আমি তাকে আকাশ দিতে চেয়েছিলাম,
সে চাইলো শুধু এক টুকরো মেঘ।
তারপর মেঘেরই আড়ালে লুকিয়ে পড়লো,
চোখেরই সামনে মেঘে মেঘে ভেসে গেলো।
এর পরে আর তার দেখা পাইনি….
মেঘে মেঘে অনেক বেলা হয়ে গেলো,
সাঁঝের মায়াও ধীরে নেমে এলো,
পাখীরা যখন নীড়ে ফিরে আসে ধীরে ধীরে,
তখনো আমি খুঁজে ফিরি মেঘবালিকাকে,
রাতের আঁধারে কি করে দেখি তারে বলো….
ঢাকা
১৪ মার্চ ২০১৪
সর্বস্বত্ব সংরক্ষিত।
মেঘবালিকা :dreamy:
চ্যারিটি বিগিনস এট হোম
থ্যাঙ্কস, আহমদ।
আহা ! এক টুকরো মেঘ !
ইচ্ছের বাগানগুলো আর
রাতের আকাশে পূর্ণ চাঁদ
তাতে ঢাকা অর্ধেক !
চমৎকার হয়েছে লুৎফুর!
সিসিবি'র পাতায় তোমাকে গত বেশ কয়েকদিন দেখতে না পেয়ে আমার চিন্তাই শুরু হয়ে গিয়েছিলো। গতকালই ভাবছিলাম, কাকে জিজ্ঞেস করা যায় এ ব্যাপারে!
অনেক ধন্যবাদ ভাই ।
খুব ব্যস্ততা আর নানান ঝামেলায় আসা হচ্ছিলো না ।
খুব মিস করছিলাম সিসিবিকে ।
আপনার মন্তব্যে নিদারুন আবেগাপ্লুত হলাম ।
:boss: :boss:
ভাইয়া, পড়লাম। ভীষণ দুঃসাহসী একটা ভাবনা মাথায় এলো... (বড় ভাইদের প্রশ্রয় পেলে যা হয় আর কি :p) বলেই ফেলি তাহলেঃ আপনার 'মেঘবালিকা' আমার 'মেঘবালিকা'-য় ভর করে জবাব দিয়েছে - একটু হলেও সেরকম মনে হচ্ছে আমার কাছে! :shy:
For most of history, Anonymous was a woman. [Woolf, Virginia]
প্রথমতঃ, সরি। তোমার এ মন্তব্যটা কি করে যেন আমার দৃষ্টি এড়িয়ে গিয়েছিলো। বিলম্বিত উত্তরের জন্য দুঃখিত।
দুটো মেঘবালিকার কথাই আবার পড়লাম। তোমার মন্তব্যের সাথে একমত। আমারও তাই মনে হলো। কোথাও একটা কমন লিঙ্কেজ আছে বলে মনে হলো।
কবিতা পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।
🙂 🙂 :shy:
For most of history, Anonymous was a woman. [Woolf, Virginia]
:thumbup: