বন কাঁঠাল

[একটি ফাঁকিবাজি ছবি ব্লগ]

বন কাঁঠালের কথা ছোট বেলা থেকেই শুনেছি । কিন্তু দেখা পেলাম এত দিনে। পুঠিয়া ত্রিমোহিনী মোড়ে প্রতিদিন বিকালে ফল বিক্রি হয়। এক ফল বিক্রেতার ডালিতে নতুন এক ধরণের ফল দেখে আগ্রহ জন্মালো। তার কাছেই জানতে পারি কেউ কেউ ফলটাকে ডেউয়া বলে আবার কেউ বলে বন কাঁঠাল। তার নিজের বাড়ির ফল। পারভেজ ভাইয়ের মত জীবন্ত ফসিল হবার ইচ্ছা হল। তাই একটু খোজ খবর নিলাম। রাজশাহীর পুঠিয়াতে এখনও বন কাঁঠালের গাছ আছে। তা কাঁঠাল গাছের মতই বড়সড়। ফল ধরার আগে দেখে বোঝার উপায় নেই। গাছের আকার বড় কিন্তু ফল বেশ ছোট। এক হাতেই বেশ কয়েকটা বন কাঁঠাল ধরতে পারেন। খোসাটা বেশ পাতলা। এর কোস ( আমরা সার বলি) গুলো বেশ ছোট। কোয়েল পাখির ডিমের মত ছোট। বেশ টক মিষ্টি মজার স্বাদ। লজেন্স বানালে বোধ হয় ভালই লাগবে।

বন কাঁঠালের ছবি

৩,৩১৫ বার দেখা হয়েছে

২২ টি মন্তব্য : “বন কাঁঠাল”

  1. মাহমুদুল (২০০০-০৬)

    ছোটবেলায় দেখছিলাম। আমাদের বাড়ির পাশে। এখনো আছে কিনা খেয়াল করিনি। অনেক সুস্বাদু লাগে খেতে।

    পোষ্টের জন্য ধন্যবাদ ভাই।


    মানুষ* হতে চাই। *শর্ত প্রযোজ্য

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।