মুঠোবন্দী অনর্থক মুহূর্তগুলো
আঙুলের ফাঁক গলে
ঝরে ঝরে
ক্রমশঃ নাগালের বাইরে
চলে যাচ্ছে দেখে
কুড়োবার ঝোঁকে
আকুল হাত বাড়াতে
দানাগুলো মুহূর্তে
সময়ের গেলাশে
মিশে
যেতে
যেতে
জানান দিয়ে যায়
অর্থ রয়েছে কেবল অর্থহীনতায়
২০ টি মন্তব্য : “প্রলাপ-৫”
মন্তব্য করুন
দাদা অনেক দিন পর, অনেক ভালো লাগলো ।
অনেক ধন্যবাদ তোমাকে।
বহুদিন পরে ভাইয়া। কেমন আছেন?
কবিতা সবসময়ের মতই।
ভালো না খুব একটা।
তুমি?
আহা....... :dreamy:
:clap:
একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার,সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার
নুপুর দাদা , অনেক দিন আপনাকে মিস করসি .
আমিও সিসিবি মিস করেছি অনেক।
কিন্তু ভালো করে যে একটা লেখা পড়বো এখানে এসে, সে সময়টুকু পাচ্ছিনা।
নিজে লেখা তো দূরে থাক।
বস,
আমগো জয়েন ভেঞ্চারের কোবতে কই ?
আমার কি সমস্ত কিছুই হলো ভুল
ভুল কথা, ভুল সম্মোধন
ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।
রুম্মান!
কি যে ঝামেলায় আছি কি বলবো। লেখার কোন কিছু মাথায় আসছেনা বহুদিন।
একটু থিতু হবার অপেক্ষায় আছি।
তুমি ভালো?
বহুদিন পরে ভাইয়া। কেমন আছেন?
আপনার কবিতা পড়লে কেমন যেন একটা অনুভুতি হয়
ভালো আছি রায়েদ।
তোমাদের মন্তব্য খুব অনুপ্রেরণা দ্যায়।
দুর্দান্ত লাগলো নূপুর'দা।
নতুন করে কি আর প্রশংসা করবো, বলুন। আপনার প্রত্যাবর্তনে খুশি হলাম।
আমার বন্ধুয়া বিহনে
প্রত্যাবর্তন করেছি কি না জানিনা রাব্বী।
আজকাল লিখে উঠতে পারছিনা।
যান্ত্রিক জীবন কাটছে।
বরাবরের মতোই দূর্দান্ত কবিতা।সহজ, সত্য এবং সুন্দর।
আমার কাছে আরো ভালো লাগতো যদি জায়গামতো কিছু যতিচিহ্ন বসাতেন। যেমনঃ শেষ লাইন "জানান দিয়ে যায়" এর পর " - " কিংবা " ; "।
(আমার আবার নাটক ভালো লাগে কীনা তাই!)
আপনি ফুলটাইম কবিতা লিখে পার্টটাইম ডাক্তারী করলেও পারেন।
আপনার এখনও কোনো বই নাই (যদিও যদু মধু কদু সবাই বই লিখতেছে!);হতাশাজনক ।
কিছু সময় হাতে নিয়ে বসে পরেন। আমরা কিনেই বোধ হয় খরচ তুলে দিতে পারবো!
আ হা... ফুলটাইম লিখতে যদি পারতাম!
ডাক্তারিও কিন্তু করিনা আজকাল, এখন টেস্টটিউব আর বীকারের সংগে নির্বিকার সহাবস্থান করে আছি।
তোমার মন্তব্যের জন্যে ধন্যবাদ।
একটু খেয়াল করলে দেখবে লেখাটি আসলে একটিই বাক্য,
যতিচিহ্ন ছাড়াই। দীর্ঘ ঢেউখেলানো বাক্যে হাত মকশো করার চেষ্টা হিসেবে লিখেছিলাম,
কবিতা হিসেবে নয়।
কত্তোদিন পর, দাদা...
You cannot hangout with negative people and expect a positive life.
ঐ, 😀
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ঐ
চমৎকার!