কোনও এক রাতে হঠাৎ
তোমার সঙ্গে আমার
অদৃশ্য যোগাযোগ…।।
যেন মিথ্যের দেয়াল ভেদ করে ভুলক্রমেই-
সত্যের নাগাল পাওয়া,
এমনই বিস্ময়কর সে রাতটি ;
…এখনও আমাকে ভাবিয়ে তোলে-
প্রতিনিয়ত।। বস্তুত
অসহ্য এক ভালোলাগা; নিজস্ব কিছু
চাওয়া-পাওয়ার ব্যবধানে স্পর্শ করে
যার হৃদয়ের বিস্তৃত পথ ।।
একটি পাপের বীজ অসময়েই মাটিতে পড়ে;
সুন্দর একটি চারাগাছ হয়ে-
মাথা উঁচু করে দাঁড়ায় পুণ্যের মুখোমুখি ;
কে জানতো?
এমনটি ঘটবে?………
সারা দিন ধইরা কবিতা খানা ঝুলতেছে, কিন্তু কোন মন্তব্য নাই কেন??
অ ট এই টা কি বড়দের কবিতা, আমি আবার কবিতা কম বুঝি 😕
অদৃশ্য যোগাযোগ ....
জটিল ঘটনা মনে হচ্ছে!
বেশী সাংকেতিক।
হুমমম...
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷