মোহন হাসির মন্ত্র
চোখের তারায়,
নিপূণ বক্র ওষ্ঠ
আতস পোড়ায় ।
বুকের সকল মাদল,
আবেগ কথার
আগুন, শিরায় শিরায়
মরন ডাকার ।
রহস্যের মন্ত্রণায়
সাগর জল নীলে
বলো, যন্ত্রণার দ্যোতনায়
আঁচড় কেনো দিলে !
বুকের ব্যাকুল কথাটার
খাঁচায় মরন,
হৃদয় গভীর ক্ষতটার
তীব্র ক্ষরণ,
চেয়েছো বলে কী ওড়ালে
মোহিনী আঁচল !
জীবনের সকল লগন
করলে অচল !
হৃদযন্ত্রের শল্যবিদ
নাইবা যদি হলে !
এমনতরো গোলযোগের
কারন কেনো দিলে !
০৭ জুলাই ২০১৫
গুরুতর অভিযোগনামা দেখি! 🙂
😀 😀 \
একেবারে মামলা ঠুকে দেবার মতোন ...
"হৃদযন্ত্রের শল্যবিদ
নাইবা যদি হলে !
এমনতরো গোলযোগের
কারন কেনো দিলে" - বাহ! অতি চমৎকার! অতিশয় মুগ্ধ হলাম!
🙂
অনেক অনেক ধন্যবাদ খায়রুল ভাই ।
একজনের কাছে অনুযোগ করতে গিয়ে যে হাজার লোকের মন উচাটন করে দিলে
তার কী হবে?
যে কথা কখনও বাজেনা হৃদয়ে গান হয়ে কোন, সে কথা ব্যর্থ , ম্লান
তবেতো সর্বনাশ ! 😛
সাইদুল ভাই ।