ভালবাসারা কোথায় হারিয়ে যায়?

আমাকে একদিন না দেখলে তোমার নাকি ঘুম হত না?
এখন সেই রোগটা বেশ ভালোভাবেই সেরে গেছে জেনে ভাল লাগছে।
বারবার ভুল করে ভুল জায়গায় ফিরে ফিরে গেছি,
ভুল করার নেশায় পেয়েছিল যেন।
কখনো বুকে টেনে নিয়েছো, কখনো ছুঁড়ে ফেলে দিয়েছো…
অথচ, তোমার মনে কি পড়ে?
বৃষ্টির মাঝে রিক্সার হুড তুলে কি প্রবল ভালবাসায় আমার হাতে হাত আর
অধরে অধর ছুয়ে তুমি বলেছিলে,
“ভালবাসা কক্ষনো হারিয়ে যাবে না”।

ভালবাসা হারায় নি, বদলি হয়েছে কেবল।

১০,৯৭২ বার দেখা হয়েছে

১৩৩ টি মন্তব্য : “ভালবাসারা কোথায় হারিয়ে যায়?”

  1. কিবরিয়া (২০০৩-২০০৯)

    😀 😀 😀
    ১ম
    ভাল লাগল, ছোট কেন এত?


    যেমন রক্তের মধ্যে জন্ম নেয় সোনালি অসুখ-তারপর ফুটে ওঠে ত্বকে মাংসে বীভৎস ক্ষরতা।
    জাতির শরীরে আজ তেম্নি দ্যাখো দুরারোগ্য ব্যাধি - ধর্মান্ধ পিশাচ আর পরকাল ব্যবসায়ি রূপে
    - রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ

    জবাব দিন
  2. কামরুল হাসান (৯৪-০০)

    আপু, আপনার ভালোবাসা 'হাড়িয়ে' যায়নি 'হারিয়ে' গেছে।
    রোগ তো 'সেড়ে' যায় না, 'সেরে' যায়।

    সেহরির আগেই রোজায় ধরলো নাকি? সহজ সহজ বানান ভুল! 😛


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  3. আয়েশা ( মগকক) আয়েশা

    ওর সাথে ঝগড়া হলে আমার ঠিক এমনটি-ই মনে হয় দোস্ত।ছুঁয়ে গেল তোর লিখাটা...... :boss:
    "আমার এ ভালবাসা
    জানিগো তোমার
    ক্ষণিকের ভালো লাগা ফুল,
    ক্ষণিক কবরী মাঝে দিয়েছিলে ঠাঁই
    তারপরে ভেঙ্গে গেছে ভুল।"

    জবাব দিন
      • সাইফ শহীদ (১৯৬১-১৯৬৫)

        জিতু,

        বহু বহু বিষয় আছে যা আমার জ্ঞানের বাইরে। দেখলে না, আমার স্ত্রী কি বলেছে -"ভালবাসার তুমি কি জানো?"

        আসলেই আমি জানিনা। তবে ভালবাসার অনুভুতিটা খুবই মধুর। কবে যে আয়েসার মতো বুদ্ধিমতি মেয়েরা এমন এক ট্যাবলেট বানাবে যা খেয়ে সেই অনুভুতিটা পাওয়া যাবে অথচ ভালবাসার কষ্ট থেকেও সড়ে থাকা যাবে - সেই দিনে প্রত্যাসায়।

        মইনুলের কথাটা খুব ভাল লাগলো । তোমরা সবাই এই কম বয়েসে এত কিছু বোঝো - আমার হিংসা হচ্ছে।

        জবাব দিন
    • আয়েশা ( মগকক) আয়েশা

      শহীদ ভাই,
      বস মানলাম এই ভাইটাল রোলের dopemine কে, যার আধিক্যতায় মানুষের বহুগামিতা কিংবা এধরনের এডিকশন হয় এবং স্বল্পতার কারণে মানুষ ভালবাসতে অক্ষম হয়ে যায়।
      কিন্তু আরেকটি ম্যাজিকাল হরমোন oxytocine কিন্তু আমাদেরকে আনকন্ডিশনাল ভালবাসা শেখায়। dopamine আমাদের প্রেমে (crave) পরতে সাহায্য করে ঠিকই কিন্তু এই oxytocin will হেল্প us to stay ইন love ।বন্ডিংয়ের জন্য এই হরমনের গুরুত্ব অপরিসীম।
      যার জন্যই hoyto বয়স্কদের এক ক্লিনিক এ আমার ক্লিনিকেল rotation পরাতে দেখেছি যে, বুড়িগুলো বুড়োদের শুষ্ক রুক্ষ হাত ধরে মায়া মায়া চোখে তাকিয়ে থাকে এবং vice versa....এ কি শুধুই নির্ভরতা বা বিশ্বস্ততা নাকি দায়িত্ববদ্ধতা? নাকি অন্য কিছু?Dopamine না হয় pleasure সিস্টেমএ দুধরনের ভুমিকা রাখছে, কিন্তু আমরা ভয় পেলেও তো adrenaline নিসৃত হয়.....আবার প্রেমের প্রারম্ভে প্রেমিক কে দেখলে heart beat বেড়ে যায়......মনে হয় হৃদয় আমার নাচেরে আজিকে...... :tuski:
      শহীদ ভাই, oxytocine নিয়ে আরেকটু লিখতে মন্চায়.....কিন্তু আপনি খুবই জ্ঞানী আর সিনিয়ার most ))))))))) আপনাকে জ্ঞানের কথা লিখতে আমার কলিজা কাঁপছে,
      তাও chem নিয়ে অল্পবিস্তর porashuna aache bole আমি খুব সাহস করে লিখে ফেললাম .....মুছতেও ইচ্ছা hochchena ।

      জবাব দিন
  4. হুমায়ুন (২০০২-০৮)

    আপু,অসম্ভব সুন্দর একটা কবিতা।কত আকর্ষনীয় বাচনভংগি,প্রকাশ।সবচেেয় জোসসসসস হইসে শেষ লাইনটা।অনেকটা সুনিল এর মত।উনারে তো সবাই "শেষ লাইনের কবি"বলে,আপনি হইলেন"শেষ লাইনের মহিলা কবি" 😛


    তুমি গেছো
    স্পর্ধা গেছে
    বিনয় এসেছে।

    জবাব দিন
  5. মাসরুফ (১৯৯৭-২০০৩)

    জিতুয়াপ্পি, আজকালকার "অনিরুদ্ধ বাতেন" , "অনিকেত মোখছেদ" , "প্রবার রিপন" টাইপের তথাকথিত উত্তরাধুনিক কবিদের এই লেখাটা দেখাইতে ইচ্ছা করতেছে,যেন পইড়া কিছু শিখে।এত সহজ সরল ভাষায় এত চমৎকার কবিতা অনেক দিন পড়িনা...

    অফ টপিক- আমিও একটা সংগৃহীত কবিতা দেইঃ

    আমি পারতেম তোমাকে ভুলে 🙁
    দাড়িগোঁফে মুখটা ঢেকে দেবদাস সাজতে 😕
    কিংবা হুইস্কি আর ব্র্যান্ডি গিলে গিলে, 😐
    নিজের জীবনটাকে তেজপাতা করে দিতে। :((
    কিন্তু আমি সেসব কিছুই করিনি। :no:
    আমি কি করেছি জানো? :-B
    আমি দিব্যি তোমাকে ভুলে গিয়েছি :hug:

    জবাব দিন
  6. হায়দার (৯৮ - ০৪)

    জিতু আপা খুবই কমেন্ট খেকো ব্লগার । ;;;
    কোনো কবিতায় এত কমেন্ট কবে দেখসি মনে নাই......
    যাই হোক লেখাটা ভালা ছিল, তয় রিকশার মধ্যে " অধরে অধর " রাখার কথা ছোটদের কোমলমতি মনে বদ মতলবের সঞ্চার করতে পারে। :shy:

    জবাব দিন
    • কিবরিয়া (২০০৩-২০০৯)

      রাখেন এই মাসুম বাচ্চারে যদি আপ্নেরা সবাই ( জেরিনাপ্পু, শাবিহাপ্পু,জিনাতুপ্পু, মাস্ফ্যুভাই এবং আরো অনেকে) মিল্লা অত্যাচার করতে চান তো রাখেন। দেশে তো আর আইন নাই, আর যেই খানে আইনের লোকেই (মাস্ফ্যু ভাই) জড়িত, সেইখানে আর কি বলব। 🙁 🙁
      উল্টা করে রাখলে তাও যদি বাংলাদেশের উল্টা সিস্টেমগুলা সোজা দেখা যায় (খারাপের ভালো আরকি) তাইলে আমি সবাইরে উল্টা থাকার পরামর্শ দিবো, দিল খুলে।।


      যেমন রক্তের মধ্যে জন্ম নেয় সোনালি অসুখ-তারপর ফুটে ওঠে ত্বকে মাংসে বীভৎস ক্ষরতা।
      জাতির শরীরে আজ তেম্নি দ্যাখো দুরারোগ্য ব্যাধি - ধর্মান্ধ পিশাচ আর পরকাল ব্যবসায়ি রূপে
      - রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ

      জবাব দিন
  7. আহসান আকাশ (৯৬-০২)

    কবিতার ব্লগেও কমেন্টের সেঞ্চুরী !!! সাবিহা আপু... তুসি গ্রেট হো :boss: :boss:


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  8. তানজিনা মেহেদী অমী (অতিথি)

    valubasa khubi valu jinis...iha bina jibon ochol....Allah sokolke ekti valubasai purno valu basa paoar toufik daan korun. sedin facebook a dekhlam, amar ek coursemate vabi eid er porei tar valu basa paccen....ami je kobe pabo! CCBbasira doa koren jeno ami taratari valu basa pai. Amar hubby valu luk, he loves me more than i love him. Inshallah valubasa hariye jabe na.

    "Pari dite nodi,
    vange jodi haal-
    chinno paaler kaci;
    Mrittur mukhe daraye janibo-
    Tumi aco, ami aci."

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।