ছোট্ট বাগিচা আমার
জোটে কালেভদ্রে ফুল,
মালার জন্য সামান্য সে ।
ফুল সে কভু হয়না মালা
পায় না শোভা দেবীর গ্রীবায়।
তবু ফুল হয়ে রয় দেবীর পায়ে।
ছোট্ট বাগিচা আমার
জোটে কালেভদ্রে ফুল,
মালার জন্য সামান্য সে ।
ফুল সে কভু হয়না মালা
পায় না শোভা দেবীর গ্রীবায়।
তবু ফুল হয়ে রয় দেবীর পায়ে।
জুটে না জোটে
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
ধন্যবাদ ভাইয়া। কারেক্টেড। 🙂
:clap: :clap: :clap:
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
🙂 🙂
:clap: :clap: :clap:
দেবীর পায়ে রয় সেটাই বা কম কি ?
পুরাদস্তুর বাঙ্গাল
দেবীর পায়ে কিংবা খোঁপায় স্থান পাক, সে ফুল হয়ে ই থাকে। মালায় রূপান্তর হয় না। 🙂 (সম্পাদিত)
প্রথম ৩ লাইন দুর্দান্ত। তারপর ততটা মনের মত লাগছেনা।
তবে ভাবনাটা খুব সুন্দর।
আরেকটু খেলানো গেলে
বেশ একটা এলানো মালা পাওয়া যাবে।
ভাইয়া, হুট করে মাথায় এইরকম কিছু চলে আসছে সাথে সাথে লিখে ফেলছি। সময় নিয়ে লিখতে পারি না, এই সমস্যার কারনে ব্লগ ও কম লেখা হয়। 🙂
(সম্পাদিত)