মেঘবালিকা

1385122_703862129666003_496582177_n

আমি তাকে আকাশ দিতে চেয়েছিলাম,
সে চাইলো শুধু এক টুকরো মেঘ।
তারপর মেঘেরই আড়ালে লুকিয়ে পড়লো,
চোখেরই সামনে মেঘে মেঘে ভেসে গেলো।
এর পরে আর তার দেখা পাইনি….

মেঘে মেঘে অনেক বেলা হয়ে গেলো,
সাঁঝের মায়াও ধীরে নেমে এলো,
পাখীরা যখন নীড়ে ফিরে আসে ধীরে ধীরে,
তখনো আমি খুঁজে ফিরি মেঘবালিকাকে,
রাতের আঁধারে কি করে দেখি তারে বলো….

ঢাকা
১৪ মার্চ ২০১৪
সর্বস্বত্ব সংরক্ষিত।

১,৩২৯ বার দেখা হয়েছে

৯ টি মন্তব্য : “মেঘবালিকা”

  1. তানজিনা (১৯৯৮-২০০৪)

    ভাইয়া, পড়লাম। ভীষণ দুঃসাহসী একটা ভাবনা মাথায় এলো... (বড় ভাইদের প্রশ্রয় পেলে যা হয় আর কি :p) বলেই ফেলি তাহলেঃ আপনার 'মেঘবালিকা' আমার 'মেঘবালিকা'-য় ভর করে জবাব দিয়েছে - একটু হলেও সেরকম মনে হচ্ছে আমার কাছে! :shy:


    For most of history, Anonymous was a woman. [Woolf, Virginia]

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।