এই জায়গাটায় প্রথম শুরু হয়েছিল ক্যাডেট কলেজ ব্লগ। উইকি ভিত্তিক সাইট। ব্লগিয়ের ঠিক স্বাদ পাওয়া যায় না। তবে যেহেতু আমরা তিন চার মানুষ ছিলাম তাই কোন ঝামেলা ছিলনা। নিজেরা পিঠ চাপড়া-চাপড়ি করে ভালোই কেটে যাচ্ছিল দিন। কিন্তু আমাদের এডজুটেন্ট সাহেব আমাদের জন্য ওয়ার্ডপ্রেসে নতুন একটা বাড়ির ব্যাবস্থা করে ফেললেন। করতেই পারেন। তিনি এডজুটেন্ট মানুষ। কত কিছু মাথায় রাখতে হয়।।
আমার মেইল একাউন্টে সেই ব্লগে যোগদান করার আমন্ত্রণ পড়ে থাকলো।
বিস্তারিত»