তখন ঢাবি-তে পড়ি, ফিজিক্সে।
আমাদের ডিপার্টমেন্টের দুই বড় ভাই- চয়ন ভাই আর মেহেদী ভাই। দুইজনেই বাদরামীতে একদম সেইরকম!
এর মধ্যে চয়ন ভাই-র মুখ আবার একটু বেশি আলগা।
একদিন শহীদুল্লাহ হলের পুকুর পাড়ে চয়ন ভাই একা একা উদাস মুখে বসা। মেহেদী ভাই পাশে বইসা কয়- কী রে, কী এত ভাবোস? বিয়া-র কথা নাকি?
চয়ন ভাই দীর্ঘশ্বাস ফেইলা কয়, আরে গরীবের আবার বিয়া! কোনমতে চার ঠ্যাং এক করা আর কি!!
৩৯ টি মন্তব্য : “একটি বিবাহ সংক্রান্ত পুরাতন কিন্তু কম-শ্লীল ঘটনা”
মন্তব্য করুন
নাউযুবিল্লাহ মিন জালেক! তারেক...এই সব বাজে কথা, তা-ও আবার সিনিয়র-জুনিয়রদের সামনে? এইটা নাকি কম শ্লীল ঘটনা! তোর উপরে ঠাডা পড়বরে! 😛
আমার অবশ্য ভালই লাগসে! 😀
ekta joke mone porlo pore komu. :boss:
ছি ছি ছি তারেক তুই এতো খারাপ !! 😉 😉 😉
অফ টপিকঃ
আচ্ছা চার ঠ্যাং কেমনে এক করে? 😉 😉
ইয়া মাবুদ 😮
সংসারে প্রবল বৈরাগ্য!
দোস্ত, সেই রকম। =)) =)) =)) =)) =)) =)) =)) =))
আমার লেখাটা অশ্লীল? x-( x-(
এই লেখাটা তাইলে কি হারামী? খুদবা?
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
🙁 এত খারাপ কথা প্রথম শুনলাম ছি ছি ছি :((
ব্লগে ম্যারিড আর ব্যাচেলর গ্রুপ আলাদা করার তীব্র দাবি করছি
এডু স্যার কই
😀
এত আবেগঘন একটি ঘটনাকে সবাই অশ্লীল বলে ছি ছি করছে কেন, বুঝলাম না... :dreamy:
কথা সেটা না...আমি মনে হয় গোনায় খারাপ...কারন আরেকটা পায়ের(!) হিসাব পাচ্ছি না... :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
জুনায়েদ, তুমি মিয়া একটা জিনিষ ... :khekz:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
জুনায়েদ, তুমি তো মিয়া লেখা টারে কম শ্লীল থাকতে দিলা না
বস আমি আবার কি করলাম???? O:-)
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
হোই বদ পুলাপাইন, সুন্দর গল্পডারে পায়ের হিসাব দিয়া আউলা কইরা দিতাছে।
বস্, তাইলে পায়ের হিসাব টা মিলায়া দেন, কবীররে একাডেমিক্সে হেল্প করেন :grr: :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
চাইপা যা বদ পুলা, কবীর পুলাডা আসলেই গোনায় খারাপ। ইন্টিগ্রেশান এর কন্সট্যান্ট এর মত আরেকটা পা লিমিট দিয়া ইন্টিগ্রেশান করলে থাকে না। ওইটা আত্তিকরনের মত হারায়া যায়। এইডাও বুজস না?
ইয়ে মানে,চার পা কি একই দিকে? 😕
'ওইডা' হারায়া যায়...হায় হায় :((
তাইলে এত কিছু কইরা লাভ কি হইল???? :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
:grr: :grr: :boss: :boss:
সংসারে প্রবল বৈরাগ্য!
=)) =)) =)) =)) =))
মরতুজা ভাই, আপনে একটা জিনিস মামু।
এডু ভাই, কবীর পুলাডারে কানসা ধইরা একটা ঠাডাইয়া থাবড় দ্যান। ও বুইজাও না বোজার ভান করতাছে।
এইল্লাইগাইতো কইছে, গরীবের আবার বিয়া! 😉
সংসারে প্রবল বৈরাগ্য!
মরতুজা ভাই, মাইন্ড খাইলাম... 🙁
আপ্নে মিয়া আমারে ভাল পান না... :((
কেন থাবড়া মারার কথা না কইয়া কইতে পারতেন,' ওরে বিয়া দিয়া দাও'...
সব কিছু হাতে, পায়ে ,...তে ক্লিয়ার হইয়া যাইত...
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
মাইন্ড খাইওনা ভাইডি, খারাও তোমগো লাইগা আমি ব্লগ এ একখান পেরেস্তাব রাখতাছি,
ইদানিং ব্লগে পরচুর পোলাপাইন দেখা যাইতাছে যাহারা বিবাহ করিতে ইচ্ছুক(মাইনে চাইর পা এক করা আর কি ;)। খবরদার, আবার জিগাইও না পায়ের হিসাব মিলতাছে না)। আমি এডু সাহেব ও সম্মানিত ব্লগারদের কাছে আকুল আবেদন জানাইতাছি এই সকল পুলাপাইন (মাইয়াপাইন এর কথা জানিনা 😀 ) দের সুবিধার্থে ব্লগ এ একখান "ঘটক পাখি ভাই" সেকশান খোলা হঊক। যেখানে ইচ্ছুক ব্যাক্তিগন উহাদের বিয়ার বায়োডাটা আপলোড কইরা রাখতে পারব।
সংবিধিবদ্ধ সতর্কিকরণঃ কোন পার্বতী নিজ দায়িত্তে এই সেকশান ব্রাউজ করিবেন। পরে ধরা খাইলে আইডিয়ার জইন্যে আমি দায়ি না।
"ইন্টিগ্রেশান এর কন্সট্যান্ট এর মত আরেকটা পা লিমিট দিয়া ইন্টিগ্রেশান করলে থাকে না। ওইটা আত্তিকরনের মত হারায়া যায়। এইডাও বুজস না?"
:)) =))
জব্বর..... 😀 :)) =)) :(( :(( ।
Life is Mad.
সকাল সকাল ওযুডা নষ্ট হইয়া গেলো। 😉 😉
“ইন্টিগ্রেশান এর কন্সট্যান্ট এর মত আরেকটা পা লিমিট দিয়া ইন্টিগ্রেশান করলে থাকে না। ওইটা আত্তিকরনের মত হারায়া যায়। এইডাও বুজস না?”
:)) =)) :)) =))
মরতুজা ভাই...ইয়ে মানে, বিবাহে ইচ্ছুক ছাড়াও কিছু অবিবাহিত পোলাপাইন আছে যারা "একসাথে থাকা" - এই কর্মে আগ্রহী। তাগো লাইগ্যা কিছু করন যায়না? 😕
কেমস...যা আবার ওযু কইরা আয়। 😛
কমেন্টগুলা একের উপরে আরেকটা...। মানে কি আর বলবো...আজকে বুঝছি কেমনে হাসতে হাসতে চেয়ার নিয়া উল্টাইয়া পরে...। :)) :)) :)) =)) =)) =))
সহমত 🙂
নাহ, দুনিয়া থেইকা দ্বীনি শিক্ষা উইঠা গেছে!
😛
www.tareqnurulhasan.com
জব্বর সব কমেনটস্ =))
আমি মরতুজা ভাইর সাথে একমত। জলদি জলদি "ঘটক পাখি ভাই" সেকশান খোলা হোক। আর জদি লাইগা যায়- মানে তো বুঝতেই পারছেন, তাহলে এডু দাওয়াত পাইবেন। জম্পেশ খাওয়া হবে।
কামরুল ভাইরে পাখি হওনের দায়িত্ব দেওয়া হোক-ডায়রেক্টর মানুষ,ম্যালা লোকের লগে পরিচয় আছে কিনা 😀
ক্রিয়েটিভ মানুষদের এই দায়িত্ব দেয়া রিস্কি... 🙁
পরে দেখা যাবে কইতেছে, 'শিল্পগুণ(!) যাচাই(?) করে অমুক মাইয়াডা তোমার জন্য ঠিক করলাম...!!' :bash:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
তা যা কইছেন মামা।তয় কাকের মাংস কাকে খায় না-এক শিল্পগুন বিচারকারীর বিচারাধীন সাবজেক্ট আরেকজন যাচাই করবে না এই ভরসাতেই কামরুল ভাইরে ওই দায়িত্ব দেওন যাইতে পারে 😀
তারেক ভাই কি ইদানিং কম্পিউটার রুমের চারদিকে পর্দা লাগায়া ব্লগান নাকি? যেই হারে ব্যাচেলর ব্লগিং শুরু করসেন সন্দ হইতেসে :-B
সাতেও নাই, পাঁচেও নাই
সারা রাইত না ঘুমাইয়া ব্লগে বইলাম...মেজাজ খিচ্রাইয়া ছিল। কিন্তু অহন মনে হইতাসে সার্থক হইল এইখানে আসা....
:)) =)) :khekz: :pira: :goragori: :frontroll: :pira: :khekz: =)) :awesome: :khekz:
:-/
:-/