আঁতেল ভাবনা

এক

ব্যার্থতার বীজে জন্ম,
শূণ্যতা পূরণের
চেষ্টা নিরন্তর
ব্যার্থ যমজ
কবিতা !

দুই

জলছাদের পরে ছায়াপথ
সমান্তরাল অপলক
কর্ণিয়া খোজে তারাখসা !

তিন

বাবা ছিলো দাদাও ছিলেন
তাই হয়েছি মুসলিম,
শাইলক ঘৃণা করি
ভালোবাসি ফিলিস্তিন|

৯৬১ বার দেখা হয়েছে

৮ টি মন্তব্য : “আঁতেল ভাবনা”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।