শুভ জন্মদিন হাসনাইন :-)

এই জায়গাটায় প্রথম শুরু হয়েছিল ক্যাডেট কলেজ ব্লগ। উইকি ভিত্তিক সাইট। ব্লগিয়ের ঠিক স্বাদ পাওয়া যায় না। তবে যেহেতু আমরা তিন চার মানুষ ছিলাম তাই কোন ঝামেলা ছিলনা। নিজেরা পিঠ চাপড়া-চাপড়ি করে ভালোই কেটে যাচ্ছিল দিন। কিন্তু আমাদের এডজুটেন্ট সাহেব আমাদের জন্য ওয়ার্ডপ্রেসে নতুন একটা বাড়ির ব্যাবস্থা করে ফেললেন। করতেই পারেন। তিনি এডজুটেন্ট মানুষ। কত কিছু মাথায় রাখতে হয়।।

আমার মেইল একাউন্টে সেই ব্লগে যোগদান করার আমন্ত্রণ পড়ে থাকলো। করবো করবো করেও করা হচ্ছিল। দিনে একশবার জিহাদের ঝাড়ি। ওই ওই ব্লগে সদস্য হ, তোর আগের ব্লগগুলা এইখানে নিয়ে আয়…নিয়ে আসলাম। প্রথমদিকে ক্যাডেট কলেজের কাহিনী লিখতে লিখতে ফাটায়ে দিবো এই জন্য ব্লগিং শুরু করলেও দুই তিনটা ব্লগ লেখার পরেই দেখলাম আমার লেখার মতো তেমন কিছু নাই। মজার মজার অনেক কিছুই গিলে খেয়ে ফেলেছি। এমনকি আমাদের নাজমুল নদী ম্যাডামকে নিয়ে কম-শ্লীল যেই গল্পটা লিখেছিল সেটার কথাও। 😀

সবার অবস্থায়ই অনেকটা আমার মতো। ওয়ার্ডপ্রেসের ব্লগটি নীরব হয়ে পড়ে থাকলো…কেউ লিখেনা। এমন সময় আবির্ভাব ঘটলো কমরেড হাসনাইনের…

তিনি আসলেন তার কতিপয় ডায়লগ আইডিয়া নিয়ে। ঠিক সেইদিন থেকে ক্যাডেট কলেজ ব্লগ আবার জীবিত হলো। ক্যাডেট কলেজ ব্লগের নবজাগরণের অগ্রদুত হাসনাইন…

ভাই লিখেন ভালো, তার চেয়েও বড় কথা তিনি আঁকেন আরও ভালো। প্রধান পাতার হেডারে পার্ট মারা একটা পোলা বসে আছে দেখছেন? ওই যে শুয়ে শুয়ে ব্যাটা মজা দেখছে এইটাও তার আঁকা…

হাসনাইন শুভ জন্মদিন। জন্মদিনে একটাই কামনা তোর মনের ঐ আশাটা পূর্ণ হোক…

৭,৯৮৫ বার দেখা হয়েছে

৮৩ টি মন্তব্য : “শুভ জন্মদিন হাসনাইন :-)”

  1. মাসরুফ (১৯৯৭-২০০৩)

    শুভ জন্মদিন হাসনাইন!তোকে ফাইজুল স্যারের "চাপ" উপহার দিলাম।সেই সাথে তোর মনের আশা পুরা হউক এই শুভ(??)কামনা!
    অফ টপিক-ঝাতি জান্তি চায় কি সেই আশা 😛

    জবাব দিন
  2. হাসনাইন (৯৯-০৫)

    রায়হান দোস্ত ধন্যবাদ। :shy:

    ক্যাডেট কলেজ ব্লগের নবজাগরণের অগ্রদুত হাসনাইন…

    -ঐ ব্যাটা এইডা কি কইলি??? :))
    ভালই-ত লাগতেছিল ফেরাস্টে। 😛

    রায়হান, জিহাদ, মুহাম্মদ, তুহিন।
    এদেরকে খুব কাছ থেইক্কা দেখছি। ভাইরা কোন সাফল্যের পিছনে কাউকে না কাউকে নিঃস্বার্থ হইতে হয়। এই পোলা পাইনগোলার মধ্যে তাই দেখছি। পাগলা কিছিমের তয় মনডা খুবি ভালা 😀 । পাগলা বইল্লাই সব কিছু ফেইল্লা রাইখ্যা সিসিবি নিয়া পইরা থাকে। :boss:
    আমরা সকলেই চাই তোরা আরো বেশি পাগলা হ। দরকার হলে সিসিবিতে একটা মেন্টাল ওয়ার্ড খুলা হইবেক। কি কন এডজুটেন্ট সাব। 😀

    রায়হান, দোস্ত আশা-ত বহুত। 😉
    বাকি কথা ফোনে। 😉

    জবাব দিন
  3. টিটো রহমান (৯৪-০০)

    ধুর! একটা বার্থডে কেকে নাম লেইখা জেপিইজি করলাম কিন্তুক দিতে পারতাছি না। যাই হোক শুভ জন্মদিন। :hug: একবার জন্মাইছিস ভাল কথা আর জন্মাইস না


    আপনারে আমি খুঁজিয়া বেড়াই

    জবাব দিন
  4. তাইফুর (৯২-৯৮)

    হাসনাইন, হেপি বাড্ডে।
    জন্মদিনের গিফট, এক কার্টন বেনসন। আপাতত নিজ পয়সায় খায়া ফেল, দেশে আইসা দিয়া দিমুনে। কসম কইলাম, সত্যই দিমু।


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন
  5. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    আমি দেরিতে আইছি। কেকের ভাগ তো পাইলাম না। মাসরুফ নাকি সবটা খাইয়া ফালাইছে??

    তবুও বলি- শুভ জন্মদিন হাসনাইন। ভালো থেকো।


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।