[একটি ফাঁকিবাজি ছবি ব্লগ]
বন কাঁঠালের কথা ছোট বেলা থেকেই শুনেছি । কিন্তু দেখা পেলাম এত দিনে। পুঠিয়া ত্রিমোহিনী মোড়ে প্রতিদিন বিকালে ফল বিক্রি হয়। এক ফল বিক্রেতার ডালিতে নতুন এক ধরণের ফল দেখে আগ্রহ জন্মালো। তার কাছেই জানতে পারি কেউ কেউ ফলটাকে ডেউয়া বলে আবার কেউ বলে বন কাঁঠাল। তার নিজের বাড়ির ফল। পারভেজ ভাইয়ের মত জীবন্ত ফসিল হবার ইচ্ছা হল। তাই একটু খোজ খবর নিলাম। রাজশাহীর পুঠিয়াতে এখনও বন কাঁঠালের গাছ আছে। তা কাঁঠাল গাছের মতই বড়সড়। ফল ধরার আগে দেখে বোঝার উপায় নেই। গাছের আকার বড় কিন্তু ফল বেশ ছোট। এক হাতেই বেশ কয়েকটা বন কাঁঠাল ধরতে পারেন। খোসাটা বেশ পাতলা। এর কোস ( আমরা সার বলি) গুলো বেশ ছোট। কোয়েল পাখির ডিমের মত ছোট। বেশ টক মিষ্টি মজার স্বাদ। লজেন্স বানালে বোধ হয় ভালই লাগবে।
বন কাঁঠালের ছবি
তথ্য কনা।
ভাল লাগলো। :clap: :clap: :clap:
এইটা সুপার, "পারভেজ ভাইয়ের মত জীবন্ত ফসিল হবার ইচ্ছা হল"
😀 😀 😀
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
ধন্যবাদ ভাই
🙂 🙂 🙂
বড় করতে চেয়েছিলাম। বইপত্র এবং অন্তর্জালে অথেনটিক তথ্য না পাওয়ায় তথ্য ভান্ডার না হয়ে তথ্য কনা হয়ে গেল 😛
পুরাদস্তুর বাঙ্গাল
:ahem: জীবন্ত ফসিল হলে তো আমার বিপদ 😛
😛
পুরাদস্তুর বাঙ্গাল
ছোটবেলায় দেখছিলাম। আমাদের বাড়ির পাশে। এখনো আছে কিনা খেয়াল করিনি। অনেক সুস্বাদু লাগে খেতে।
পোষ্টের জন্য ধন্যবাদ ভাই।
মানুষ* হতে চাই। *শর্ত প্রযোজ্য
ফলন কম হওয়ায় বিলুপ্তির পথে :-B
পুরাদস্তুর বাঙ্গাল
আমরার দেশত ডেউয়া কয়। 😀
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
😀
পুরাদস্তুর বাঙ্গাল
মনে হচ্ছে ডেউয়া
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
😉
পুরাদস্তুর বাঙ্গাল
রাইট, ডেউয়া 😀
তিন সাক্ষী পাইছি। এইবার ও সরায় উ দিলাম B-)
পুরাদস্তুর বাঙ্গাল
কিশুরগনজত আর বাউনবাইড়ার লুক যহন কইয়া লাইসে অক্করে শিউর ডেউয়া! 😀 😀
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
:khekz:
পুরাদস্তুর বাঙ্গাল
নামই শুনিনাই।
খুব আগ্রহোদ্দীপক।
🙂
পুরাদস্তুর বাঙ্গাল
:tuski:
Truth is beauty, beauty is truth.
:goragori:
পুরাদস্তুর বাঙ্গাল
কাঁঠাল ও বন কাঁঠালের বিচি
পুরাদস্তুর বাঙ্গাল
ভাবছিলাম দুইরকমের বিচি দেখে মোকা একখান মন্তব্য করবে 😉
পুরাদস্তুর বাঙ্গাল
ভাই আমাদের বরিশােল বলে ডউয়া, আমােদর বাড়িেত একটা গাছ ছিল।
মন্তব্য করার জন্য ধন্যবাদ 🙂
পুরাদস্তুর বাঙ্গাল