এই জায়গাটায় প্রথম শুরু হয়েছিল ক্যাডেট কলেজ ব্লগ। উইকি ভিত্তিক সাইট। ব্লগিয়ের ঠিক স্বাদ পাওয়া যায় না। তবে যেহেতু আমরা তিন চার মানুষ ছিলাম তাই কোন ঝামেলা ছিলনা। নিজেরা পিঠ চাপড়া-চাপড়ি করে ভালোই কেটে যাচ্ছিল দিন। কিন্তু আমাদের এডজুটেন্ট সাহেব আমাদের জন্য ওয়ার্ডপ্রেসে নতুন একটা বাড়ির ব্যাবস্থা করে ফেললেন। করতেই পারেন। তিনি এডজুটেন্ট মানুষ। কত কিছু মাথায় রাখতে হয়।।
আমার মেইল একাউন্টে সেই ব্লগে যোগদান করার আমন্ত্রণ পড়ে থাকলো। করবো করবো করেও করা হচ্ছিল। দিনে একশবার জিহাদের ঝাড়ি। ওই ওই ব্লগে সদস্য হ, তোর আগের ব্লগগুলা এইখানে নিয়ে আয়…নিয়ে আসলাম। প্রথমদিকে ক্যাডেট কলেজের কাহিনী লিখতে লিখতে ফাটায়ে দিবো এই জন্য ব্লগিং শুরু করলেও দুই তিনটা ব্লগ লেখার পরেই দেখলাম আমার লেখার মতো তেমন কিছু নাই। মজার মজার অনেক কিছুই গিলে খেয়ে ফেলেছি। এমনকি আমাদের নাজমুল নদী ম্যাডামকে নিয়ে কম-শ্লীল যেই গল্পটা লিখেছিল সেটার কথাও। 😀
সবার অবস্থায়ই অনেকটা আমার মতো। ওয়ার্ডপ্রেসের ব্লগটি নীরব হয়ে পড়ে থাকলো…কেউ লিখেনা। এমন সময় আবির্ভাব ঘটলো কমরেড হাসনাইনের…
তিনি আসলেন তার কতিপয় ডায়লগ আইডিয়া নিয়ে। ঠিক সেইদিন থেকে ক্যাডেট কলেজ ব্লগ আবার জীবিত হলো। ক্যাডেট কলেজ ব্লগের নবজাগরণের অগ্রদুত হাসনাইন…
ভাই লিখেন ভালো, তার চেয়েও বড় কথা তিনি আঁকেন আরও ভালো। প্রধান পাতার হেডারে পার্ট মারা একটা পোলা বসে আছে দেখছেন? ওই যে শুয়ে শুয়ে ব্যাটা মজা দেখছে এইটাও তার আঁকা…
হাসনাইন শুভ জন্মদিন। জন্মদিনে একটাই কামনা তোর মনের ঐ আশাটা পূর্ণ হোক…
happy B'day Hasnain :grr:
category ta ei blog er jonno pura perfect hoise!! 😀
সাতেও নাই, পাঁচেও নাই
দাঁড়া তোর বার্থ ডে আইতে দে...। :grr: :boss:
ধন্যবাদ দোস্ত। 😀
শুভ জন্মদিন হাসনাইন!তোকে ফাইজুল স্যারের "চাপ" উপহার দিলাম।সেই সাথে তোর মনের আশা পুরা হউক এই শুভ(??)কামনা!
অফ টপিক-ঝাতি জান্তি চায় কি সেই আশা 😛
ধন্যবাদ ভাইজান। 😀
আমিও জানতি চাই... 🙂
জানলে অবশ্যি জানামো। 😀
হ্যাপী বার্ডে হাসনাইন
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ধন্যবাদ ভাইজান। 😀
ধন্যবাদ ভাই। 😀
রায়হান দোস্ত ধন্যবাদ। :shy:
-ঐ ব্যাটা এইডা কি কইলি??? :))
ভালই-ত লাগতেছিল ফেরাস্টে। 😛
রায়হান, জিহাদ, মুহাম্মদ, তুহিন।
এদেরকে খুব কাছ থেইক্কা দেখছি। ভাইরা কোন সাফল্যের পিছনে কাউকে না কাউকে নিঃস্বার্থ হইতে হয়। এই পোলা পাইনগোলার মধ্যে তাই দেখছি। পাগলা কিছিমের তয় মনডা খুবি ভালা 😀 । পাগলা বইল্লাই সব কিছু ফেইল্লা রাইখ্যা সিসিবি নিয়া পইরা থাকে। :boss:
আমরা সকলেই চাই তোরা আরো বেশি পাগলা হ। দরকার হলে সিসিবিতে একটা মেন্টাল ওয়ার্ড খুলা হইবেক। কি কন এডজুটেন্ট সাব। 😀
রায়হান, দোস্ত আশা-ত বহুত। 😉
বাকি কথা ফোনে। 😉
লিংকন,
তোর মোবাইল বন্ধ কেন??
ওয়ারিদ নম্বর আছে আমার কাছে।
নেটাই গ্রামীন দিয়া। তাই ফোন্দিলে পাবি না।
ভালোই তো পাশ কাটাইয়া গেলি। খাওয়াবি কখন??
ইনশাল্লাহ। 😀
মেসেঞ্জারে আয়।
শুভ জন্মদিন প্রিয় গল্পকার।
অনেক অনেক গল্প চাই। 🙂 🙂
ধন্যবাদ ভাইজান। :boss:
ইনশাল্লাহ ভাইজান, দোয়া কইরেন। 🙂
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
আমি দিয়া দিলাম বার্থ ডে কেক।
আমারেও দেন আমিও কেক খাপো :((
মনে লয় ভেনিলা ফ্লেভার ;;) । :salute:
মাসরুফ ভাই উপরের ফুল গুলা খাইয়া আসেন। ততক্ষনে কেকটারে সাইজ করি। :grr:
তুমি মিয়া কারে কি কও???
তারচেয়ে জীবন বাঁচাতে চাইলে-তুমি ফুল নিয়া থাক, মাসরুফ একাই কেকটারে সাইজ করুক... =))
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
:))
মাসরুফ ভাই...লন ভাই আপনি বিসমিল্লাহ করেন।
হ কবীর ভাই ,আসেন বিস্মিল্লা করি। 😀
ধুর! একটা বার্থডে কেকে নাম লেইখা জেপিইজি করলাম কিন্তুক দিতে পারতাছি না। যাই হোক শুভ জন্মদিন। :hug: একবার জন্মাইছিস ভাল কথা আর জন্মাইস না
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
ধন্যবাদ ভাই। 😀
কেকটা ভালাই। কি ফ্লভার ছিল ভাইজান?
ভাই আর জন্মাইতে চাই না... জীবন কষ্টের। 🙁
কেকের ছবি আসলে তো মাসরুফের 'আমি খাপো, আমি খাপো' শুরু হয়ে যেত... 🙁
হাসনাইন শুভ জন্মদিন!!! :clap: :party:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
কবীর ভাই,খাই খাই স্বভাবটা আমার চেয়ে আপনের বেশি-ডায়নিং হলে তো শালার ডাইল দিয়াই তিন বাটি ভাত মাইরা দিতেন জুনিয়রগুলা না খায়া মরতো x-(
অফ টপিক-আমি কেক খাপো :((
সত্যিই যদি খাইতাম, তাইলে কি আর আজকে তোমার সাইজ দেইখ্যা ডরান লাগত??? 😕
তোমার সাথে টক্কর দিতাম, :duel: হু হাহা হা হা... :grr:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
আপ্নে খান সেই সাথে "ঝরায় ফেলেন"।আপনের মত আমার কু অভ্যাস নাই দেইখা আমার এই সাইজ 😀
'ঝরায়ে' ফেললেই যদি ঝইরা যাইত তাইলে আমার দেখা অনেকেই আজকে গিনেজ বুকের লিস্ট-এ থাকত...খর্বকায় মানুষের লিস্ট এ... :))
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
😛 বুঝতে পারতাছি কাগো কথা কইতাছেন......থাক সিনিয়রগো নামে কুকথা কইতে নাই উনারা নমস্য মানুষ...তাই কিছু কইলাম না, অফ গেলাম। 😀
😛 😛
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
আবার তোরা মানুষ হ @ জুনা & মাস
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
গাছ আছি ভাল আছি মানুষ হওয়ার দরকার নাই 😀
তাইলে, 'আবার তোরা গাছ হ ...... উড ভ্যালু আছে, ফল দেয়', এমন গাছ।
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
=)) =)) =))
বস এইবার সত্যিসত্যি এট্টা জুশ কমেন্ট দিলেন :))
ধইন্যবাদ ভাই। 😀
:gulli2: :gulli2: :gulli: :gulli:
কিছু গুল্লি মাইরা দিলাম 😀
সবাইকে শুভেচ্ছা।
আপনাকেও শুভেচ্ছা। 🙂
গল্পবাজ হাসনানইনকে বার্থডেতে :party: :party: অনেক শুভেচ্ছা।
সংসারে প্রবল বৈরাগ্য!
ধন্যাবাদ ভাই। 😀
:salute: :gulli2:
:salute: :boss:
গুলি থেইক্কা বাচতে... :frontroll:
হাসনাইন, হেপি বাড্ডে।
জন্মদিনের গিফট, এক কার্টন বেনসন। আপাতত নিজ পয়সায় খায়া ফেল, দেশে আইসা দিয়া দিমুনে। কসম কইলাম, সত্যই দিমু।
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
ধন্যবাদ ভাইজান। 😀
-ইয়ে ভাইজান... প্রব্লেমিটি দেখা দিয়েছে... 😕 ।
সিগার হজম হয় না। 🙁
নাহ এই ফেরাস্ট ভাই কিছু দিতাছেন। 😀
দিয়েন ভাই। 🙂
হাসনাইন আমারে দিও, এক কার্টন বেন্সনের লাইগ্যা আমি আমার বার্থডে ওহনি করবার রাজি আছি... 😉 :khekz:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
হ্যাপি বার্থ ডে কবীর ভাই। 😀
সিগ্রেট কই? 🙁
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
তাইফুর ভাইয়েরটা পাইয়া লই। 😀
Happy Birthday to Hasnain.
ধন্যেবাদ ভাই। 😀
হাসনাইন সাহেব, আপনাকে জন্মদিনের শুভেচ্ছা :salute:
কারেকশনঃ
হাসনাইন সাহেব, আপনাকে জন্মদিনের ক্যাডেটীয় শুভেচ্ছা। :salute:
আমাদের কলেজে ট্র্যাডিশন অনুসারে জন্মদিনের দিন সকলেই এডজুটেন্ট কর্তৃক কিছু না কিছু আহার করিত, ব্লগ এডজুটেন্টের প্রতি অনুরোধ, এরকম কিছুর ব্যবস্থা করিয়া আমাদের আনন্দের খোরাক জুগিয়ে দিন।
সামিয়া ম্যাডামের সাথে আমি শতভাগ সহমত।আমি ক্ষুধার্ত। 🙁
এই আহার হলো ডিপি ইডি জাতীয় বিশেষ খাদ্যবস্তু।
আপনি কি প্রস্তুত?
হাসনাইনের জন্য দুইটা ইবি (এক্সট্রা ব্লগ) এর ব্যবস্থা করা যেতে পারে
আর মাসরুফ ভাই যেহেতু স্বতঃপ্রণোদিত তাই উনার চারটা 😀
x-( সামিয়া আপু কি ইদানিং জিহাদের সাথে টোটো কইরা ঘুরাঘুরি কর্তেচ নাকি? পোলাডা ভাল না মিশো না-কেম্নে আমার ভালা ভইন্ডার মাথায় দুষ্ট বুদ্ধি ঢুকায় দিছে x-(
ধন্যবাদ ম্যাডাম। 🙂
ব্লগীয় ধারা মেইনটেইন করে :salute:
হাসনাইন তোর সময় আরও এক বসর বেড়ে গেল :grr: :grr: :grr:
শুভ জন্মদিন দোস্ত :salute:
সময় না,বয়স হবে :bash: :bash:
ধুর ব্যাটা এইডা মনে করায় দিলি ক্যান ... ~x(
আরেকটা বছর...।। :dreamy: 😀
থেংক্স ডুড 🙂 :salute:
হাসনাইন,শুভ জন্মদিন,আজ কিন্তু তোমার ভাবিরও জন্মদিন।
হাসনাইন...শুভেচ্ছা।
তানভীর ভাবি...শুভেচ্ছা। 😀
পলাশ ভাই,
ধন্যবাদ । 🙂
ওই মিয়া কেক কই?হাস্নাইন বাচ্চা মানুষ তাই বইলা আপ্নেরো কি মাপ নাকি? x-(
এখন এতো রাতে ভাবির জন্য কেক কই পাই!!ঠিক আছে ...
আপাতত এইটা দিয়া উইস কইরা দেই। ভাবি…শুভেচ্ছা।
দিছি দোস্ত,ধন্নবাদ
ঢাকায় আইসা খাওয়ামু
ভাবীকে শুভ জন্মদিন 🙂
তানভীর ভাই,
ধন্যবাদ ভাই। ভাবিকে শুভেচ্ছা দিয়েন। 🙂
শুভ জন্মদিন প্রিয় লেখক। মনের কি কি আশা তোমার জানলে দোয়া করতে আরো সুবিধা হতো
ধন্যবাদ ভাই। 🙂
ভাই-ত বহুত শরম দিলেন। :shy: :boss:
happy birhday
ধন্যবাদ ভাই। 🙂
হাসনাইন,
শুভেচ্ছা। দেরি কইরা ফেললাম নাকি বুঝছি না!
www.tareqnurulhasan.com
নাহ ভাই আপনি ইন টাইম, বুঝতেই পারতেছেন...থাক। 😀
ধন্যবাদ ভাই। 🙂
থাক!! 😀 😀
শুভ জন্মদিন, হাসনাইন।
object width="480" height="392" data="http://flash.revver.com/player/1.0/player.swf?mediaId=727" type="application/x-shockwave-flash" id="revvervideoa17743d6aebf486ece24053f35e1aa23">
এই কেক-ত আপনে তানভীর ভাবিরে দিতাছেন...
আমারটা কই।।
ধন্যবাদ ভাই। 🙂
থোর ভাড্ডে ছিলো নাখি? ঝান্থাম্না থো। ছড়ি ধোছ, লেট হেফি ভাড্ডে। :clap: :clap: :clap: :party: :party: :party:
না ঝানারি কথথা। 😛
থেংক্স দোস্ত। 🙂
আমি দেরিতে আইছি। কেকের ভাগ তো পাইলাম না। মাসরুফ নাকি সবটা খাইয়া ফালাইছে??
তবুও বলি- শুভ জন্মদিন হাসনাইন। ভালো থেকো।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
x-( আমি এই ব্লগে সবচেয়ে মিতাহারীদের মইধ্যে একজন x-(
আমারে অপবাদ দিবেননা x-( x-(
ধন্যবাদ ভাই। 🙂
আমারও দেরি হয়ে গেল।
ভালাই।। 🙂