~ নও যদি তুমি হৃদযন্ত্রের শল্যবিদ ~

মোহন হাসির মন্ত্র
চোখের তারায়,
নিপূণ বক্র ওষ্ঠ
আতস পোড়ায় ।

বুকের সকল মাদল,
আবেগ কথার
আগুন, শিরায় শিরায়
মরন ডাকার ।

রহস্যের মন্ত্রণায়
সাগর জল নীলে
বলো, যন্ত্রণার দ্যোতনায়
আঁচড় কেনো দিলে !

বুকের ব্যাকুল কথাটার
খাঁচায় মরন,
হৃদয় গভীর ক্ষতটার
তীব্র ক্ষরণ,

চেয়েছো বলে কী ওড়ালে
মোহিনী আঁচল !
জীবনের সকল লগন
করলে অচল !

হৃদযন্ত্রের শল্যবিদ
নাইবা যদি হলে !
এমনতরো গোলযোগের
কারন কেনো দিলে !

০৭ জুলাই ২০১৫

১,২২৪ বার দেখা হয়েছে

৬ টি মন্তব্য : “~ নও যদি তুমি হৃদযন্ত্রের শল্যবিদ ~”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।