আকাশের বিশালতা কে বক্ষে ধারন করার এক ব্যাপক অভিপ্রায়ে মনের মাধুরী মিশিয়ে নিজ হাতে বানিয়েছি আমি চৌত্রিশটা ছোট বড় ঘুড়ি। এর মধ্যে সকালের মিষ্টি রোদের মত কিছু আছে। অন্য কিছু সুনীল সাগরের মত; গোটা কতক রক্তলাল, কয়েকটার আছে সবুজ পাড়। কেউ সোনালী, কেউ কেউ রুপালী – আর বাকি গুলো স্রেফ সাদা কালো।
একদিন হয়তো উড়ানোর অনুমতি মিলবে – এই প্রতীক্ষায় আমি বানিয়েছি এইসব ঘুড়ি। সেদিনকার অলস সময়কে তাক লাগিয়ে আচমকা টান লাগবে লাটাইয়ে। আমার নিরামিষ জীবনে ক্ষনিকের রোমাঞ্চের উচ্ছ্বাস! হুম্মম; অধীর প্রতীক্ষার পর যেভাবে লব্ধ হয় কষ্টার্জিত সফলতা।
এখানে লোড শেডিং চলছে। চারিদিকে আঁধার, তাই আমি চোখ বুজে বসে আছি অনেকক্ষন, বসেই থাকি প্রতিক্ষন! চোখ বুজা থাকলেই আমি আজকাল বেশ যেন দেখতে পাই। ভাগ্যিস সেখানে লোডশেডিং এর বিড়ম্বনা নেই… বাক্সবন্দী ঘুড়ি গুলো একে একে বেরিয়ে আসছিল যেন ঢাকনা গলে গলে। দমকা হাওয়ায় পই পই করে উঠে যাচ্ছিলো তারা উর্ধ্ব আকাশের পানে…
![ঘুড়িদের ওড়াওড়ি](http://www.cadetcollegeblog.com/wp-content/uploads/2011/07/images.jpg)
উৎসঃ ইন্টারনেট
আচমকা – মুঠো ফোনের চিৎকারে সম্বিত ফিরে পাই; শুনি ব্যাঙের ডাক, মেঘের আর্তনাদ।
চমকে চোখ মেলে দেখি টেবিলে নিভু নিভু হারিকেন। তেল ফুরিরে এসেছে হয়তো। সলতেটাও বদলাতে হবে। সময় পাই না আজকাল – অথচ কিছুই কিন্তু করিনা। বসেই থাকি। বসেই আছি।
ঘাড় ঘুড়িয়ে আবছা আলোয় দেখি ছাইমাখা দেয়ালের একপাশে পড়ে আছে আমার ঘুড়ি বাক্স।
মরচে ধরা তালায় বাক্সবন্দী আমার জমানো স্বপ্ন গুলো !
ওরা বরং ওখানেই ঘুমাক।
😐
প্রথম। B-)
হা ভাই ঘুমাক। জাগ্রত স্বপ্ন মানুষের ঘুম কেড়ে নেয়।
ধন্যবাস আসিফ।
ঘুমেই শান্তি - ঘুমেই মুক্তি।
🙂
শুভেচ্ছা নাও।
সৈয়দ সাফী
এসেই মুগ্ধ!
এটাকে কবিতা ট্যাগ করলেনা কেন? অথচ এসকল শব্দবন্ধগুলো কি অনায়াসে হয়ে উঠেছে কবিতা, সারা গা থেকে ঝংকৃত হচ্ছে ছন্দ সুর আর রঙ।
অফ টপিক: তোমার সংক্ষেপিত লেখাটি পড়েছিলাম সেদিনই। কিন্তু বাড়িতে ইন্টারনেট না থাকার কারণে বলা হয়নি। খুব ভালো হয়েছে ওটাও।
দাদা,
আপনার এই মন্তব্যগুলি আমার অনেক গর্বের।
আপনার প্রশ্রয়ে ধন্য হয়ে ওঠে প্রয়াসটুকু।
:guitar:
আর কবিতা ট্যাগে দিইনি - কেননা আবিষ্কৃত ছন্দ আপনার চোখের দেখায়।
তাই আপনাকে ::salute::
বিনীত ধন্যবাদ জানালাম।
সৈয়দ সাফী
হুম ... ঘুড়ি... ;))
হুম্ম ...ঘুড্ডি...
🙂
সৈয়দ সাফী
সুন্দর...
ধন্যবাদ শাওন।
শুভেচ্ছা নিও।
সৈয়দ সাফী
হ, বুইড়া হই গেলাম, কিছুই করা হইলো না, সপন দেখা ছাড়া 🙁
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ফয়েজ ভাই,
এক্কারে অন টার্গেট। ::salute::
স্বপ্ন দেইখ্যাই আমাগো জীবন শ্যাষ...
বড়ই আফসুস !
🙁
সৈয়দ সাফী
স্বপ্নঘুড়ি............ উড়োউড়ি
স্বপ্ন ভেঙেই........ হুড়োহুড়ি
স্বপ্নদের তাই ঘুম পাড়িয়েই রাখো। নইলে যে শুধুই যন্ত্রণা..........
আমিও বলেছি, ঘুমাও..... ঘুমাও..... ঘুমাও। তাহলে আর যন্ত্রণা হবে না।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
লাবলু ভাই,
"স্বপ্নঘুড়ি………… উড়োউড়ি
স্বপ্ন ভেঙেই…….. হুড়োহুড়ি"
::salute::
স্বপ্নরা মরে না।
ওরা ক্লান্ত হলে
ঘুমিয়ে পড়ে।
ঠিকানা অজানা হলে
পথিক দঁড়িয়ে যায়।
অনন্ত প্রতীক্ষায়...
তারপর একসময়-
পথটাই চলতে শুরু করে।
:hatsoff:
সৈয়দ সাফী
কবিতা, ব্লগর ব্লগর- যেটাই বলেন; ছুঁয়ে গেল। আপনাকে আরেকটি নিয়মিত পেলে দারুণ হতো। 🙁
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
স্বপ্নের বিষাদটুকু তোমায় ছুঁয়েছে জেনে ভাল লাগলো প্রিয়।
মিনতি করি -একদিন ঘুড়ি ঠিক ঠিক ছুঁয়ে যাবে ঐ আকাশকে...
অনেক শুভেচ্ছা নিও।
সৈয়দ সাফী