ছা কত
ভুত পেত্নীর ভয়ে জীবন সারা
কল্প গাঁথা
দেও দানবের নয়নে নিদ হারা।

কষ্ট জরায়
দিন কেটেছে ভুবন বেলার চরে
ভয় ভাবনা
ডুববে তরী তিমির রাতে ঝরে।

ঢেউয়ের মাথায়
ঝাপ দিয়েছি অথৈ নদীর জলে
সাঁতার দিয়ে
পাড় হয়েছি জোয়ার ভাটা ঠেলে।

কাব্য কথা
সেই যে জীবন গল্প গানের খাতা
হৃদয় মাঝে
মেলে ধরে হাজার স্মৃতির পাতা।

৩ টি মন্তব্য : “বিস্মৃতি।”

  1. মোস্তফা (১৯৮০-১৯৮৬)
    শিখবো/২ সাঁতার/২=৪
    নদীর/২ জলে/২ যেই/১ দিয়েছি/৩ ঝাপ/১=৪+৪+১
    ভয়/১ ছিল/২ মা’র/১=৪
    ডুবে/২ যাবি/২ থামরে/২ বাপু/২ থাম।/১=৪+৪+১

    ছন্দ পার্ফেক্ট। কিন্তু অন্তঃমিল?
    সাতার-মা'র, ঠিক আছে। ঝাপ-থাম, নেই।
    এমন যদি লিখি,
    ডুবে/২ যাবি/২ থামরে/২ আমার/২ বাপ/১=৪+৪+১
    ছন্দও ঠিক থাকলো, অন্তঃমিলও হলো। 🙂


    দেখেছি সবুজ পাতা অঘ্রানের অন্ধকারে হতেছে হলুদ

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।