পেটপূজা!!! আপডেটেডঃ অগাস্ট এগারো, সচিত্র প্রতিবেদন


ছবি বড় করে দেখতে ছবির উপর টিপি দিন। ছবিতে লাল চিহ্নটি আড়ং কে নির্দেশ করছে, তার পাশের বিল্ডিংটিতেই আছে ফুড ভিশন। তো তৈরী হয়ে যান, কে কোন দিকে থেকে আসবেন… 🙂
তারিখঃ ১২ তারিখ, রোজ শুক্রবার।

ভেন্যুঃ ‘ফুড ভিশন’
২০৪/বি, তেজগাঁও-গুলশান লিংক রোডে ‘আড়ং’-এর ঠিক পাশের ভবনের চারতলা (ডাচ বাংলা ব্যাংকের একটা এটিএম বুথ আছে এ ভবনে, দোতলায় আছে পোষাকের দোকান ‘ক্যাজুয়াল মার্ট’)

চাঁদাঃ ৩০০ টাকা, প্রতিজন।

আমাদের সকলের প্রিয় শান্তা আপার শুভাগমন ঘটেছে বাংলাদেশের বুকে। উনার সম্মানে প্রবাসী সিসিবিয়ানদের মুখে ছাই দিয়ে আরও একটি জিটুজির তোড়জোড় শুরু হতে যাচ্ছে…বাংলাদেশবাসী সিসিবিয়ান্স, সিনিয়র জুনিয়র নির্বিশেষে ফল ইন করুন। (যেইসব বদ পুলাপান ফলইনে বাঁকা হয়ে দাঁড়াইছে, যেমন কাম্রুল ভাই, উনাদের নাম লাবলু ভাইয়ের কাছে লাগানো হবে 😀 )

তাহলে জনগণ, ঝাঁপিয়ে পড়ুন। দুষ্কৃতিকারীদের ষড়যন্ত্র ঘুচিয়ে দিন। কর্মজীবি মানুষেরা, যারা শুক্র শনিতেও ছুটি পাননা, তারা ছুটির এপ্লাই শুরু করুন। এইবার কারও কথা শুনা হবে না। আমি ডিরেক্টরী দেখে দেখে মার্ক করবো কে আসছে কে আসেনাই।

নিচে নাম লিখাবেন। বাংলাদেশের যে যে বলবে যে সে আসতে পারবে না, তার সিম্পলী খবরাছে।

নামের লিস্টিঃ

১। লাবলু ভাই
২। শান্তাপা+গং
৩। ফয়েজ ভাই
৪। ফরিদ ভাই
৫। মাহমুদ ভাই (৯৮-০৪)
৬। জিহাদ ভাই
৭। হাসান ভাই (৯৬-০২)
৮। জিতু আপা+মারজু
৯। আহসান আকাশ ভাই
১০। মেহেদী ভাই
১১। রায়েদ
১২। রবিন ভাই
১৩। তানভীর ভাই
১৪। কামরুল ভাই
১৫। রায়হান
১৬। সামিয়া
১৭। রাশেদ (৯৯-০৫)
১৮। শার্লী দ্য এডভোকেট
১৯। আন্দা ভাই
২০। টিটোভাই
২১। আহসান ভাই
২২। মিশকাত আপু
২৩। শাওন ভাই
২৪। আসিফ ভাই (৯৪-০০)
২৫। রাফি
২৬। জুনাদা

১১,৬২৯ বার দেখা হয়েছে

১৩২ টি মন্তব্য : “পেটপূজা!!! আপডেটেডঃ অগাস্ট এগারো, সচিত্র প্রতিবেদন”

  1. রকিব (০১-০৭)

    ডিমের হালুয়া =((
    যাউজ্ঞা। আমি একটা ভেন্যু সাজেস্ট করলামঃ আমার বাসা। কে কে আসবেন হাত তুলেন পিলিজ। :-B


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  2. কামরুলতপু (৯৬-০২)

    আজিজ ভাইর লেখা সিসিবি আটকে দেয় আর এই রকম ফাউল লেখা কিভাবে পাবলিশ হয় আমি তো খুঁজেই পাচ্ছি না। সিসিবিতে মনে হয় দুর্নীতি শুরু হইছে। নাকি বোমাবাজির ভয়ে... ।
    এরকম লেখা পাবলিশের বিপক্ষে তীব্র মতামত জানায় গেলাম। আমি কিন্তু বুলেটপ্রুফ জ্যাকেট পড়ছি যারা আমার মতামতে সহমত জানাবে তাদের জীবনের দায়িত্ব আমার নহে।

    জবাব দিন
  3. রাব্বী (৯২-৯৮)

    রোজা সংযমের মাস। সেই মাসে এসব ঠিক না। একেবারেই ঠিক না। এইটা সংবিধানের পরিপন্থী। প্রজাতন্ত্রের অর্থ এইভাবে অপচয় ঠিক ন্যয়সংগত না। x-( x-(

    অফটপিকঃ এই মেয়ে, আমি যখন আসছিলাম তখন ডিমের হালুয়া কোথায় ছিল? :grr: :grr:


    আমার বন্ধুয়া বিহনে

    জবাব দিন
  4. মাসরুফ (১৯৯৭-২০০৩)

    সুপ্রিয় জনগণ,আপনারা অবৈধভাবে জমায়েত হয়ে জিটুজি করবেন না, নিজ নিজ গৃহে চলে যান।আপনারা শান্তি ভংগ করছেন-যদি এখনই নিবৃত না হন তাহলে বল প্রয়োগ করতে বাধ্য হব।সরে যান বলছি,সরে যান, সরে যান, সরে যান-ঢিচুম!!!! ( রায়ট ড্রিলে বল প্রয়োগের আগে জনগণকে উদ্দেশ্য কইরা এইরাম বক্তৃতা দেওয়া লাগে,এইটারে ইট্টূ সাইজ কইরা এইখানে বসায়া দিলাম)

    সারমর্মঃকুনো জিটুজি ফিটুজি দরকার নাই-শান্তাপি মাত্র কয়দিনের জন্য আসছে উনারে নিয়া এইসব টানা-হ্যাঁচড়া ঠিক না x-(

    জবাব দিন
  5. সাব্বির (৯৫-০১)

    ইফতারের মত পবিত্র বিষয় নিয়া পার্টি করা নাযায়েজ।
    আমি এর তীব্র প্রতিবাদ জানাই।
    আর এই ধরনের উস্কানিমূলক, সাম্প্রদায়িক পোষ্ট থেকে জাতি মুক্তি চায় x-(

    জবাব দিন
  6. আহসান আকাশ (৯৬-০২)

    অনেকদিন পরে একটা খানাপিনার খবর পাওয়া গেল 😀

    কিন্তু তারিখ নিয়ে কনফিউশন দূর করা দরকার।ছুটির প্লান করতে হবে। ৫/১২ হলে ভাল হয়, শুক্রবার বলে।(শনিবারে আবার ফেরত এসে রবিবারের অফিস ধরা যাবে) আর ১২ তারিখ হলে আরো ভাল হয়, ৫ তারিখ একটু আগে হয়ে যায়।

    আসুন দলে দলে ১২ তারিখের পক্ষে ভোট দেই 🙂


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  7. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    আমিও ১২ তারিখের পক্ষে। ঢাকা প্রবাসী ফয়েজ ৫ তারিখ চট্টগ্রাম যাবে এবং ১২ তারিখ ঢাকা থাকবে নিশ্চিত করেছে। দেখি আজকেই ক্যাডেট কলেজ ক্লাব বুক করতে পারি কিনা!! 😀


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  8. আমিন (১৯৯৬-২০০২)

    ইস !!!
    মিচ করলাম। আফসুস লাগতাসে।
    যাহোক গেট টুগেদার পার্টির জন্য সমবেদনা থুক্কু শুভকামনা। আর ফ্রি পরামর্শ "নিঃসন্দেহে ইফতার নিয়ে পার্টি করা হারাম" (একটু ফতোয়া দিলাম আর কি)।

    জবাব দিন
    • আমিন (১৯৯৬-২০০২)

      লেখাটি দেখলাম।
      এই ব্যাপারে আমার অনেক কথা থাকলেও আমি আপাতত কিছু বললাম না। অন্যব্লগের রেফারেন্সে টানাটানি আমার খুব পছন্দের বিষয় না। তুমি পোস্ট টা এখানে দিয়ে দাও তাহলে কথা বলা যায়। সামু ব্লগে অনেকদিন হইছে আমি ইরেগুলার। এই পোস্টে ঢুকে কমেন্ট করে ইচ্ছা করতেসে না।

      জবাব দিন
  9. রুম্মান (১৯৯৩-৯৯)

    যাইতে তো মঞ্চায় । বউ তো অসুস্থ । কি যে করি ~x( ~x( ~x(


    আমার কি সমস্ত কিছুই হলো ভুল
    ভুল কথা, ভুল সম্মোধন
    ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
    সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
    ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
    আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।

    জবাব দিন
  10. ওয়াহিদা নূর আফজা (৮৫-৯১)

    দেশে এসে ছাড়া ছাড়া ভাবে নেটের দেখা পাই। তাই প্রমট থাকা হয় না। ভাবছিলাম চুপিচুপি তুমি আমাকে ডিমের হালুয়া খাওয়াবে।এখন তো দেখি কেম্নে কি? রোজার মাসে সিসিবির ইফতার পা্র্টির আয়োজন এতোদিন দূর থেকে দেখে এসেছি। এইবার নিজে সেখানে উপস্থিত থাকতে পারবো বিশ্বাস হচ্ছে না। খুশিতে দগোমগো। দাড়াও তোমাকে ফোন দিচ্ছি।


    “Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
    ― Mahatma Gandhi

    জবাব দিন
  11. মো. তারিক মাহমুদ (২০০১-০৭)

    ইশ আর একটি দিন পরে যদি হত ! মিস করলাম ... একদম জিভের সামনে পেয়েও খেতে পারলাম না ! (জিহ্বা বের করে লোভাতুর দৃষ্টিতে চেয়ে থা্কার ইমো হবে :::)

    জবাব দিন
  12. আজিজুল (১৯৭২-১৯৭৮)

    ইস্ সেই সময় টায় আমি চাটগাঁয় থাকবো!! (থাকলেও বা, আমাকেতো আর কেও চেনে না, তাই হয়তো বলেও নাই!)
    যাহোক 'ঈদে'বা ঈদের পরে তোমাদের চাটগাঁ দাওয়াত দিচ্ছি । (I'm till 13th of Sept) If some of you want's "PURE ADDA" , "NAVAL ACADEMY BEACH" and "DELICIOUS FOOD".... Best Regards,Aziz


    Smile n live, help let others do!

    জবাব দিন
    • সানাউল্লাহ (৭৪ - ৮০)

      আজিজ ভাই,

      আপনার প্রথম আক্ষেপ: আপনাকে কেউ চেনে না। এটি ঠিক নয়। আমি ভালো করেই চিনি। আমরা একই কলেজে পড়েছি। আপনি আমার দুই বছরের সিনিয়র ছিলেন। আপনি কোনোদিন আমাকে পাঙ্গা দেননি! সত্যি বলছি। সম্ভবত দুজন এক হাউসে ছিলাম না বলেই!

      দ্বিতীয় আক্ষেপ: আপনাকে কেউ দাওয়াত দেয়নি। 😀 এটাও ঠিক। আসলে সিসিবির দাওয়াত পোস্ট দিয়েই হয়। ব্যক্তিগতভাবে হয় না। অনেক সময় আমরা জোর করেও দাওয়াত আদায় করি! সর্বশেষ জিতুর বাসায় তো................ 😛 তবে এটা ঠিক এসব ‘ষড়যন্ত্র’ করতে দুই-তিনজনকে একমত হয়ে উদ্যোগটা নিতে হয়............ কে জানে এরপরের ‘কোপ’টা আপনার ঘাড়েই পড়বে কিনা!!! :dreamy: :dreamy: :dreamy:


      "মানুষে বিশ্বাস হারানো পাপ"

      জবাব দিন
  13. সাল্লু (৯২/ম)

    জিটুজি একটা মিথ, আসলে কুন মজাই হয়না।
    ইফতার খাইতে মন্চায় ....
    অন সিরিয়াস নোট - প্রতিবার আপডেট করার পর ডেট/টাইম টাইটেলে অ্যাড করে দিলে পাবলিক সহজে ফলো করতে পারবো, যেমন "পেটপূজা!!! আপডেটেড - ৩/৮/২০১১ ১০:২৮ pm "

    জবাব দিন
  14. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    সু খ ব র

    পেটপূজার স্থান ও মেন্যু ঠিক হয়েছে।

    পেটপূজা কেন: দীর্ঘ আড্ডা এবং ফটোসেশন

    কোথায়: ‘ফুড ভিশন’
    তেজগাঁও-গুলশান লিংক রোডে ‘আড়ং’-এর ঠিক পাশের ভবনের চারতলা
    একই ভবনের দোতলায় আছে পোষাকের দোকান ‘ক্যাজুয়াল মার্ট’

    কখন: ১২ আগস্ট, ২০১১; শুক্রবার; বিকাল ৪টা থেকে রাত ১০টা

    খাবো কি: ইফতার + রাতের খাবার

    বিশেষ আকর্ষন: সামিয়ার ডিমের হালুয়া + জিতু স্পেশাল (সম্পাদিত) (সম্পাদিত) (সম্পাদিত)


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  15. শাওন (৯৫-০১)

    আমি ফলইনে দাড়াইলাম...তয় সিংগেল লাইনের ব্রেক করলে মাফ কইরা দিয়েন 😀


    ধন্যবাদান্তে,
    মোহাম্মদ আসাদুজ্জামান শাওন
    প্রাক্তন ক্যাডেট , সিলেট ক্যাডেট কলেজ, ১৯৯৫-২০০১

    ["যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায়ে সকলি"]

    জবাব দিন
  16. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    সামিয়া: রেস্টুরেন্টটার ঠিকানা '২৪০/বি' নয়; '২০৪/বি গুলশান লিংক রোড' হবে। পোলাপাইন উল্টাপাল্টা ঠিকানায় গিয়ে নিশানের শো'রুম বা ফু্‌-ওয়াং ক্লাবে ঢুকে পড়লে বিপদ আছে!! ;)) ;)) ;))


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  17. আসিফ খান (১৯৯৪-২০০০)

    টিটো ছাড়া কাউকেই ব্যক্তিগতভাবে চিনিনা। চট্টগ্রাম থাকি। তা যাই হোক, আমার নামটাও লেখাইতে চাই। কারণ, সব চাকরীতেই অভিজ্ঞতা চায়;কিন্তু চাকরী না দিলে অভিজ্ঞতা কেমনে হইব, এই সোজা হিসেবটা যে বেকুবের দল বোঝেনা,আমি নিজেরে তাদের দলে ফেলতে চাইনা ( আশা করি ওখানে গেলে নিশ্চয়ই কারো কারো সাথে পরিচয় হবে।)

    জবাব দিন
  18. সারোয়ার স্টিনসন (০১-০৭)

    বগুড়াতে আছি জানিনা শেষ পর্যন্ত পৌছতে পারব কিনা? তবে খুব ইচ্ছা করছে। আমি অলোএজ লেট পার্টিতে, লাস্ট আওয়ারে খাওন পাওন যাইবো তো?

    জরুরি অনুসন্ধানঃ জি২জিতে কোন এপয়েনমেন্ট হোল্ডার থাকবে না তো। লেটে আসলে ফ্রগ জাম্প। 😉


    সারোয়ার

    জবাব দিন
  19. শাওন (৯৫-০১)

    এপয়েনমেন্ট হোল্ডার না থাকলেও প্রিন্সিপাল স্যার আর এ্যডু স্যার থাকবে...মানে ফ্রন্টরলের সাথে দুই তিনটা এক্সট্রা ড্রিল ও জোগ হইতে পারে... 😀 এখন ভেবে দেখো...


    ধন্যবাদান্তে,
    মোহাম্মদ আসাদুজ্জামান শাওন
    প্রাক্তন ক্যাডেট , সিলেট ক্যাডেট কলেজ, ১৯৯৫-২০০১

    ["যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায়ে সকলি"]

    জবাব দিন
  20. সামীউর (৯৭-০৩)

    আমার এবং কামরুল ভাইয়ের একসঙ্গে অফিস থেকে বের হওয়াটা একটু কঠিন, কাল আবার বাংলাদেশের খেলা। ইফতারের পরে এসে যোগদান করার ইচ্ছা এবং প্রচেষ্টা থাকবে।

    জবাব দিন
    • শাওন (৯৫-০১)

      @সামীউর,
      শোন কামরুল ভাই মুরুব্বী মানুষ।উনারে আগে ছাইড়া দে।।তুই পরে আয়..... :D..কি কও কামরুল ভাই?


      ধন্যবাদান্তে,
      মোহাম্মদ আসাদুজ্জামান শাওন
      প্রাক্তন ক্যাডেট , সিলেট ক্যাডেট কলেজ, ১৯৯৫-২০০১

      ["যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায়ে সকলি"]

      জবাব দিন
  21. আমিন (১৯৯৬-২০০২)

    জিটুজির এই বিরাট প্রস্তুতি দেখে মনের দুঃখে লগ ইন ই করি নাই সিসিবিতে।

    যা হোক জিটুজি চলার সময় আমি ভার্চুয়ালি (ফোনের মাধ্যমে) একটু প্রেজেন্ট থাকতে চাই। কখন কারে কিভাবে কনটাক্ট করতে হবে জানাইলে খুশি হইতাম।

    জিটুজির সবার জন্য শুভকামনা।

    জবাব দিন
  22. রকিব (০১-০৭)

    উপ্রে দেখলাম উকিল ভাই (শার্লী ভাই) আসতেছেন। সামিয়া আপু, উনারে বলেন যে আমি একটা মামলা করতে চাচ্ছি ঝুনাদা, কামরুল ভাই আর কাইয়ুম ভাইয়ের বিরুদ্ধে। এই লুকগুলানরে হারিকেন দিয়ে খুঁজেও পাই না। ইনারা ফেরারী হলেন কেনু কেনু কেনু কেনু? 🙁 🙁


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।