আবোল এবং তাবোল……

লাল নীল সবুজ…।

রক্ত লাল জীবনের শেষ প্রান্তে এসে;
কালের আধাঁরে আমায় যদি পড়ে মনে।
জানালার শিক ধরে তাকিয়ে থেকো বহুদূরে,
খুঁজে নিও না খোঁজার ভান করে।

সব কিছু ভুলতে বসে নতুন করে শুরু করি।
যতদূর যেতে পারি।

যেদিন “প্রথম বাতাস” চোখে এসে পড়ে,
কষ্টের বাতাস গাঁয়ে এসে লাগে।
তাকিয়ে থাকি শুন্যপানে,
আশায় থাকি নিরাশার চাদরে ঘেরা।

মিছিলের শেষ প্রান্তে,
যেখানে মানুষ গুলো মিশে যায় একে একে।
সেখানে দাঁড়িয়ে একবার যদি পেতাম ইচ্ছের ঘুঁড়ি।
চড়ে বসতাম, নিয়ে যাক শুধু দেখে যাব কতদূর যেতে পার তুমি।

সময় চলে যায়, ফেলে রেখে যায় টুকরো সময় যা ধরে রাখে রঙিন দিনগুলো।
মাঝে মাঝে কালো কিছু দাগ, অমলিন।
তবুও আশার হাত পা গজায়।
নিত্য নতুন বেদনায় জীবনের মানে খুঁজে পেতে চায়।

১৫ টি মন্তব্য : “আবোল এবং তাবোল……”

  1. জুনায়েদ কবীর (৯৫-০১)

    হাসনাইন, কয়েকটা প্রশ্নের উত্তর দাও তো ভাই...
    ১) তোমার হাউস কালার কি ছিল?
    ২) তুমি কি প্রিফেক্ট ছিলে? থাকলে কোনটা?
    ৩) নভিসেস প্যারেডে তোমাদের স্কোয়াড লীডার কে ছিল? তুমি?

    তোমার কবিতা নিয়ে আমি অনেক চিন্তা-ভাবনা করছি তো তাই জানতে চাচ্ছি... 😀


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  2. হাসনাইন (৯৯-০৫)

    @জুনায়েদ ভাই,
    আমি ক্যাডেট লাইফ চিন্তা করে কিছু লেখি নাই... 😀
    তয় ক্যাডেট লাইফ হিসেবে চিন্তা করে পড়ে দেখলাম, মনে হয় কোন ক্যাডেট প্রিফেক্ট হওয়ার লাইগগা মইরা যাইতেছে...। =)) :))

    যাহাই হউক প্রশ্ন গুলোর উত্তর হইল,
    ১) নীল ছিল। 😀 ('রক্ত লাল' দেইকখা কইছেন মনে লয়)
    ২) হ ভাই ছিলাম। হাউজ গেমস।
    ৩) না ভাই আমি ছিলাম না।

    এখন আপনে কন, আপনি কি মনে করছিলেন ??? :-/

    "তোমার কবিতা নিয়ে আমি অনেক চিন্তা-ভাবনা করছি তো তাই জানতে চাচ্ছি… "

    - প্রলাপ গুলা পড়ছেন দেইকখা ধইন্যবাদ। 🙂

    জবাব দিন
  3. জুনায়েদ কবীর (৯৫-০১)

    ধুর মিয়া!
    তুমি যে কলেজ লাইফ চিন্তা করে লেখ নাই, এইডা তো আমরা জানিই...
    আমি একটু চাইতে ছিলাম কলেজের ফ্লেভারে চিন্তা করতে...
    উদ্ধৃতি দিতে পারতেছিনা বলে আপাতত বাদ... 😀


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।