তোমার শেষ চিঠি
————– ড. রমিত আজাদ
প্রিয়তমা আমার,
তোমার শেষ চিঠিটি তুমি আমাকে ঠিক কবে লিখেছিলে,
এখন আমার আর ঠিক মনে পড়ছে না।
তবে হ্যাঁ, ঐ চিঠিটি এখনও স্পষ্ট আমার চোখে ভাসে,
যেখানে তুমি লিখেছিলে, “এটিই আমার শেষ চিঠি। আমি তোমাকে আর কোন চিঠি লিখবো না, কারণ আমি আর তোমার নই।”
চিঠি নয়, মাথায় আকাশ ভেঙে পড়েছিলো,