আসলে এই লেখাটা শুরু করেছিলাম অনেক দিন আগে। স্টোররুমে অনেকগুলো লেখা হাফডান হয়ে আছে, সময়ের অভাবে শেষও করা হচ্ছে না। আজ যখন হঠাত” রাব্বী ভাই ফোন করে মনে করিয়ে দিল ব্লগের প্রতি আমাদের দায়বদ্ধতার কথা, ভাবলাম নাহ, প্রতিদিন অন্তত কিছুক্ষন সময় দেয়াটা আমার কেবল মাত্র কর্তব্য নয়, আমার অস্তিতের প্রতি শ্রদ্ধা প্রদর্শনও বটে। যাই হোক, এতো গুরুগম্ভীর কথা বলে লাভ নাই, ব্লগটা খুবই সাদামাটা (কিছুটা ফাঁকিবাজীও বটে!)।
পরিবেশের বন্ধু হওয়া নিয়ে অনেক হৈচৈ হচ্ছে চারিদিকে। আমার জ্ঞান অতন্ত্য সীমিত, সামান্য। খুব সাধারন কিছু পন্থায় আমার মত সাধারন জ্ঞানের মানুষ কিছু ছোট ছোট রিসাইক্লিং কাজের মধ্য দিয়ে অল্প অল্প করে আমাদের চারপাশ থেকে প্রতিদিন জমা হওয়া অনেক অনেক ফেলে দেওয়া জিনিস থেকে পরিত্রান পেতে পারি এবং সেই সাথে আমাদের নিজেদের প্রয়জনীয় টুকিটাকি জিনিস বানিয়ে নিতে পারি বা অন্যদের বানিয়ে উপহারও দিতে পারি। আমি নিচে কিছু ছবির মাধমে কিছু আইডিয়া দিলাম। এর মধ্যে অনেক কিছুই আমার আর মেয়ের খেলার ছলে বানানো। কিছু আছে নেট ঘেটে বের করা। আশা করি অনেকেই উপকৃত হবেন।

মোম/ ছাইদানী- কোকের ক্যান কেটে করা

কোকের ক্যান কেটে বানানো ফটোফ্রেম


প্লাস্টিক চামচ কেটে বানানো কানের দুল

কাঁচের চুরি দিয়ে বানানো পেনস্ট্যান্ড

নষ্ট হয়ে যাওয়া সিডির পিছনে ঘড়ি লাগিয়ে নতুন রুপ

সেভেন আপ এর ২ লিটারের বোতলের উপরের অংশ দিয়ে বানানো ফুল

মুজা দিয়ে বানানো হেয়ার এক্সেসরি

পুরোনো হয়ে যাওয়া ক্রেস্টের চারিধারে বর্ডার দিয়ে ফটোফ্রেম

প্রিঙ্গেলসের ক্যান দিয়ে বানানো পেনহোল্ডার

প্লাস্টিকের বোতল কেটে বানানো এক্সেসরিজ হল্ডার (বোর্ড পিন, পেপার ক্লিপ, স্তেপ্লার পিন ইত্যাদিও রাখা যাবে এতে)

ছোট হয়ে যাওয়া বাচ্চার টি-শার্ট দিয়ে বানানো হ্যান্ড ব্যাগ

কোল্ড-ড্রিঙ্কসের কাঁচের বোতলের ছিপি দিয়ে বানানো লকেট

সেভেন আপের প্লাস্টিকের বোতল কেটে বানানো কানের দুল

ছোট হয়ে যাওয়া বাচ্চার হাফ প্যান্ট দিয়ে বানানো হ্যান্ডব্যাগ
পুরাতন স্যান্ডেলের নতুন রূপ।


স্কচটেপ ডিসপেন্সারে ফিতা পেচিয়ে লকেট

পুরোনো মুজা কেটে বানানো এক্সেসরিজ হোল্ডার


“সিডি কেইস ঝুলন্ত ল্যাম্প”

প্লাস্টিক পাইপের ভিতর পুঁতি ভরে বানানো চুরি




কী-বোর্ড কী নেকলেস

প্রিঙ্গেলসের বড় ক্যান কেটে সেল-ফোন হোল্ডার


ম্যাগাজিনের পৃষ্ঠা মুড়ে বানানো

ফ্লপি ডিস্ক পেন হোল্ডার

ফ্লপি ডিস্ক নোটবই

প্রিঙ্গেলসের বড় ক্যান আর প্লাস্টিক গ্লাস দিয়ে বানানো বাচ্চার খেলনা ট্রেইন

ড্রিঙ্কিং স্ট্র হয়ে বানানো ফ্লোর ল্যাম্প

বাগানে পানির ফোয়ারা- প্লাস্টিক বোতল আর খালি বলপয়েন্ট পেন দিয়ে

প্লাস্টিক বোতলের ছিপি দিয়ে বানানো ঝুলন্ত বাতি

নস্ট হয়ে যাওয়া ল্যাপটপ ও মাউস দিয়ে বানানো দেয়াল ঘড়ি

অডিও টেপ ক্যাসেট-ল্যাম্প

ক্যান হুক দিয়ে বানানো জুয়েলারী

প্লাস্টিক বোতলের ছিপি দিয়ে বানানো ঝুলন্ত বাতি

কী-বোর্ড কী দিয়ে বানানো আংটি

হ্যাঙ্গার দিয়ে বানানো ঝুলন্ত বাতি

প্লাস্টিক বোতল কেটে বানানো ফুলেল পর্দা

ক্যাসেট দিয়ে চেয়ার (???)

বালিসের কভার কেটে বানানো বাচ্চার সামার-ড্রেস

পুরানো নস্ট হয়ে যাওয়া ডিক্স দিয়ে বানানো ঝুলন্ত ল্যাম্প

আচার বা এজাতীয় কোন কাঁচের বৈয়মের ঢাকনা আর কাঁচের স্বচ্ছ ছোট বাটি দিয়ে বানানো মোমদানী

টিনের ক্যান এবং পুরাতন অডিও টেপ ক্যাসেট দিয়ে বানানো পেনহোল্ডার

টাই দিয়ে বানানো কার্ড বা সেলফোন হোল্ডার

সিডি চেয়ার |(???)

বলপয়েন্ট পেন বাতি

তেলের বোতল দিয়ে বানানো ল্যাম্প

ম্যাগাজিনের প্ররষ্ঠা দিয়ে বানানো বাটি

কী-বোর্ড ব্যাগ

ল্যাপটপের ঢাকনা আর মাউস দিয়ে বানানো ঘড়ি

চুইং গাম-ইউএসবি হোল্ডার

বই ডেস্ক!

ডেস্ক অর্গানাইজার- কর্নফ্লেক্সের বাক্স দিয়ে

সিডি দিয়ে বানানো উইন্ড চাইম

আসুন আমরা আমাদের সাধ্যমত ছোট ছোট জিনিসের রিসাইকেল করে আমাদের আশপাশটা কে আরেকটু সুন্দর করি তুলি।
::salute:: :clap:
খুবই শিখখা মূলক জিনিস ......খুব ভাল লাগ্ল......।।
কিন্তু অতীব দুঃখ ভরা হৃদয় নিয়ে জানাইতাসি যে , যারা সারাদিন আজাইরা থাকে তাদের জন্নে এইসব কাজ...............যাদের খাইয়া দাইয়া কোন কাম নাই তারা এইসব খুবই মনোযোগ সহকারে করে মজা পাবে...। :awesome: :awesome: :awesome: :awesome:
:)) :)) :)) :)) :)) :)) :))
সাইফুল, তোমার মন্তব্যটা পড়ে প্রথমে একটু রাগ যে একেবারেই হচ্ছিল না তা বলব না। তবে একথা সত্য যে এই কাজগুলো শুরুর দিকে করতাম মেয়ে যাতে টেলিভিশনের পোকা না হয়, তাই ওকে নিয়ে ব্যাস্ত থাকার জন্য। পরে ধীরে ধীরে এতে আসলেই অনেক মজা পেয়ে গেলাম। সময়ের ফাঁকে ফাঁকে অবসর কাটানোর জ্জন্য কিন্তু একেবারেই খারাপ না কাজগুলো। আমি চাকরী করি, পড়াশুনা করি, বাসায় কোন কাজের মানুষ নাই, আমার মেয়ের বয়স পৌনে চাও বছর- ওর দেখাশুনা করি, ওকে সময় দেই... এর পরও এসব করি কারণ ভালো লাগে।
You cannot hangout with negative people and expect a positive life.
প্রতিদিন অন্তত কিছু কমেন্ট দেয়াটা আমার কেবল মাত্র কর্তব্য নয়, আমার অস্তিতের প্রতি শ্রদ্ধা প্রদর্শনও বটে। (সামান্য পরিমার্জিত) 😛
তবে যা বানাইছেন গুরু, পুরাই :gulli2:
হাই ফাইভ!
You cannot hangout with negative people and expect a positive life.
ভালো লাগলো আপু
ধন্যবাদ, অয়ন।
You cannot hangout with negative people and expect a positive life.
পুরা মুগ্ধ ।
🙂
You cannot hangout with negative people and expect a positive life.
জিতু, শারমিনকে দেখালাম, সেতো পুরা মুগ্ধ হয়ে গেছে। আর তাঁর ধারনা হয়েছে তুমি ইলেট্রিক্যাল ইঞ্জিনিয়ার 🙂
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
হাহাহা! বিয়াপক মজা পাইলাম, ফয়েজ ভাই!
You cannot hangout with negative people and expect a positive life.
আপু, ::salute:: এগুলা আপিন িনেজ বানাইেসন?????!!!!! :boss: :boss: :clap: :awesome:
:awesome: আিম ভাবিসলাম েযCopy Paste...... ছির.......অনুেশাচনা েবাধ েথেক...........
1. :frontroll: 2. :frontroll: 3. :frontroll: .........
ভাই সাইফুল, তোমার বাংলার এই ভয়াবহ অবস্থা কেন?
You cannot hangout with negative people and expect a positive life.
জিতু আপু,
জিতু আপু, আপনার অনেক বুদ্ধি। আপনার তৈরি জিনিসগুলো অনেক সুন্দর হইছে।
আপনি সব কাজের পাশাপাশি সিসিবিতে যে সময় দেন এই কথাতো লিখলেননা।
জিতু,
শুধু মুগ্ধ বললে কম বলা হবে। পরিবেশের প্রতি তোমার সচেতনতা আর সেইসাথে যুক্ত নান্দনিকতা দেখে খুব ভালো লাগছে। আগেও বলেছি, তোমার এসব গুণ/অভ্যাস থেকে কিছুটা নিতে পারলেও অনেক কাজের মানুষ হতে পারবো।
ভালো থেকো।
অসংখ্য ধন্যবাদ নুপুরদা। প্রয়জনের তুলনায় আসলেই আমার সচেতনতা অনেক কম। তারপরও আমার মনে হয় আমাদের সবার একটু একটু সচেতনতা আমাদের চারপাশটা অনেক সুন্দর করে তুলিতে সাহায্য করবে।
You cannot hangout with negative people and expect a positive life.
সবই সুন্দর। দেশে কোন রিসাইকেলের দোকান আছে? থাকলে চলবে ভাল।
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
রিসাইক্লিং এর দোকান??? আইডিয়া খারাপ না। দিয়ে দিবো নাকি একটা??
রিসাইকেলের দোকান মানে যদি ভাঙ্গাড়ীর দোকান হয় তাহলে আছে 🙂
আমার বন্ধুয়া বিহনে
;))
You cannot hangout with negative people and expect a positive life.
ওরে খাইছে রে......পুরান জিনিস দিয়া এত্ত কিছু হয়??????
চাইলে আরও অনেক কিছু করা যায়।
You cannot hangout with negative people and expect a positive life.
চমৎকার। ফুলেল পর্দা ব্যাপারটা খুবই পছন্দ হইলো, বানানোর চেষ্টা করবো নাকি ভাবতেসি 😀
সামিয়া, রাস্তায় নেমে যাই চল, প্লাস্টিকের বোতল সংগ্রহ করার জন্য 😕
You cannot hangout with negative people and expect a positive life.
দারুন সব জিনিষপাতি... :clap: :clap: :clap:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
বাপরে বাপ!! জিতুর ব্লগ দেখি!
জাতির প্রতি দায়বদ্ধতা। পরিবেশের প্রতি দায়বদ্ধতা। ব্লগের প্রতি দায়বদ্ধতা। সব সিরাম ভারি ভারি ব্যাপার!
যাইহোক, প্রতিটি জিনিসই সুন্দর হয়েছে। এই সখের কাজগুলোই বড় করে পরিকল্পনা নিয়ে করো। দারুন একটি কাজ হবে তাহলে।
আমার বন্ধুয়া বিহনে
রাব্বী ব্রো, স্রম পাইসি :shy: :shy: :shy:
You cannot hangout with negative people and expect a positive life.
চমৎকার।
সবুজ বাঁচাও আহবানে একটী যথার্থ প্রয়াস।
:clap:
সৈয়দ সাফী
ধন্যবাদ ওবায়দ ভাই
You cannot hangout with negative people and expect a positive life.
বোন রে বোন আপনি একটা চিজ 🙂 :boss: :boss:
জটিল কাজ কারবার। ভালো ক্রিয়াতিভিটি।
চালিয়ে যান :clap: :clap: :clap:
আপু , এইবার দেখেন ত ভয়াবহ অবস্থা দূর হইসে নাকি ?? :bash: :bash: :bash: :bash: :chup: :chup: :chup:
না হয় নাই, সাইফুল/শান, "ত" না "তো" হবে 😛
You cannot hangout with negative people and expect a positive life.
উফ্ , " তো" এখন হয়েছে , আপু :(( :(( :(( :(( ??? আপু, কোন লিখা পোস্ট করবো কিভাবে ?? গল্প লিখা শেষ , how to post??
হোম পেজের বাম দিকে দেখ 'আমার লকার' আছে, সেখানে 'ব্লগ লিখুন' এ ক্লিক কর। আর ডিটেইলস জানতে 'নভিসেস ড্রিল' এ ক্লিক করো
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
thanku
অসাধারণ জিতু। প্রত্যেকটা কাজই চমৎকার। আমি মুগ্ধ। তোমাকে :hatsoff: অভিবাদন।
আমার নাতি বা নাতনি হলে (ছেলের বয়স এখন ১৬। দরকার হলে তাড়াতাড়ি বিয়া দিয়ে দেবো!!) তাকে নিয়ে এই সৃজনশীলতার একটা চেষ্টা করে দেখতে পারি! :guitar: :guitar: :guitar:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ছেলে কে নিয়ে এখনি করতে কি আসুবিধা লাবলু ভাই?
You cannot hangout with negative people and expect a positive life.
দারুন
চ্যারিটি বিগিনস এট হোম
ধন্যবাদ, আহমদ ভাই।
You cannot hangout with negative people and expect a positive life.
সবই ঠিক আছে । বড়ই সৌন্দর্য । কিন্তু ১টা ব্যাপার মানতে পারলাম না । এই যে পুরানো ক্রেষ্টকে ফটোফ্রেম বানানো । আমার জীবনে ঐ ক্রেষ্টগুলির মূল্য অনেক । পুরানো কিংবা নষ্ট হলে তো আমি আবার মেটালিকের দোকানে দিয়ে ঘসামাজা করিয়ে চকচকে করিয়ে নিয়ে আসি । এর লাইগ্যা আমি ঐ ফটোফ্রেমটা বানাইতে পারতেছিনা ( কিঞ্চিত দুঃখিত ইমো হবে) ।
আমার কি সমস্ত কিছুই হলো ভুল
ভুল কথা, ভুল সম্মোধন
ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।
রুম্মান, আসলে ওইটা বানানো হয়েছে পুরানো একটা ক্রেস্টের পেছনের দিকে বর্ডার দিয়ে। সত্যি বলতে কি, ক্রেস্টের গায়ে হাত দিতে আমারও বেধেছিল 😛
You cannot hangout with negative people and expect a positive life.
দারুন জিনিসতো জিতু আপু....আরো কিছু বানাই আমারে গিফট দেন না! :guitar: :thumbup:
প্রত্যেকটা জিনিশ-ই খুব সুন্দর। কিন্তু, কিভাবে বানাতে হয় তা যদি উল্লেখ করা হতো তাহলে সবার বানাতে সুবিধা হত। 🙂