তোমার উপমা

তোমার উপমা খুঁজে মেলা ভার
তোমার উপমা কই?
উপমা তোমার ছেঁড়া-জর্জর
উইপোকা কাটা বই।

জীবনের উম এড়িয়ে যখন
গ্রন্থিবিহীন হই-
বিচ্যুত সেই বোধের পুকুরে
তুমি-আমি মিশে রই।

তুমি রেখে গেছ মিশকালো তৃষা
অতৃপ্তি অবসাদ-
নিয়তিবিদ্ধ নিত্য চুমুকে
বিবমিষা বিস্বাদ।

তবু জানি আমি একাগ্র ধ্যানে
হৃদয়ের যত ক্ষত;
ফুটবে কখনো নিকষ আঁধারে
তারাপুঞ্জের মতো।

১,৫৭৫ বার দেখা হয়েছে

১৫ টি মন্তব্য : “তোমার উপমা”

    • মোস্তফা (১৯৮০-১৯৮৬)

      অনেক দেরীতে জবাব দেবার জন্য দুঃখিত, বোন। বোধকরি, সুমনের "তোমার তুলনা আমি খুঁজি নি কখনো", এই গানটির উল্লেখ করতে চেয়েছ। সেটি মনে পড়াই স্বাভাবিক। তবে সেই গানটির সাথে এই পদ্যটির একটি পার্থক্য আছে। সহজ বোধনে সুমনের গানটি প্রিয়ার উদ্দেশ্যে করা। এই পদ্যটি তা নয়। এটি নিজের সাথে নিজেই কথা বলা। যেন জীবনানন্দের ওই চরণ, "সারাটি রাত্রি তারাটির সাথে তারাটিরই কথা হয়,—"!


      দেখেছি সবুজ পাতা অঘ্রানের অন্ধকারে হতেছে হলুদ

      জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।