
মনে পড়ে ছাড়পত্র অ্যালবামের কথা – এল আরবি আর মাইলসের কীবোর্ডওয়ালা আমি নেই-তুমি নেই গানের ভীড়ে এই অ্যালবাম মাথায় একেবারে ঢুকে গিয়েছিল। শুনলাম একে বলে আন্ডারগ্রাউন্ড মিউজিক। ভাল, আরও শুনলাম – আরসিসিতে কনসার্টে যেতে থাকলাম, ইয়ো গ্রুপ হল আর আমিও তারছেড়া হয়ে গেলাম। যেখানে পড়তাম সেখানে ক্লাসে ক্লাসে গিটারিস্ট ভোকাল আর ড্রামার থাকত, ১২টা ব্যান্ডের যেকোন আন্ডারগ্রাউন্ড কনসার্টে গেলে দেখতাম সব ব্যান্ডেই কেউ না কেউ আমার ক্লাসমেট।
বিস্তারিত»



