তোমার উপমা খুঁজে মেলা ভার
তোমার উপমা কই?
উপমা তোমার ছেঁড়া-জর্জর
উইপোকা কাটা বই।
জীবনের উম এড়িয়ে যখন
গ্রন্থিবিহীন হই-
বিচ্যুত সেই বোধের পুকুরে
তুমি-আমি মিশে রই।
তুমি রেখে গেছ মিশকালো তৃষা
অতৃপ্তি অবসাদ-
নিয়তিবিদ্ধ নিত্য চুমুকে
বিবমিষা বিস্বাদ।
তবু জানি আমি একাগ্র ধ্যানে
হৃদয়ের যত ক্ষত;
ফুটবে কখনো নিকষ আঁধারে
তারাপুঞ্জের মতো।
:clap: :clap: :clap:
পুরাদস্তুর বাঙ্গাল
মানুষের ক্ষত দেখে যারা তালিয়া বাজায়, তাদের কী শাস্তি হওয়া উচিৎ? 😉
দেখেছি সবুজ পাতা অঘ্রানের অন্ধকারে হতেছে হলুদ
:clap: :clap: :clap: :clap:
সুমনের গানের কথা মনে পড়ে গেল, ভাইয়া!
অনেক দেরীতে জবাব দেবার জন্য দুঃখিত, বোন। বোধকরি, সুমনের "তোমার তুলনা আমি খুঁজি নি কখনো", এই গানটির উল্লেখ করতে চেয়েছ। সেটি মনে পড়াই স্বাভাবিক। তবে সেই গানটির সাথে এই পদ্যটির একটি পার্থক্য আছে। সহজ বোধনে সুমনের গানটি প্রিয়ার উদ্দেশ্যে করা। এই পদ্যটি তা নয়। এটি নিজের সাথে নিজেই কথা বলা। যেন জীবনানন্দের ওই চরণ, "সারাটি রাত্রি তারাটির সাথে তারাটিরই কথা হয়,—"!
দেখেছি সবুজ পাতা অঘ্রানের অন্ধকারে হতেছে হলুদ
লিংক দিতে পারছিনা, ভাইয়া! (সম্পাদিত)
তারাপুঞ্জের মত -- আঃ
হ্যা, শহীদ কাদরী এই উপমাটিকে স্মরণীয় করে গেছেন,
দেখেছি সবুজ পাতা অঘ্রানের অন্ধকারে হতেছে হলুদ
আ হা, শহীদ কাদরী!
আদ্যপান্ত ভালো কবিতা। যেমন পড়তে তেমন ভাবতে
যে কথা কখনও বাজেনা হৃদয়ে গান হয়ে কোন, সে কথা ব্যর্থ , ম্লান
ধন্যবাদ, স্যার!
দেখেছি সবুজ পাতা অঘ্রানের অন্ধকারে হতেছে হলুদ
অতৃপ্তি অবসাদ যতোই রেখে যাক
কবিতার কথামালা তারাপুঞ্জের মতোন
জ্বলজ্বল ... কথার আলোক রাগ ...
হ্যাঁ, কারুবাসনা আমাদের এমনই নষ্ট করে। সমস্ত কারুতান্ত্রিকই সংসার ও জীবনের প্রতি একনিষ্ঠ না হওয়ার এমন মৃত্যুবীজ রক্তে বহন করেন।
দেখেছি সবুজ পাতা অঘ্রানের অন্ধকারে হতেছে হলুদ
একেবারে যথার্থ ...
জীবনের প্রতি একনিষ্ঠ না হওয়ার অমোঘ মৃত্যুবীজ রক্তে বহন করে ...
চমৎকার কবিতা! যেমন গভীর ভাব ও সাবলীল ভাষা, তেমন সুন্দর ছন্দ। এমন কবিতা পড়াটা খুবই একটা আনন্দের ব্যাপার।
ধন্যবাদ, স্যার!
দেখেছি সবুজ পাতা অঘ্রানের অন্ধকারে হতেছে হলুদ