বৃষ্টি পড়ে টাপুর টুপুর,
কোথায় গেল দগ্ধ দুপুর;
ভীষণ রোদে পোড়া ?
তোমার মনের হাজার নূপুর
কোন আবেশে আজকে পাগলপারা?
কোন সে বোধের কালবোশেখী;
করবে ছন্নছাড়া ?
কেবল বালুচরে;
চলবে ভাঙ্গা-গড়া ?
জীবন নদী যাবে বুঝি এমনি বয়ে;
কূলহারা, ঢেউহারা!
প্রথম হইলাম।
কবিতা মজাই লাগলো, ব্রাদার।
চালায়া যান। আমরা পিছে আছি।
😀 😀 😀
Saleh
😉 😉
২য় 🙂 সুন্দর কবিতা
ধন্যবাদ।
:clap:
:boss: আগের গুলোর মত হয়নি, তবে ভালো হয়েছে।
ধন্যবাদ মহিউদ্দীন। খুব ভাল লাগল তোমার মনোযোগ দেখে। ভাল কিছুর জন্য ভাল সমালোচক অপরিহার্য্য।
নিজের নাম দেখে একটু থমকে গেলাম। 😀
বৃষ্টি আমার খুব প্রিয় অনুষঙ্গ।
তোমার লেখাটিকে কবিতার চেয়েও গান মনে হচ্ছে বেশি।
গুরু :boss: (সম্পাদিত)
সারোয়ার
চমৎকার...
ধন্যবাদ
শেষ দুটি লাইন পড়ে ধাক্কা খাইছি।
অসাধারণ।